১. খ্রীষ্টান সম্প্রদায়ভুক্ত সদস্যদের উদ্দেশ্যে বাসোপযোগী পরিবেশে বিক্রয়যোগ্য জমি/ফ্ল্যাট/গৃহনির্মাণ করিয়া সোসাইটির পরিকল্পনা অনুসারে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনকৃত বাসস্থান প্রস্তুত করিয়া সদস্যদের মধ্যে বিতরণ করা।
২. ক্রয়কৃত, লিজকৃত জমি সংগ্রহ করিয়া অথবা অন্য উপায়ে অর্জিত সম্পত্তির উপর বাড়ী নির্মাণ করিয়া সদস্যদের জন্য ব্যবহার করা।
৩. সোসাইটির গৃহনির্মাণ প্রকল্প বাস্তবায়নে ভূমি উন্নয়ন করিয়া সদস্যদের জন্য প্রস্তুত করিয়া তোলার জন্য নির্মাণ সামগ্রী এবং সরঞ্জামাদি রক্ষণাবেক্ষণ করা এবং সদস্যদের জন্য ক্রয়যোগ্য করিয়া তোলা।
৪. সদস্যদের উপকারে লাগে এমন পর্যায়ে উপনীত করার জন্য বিদ্যুৎ, পানি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা করা।
৫. সদস্যদের জীবনে প্রয়োজনীয় এমন সব সামাজিক ও নাগরিক সুবিধাদির ব্যবস্থা করা, যাহা সদস্যদের জন্য কল্যাণকর প্রতিষ্ঠান যেমন, উদ্যান, স্বাস্থ্যকেন্দ্র, খেলার মাঠ, ক্লাব, বিদ্যালয় এবং ভোক্তাদের বিপণীকেন্দ্র গড়িয়া সদস্যদের আবাসিক এলাকায় তাহাদের সিদ্ধান্তক্রমে আয়ের পথ গড়িয়া তোলা।
৬. গৃহনির্মাণ প্রকল্পে পরিস্থিতি অনুসারে ভাঙ্গা-গড়ার কাজ এবং প্রয়োজনীয় ব্যবস্থাদি গ্রহণ করা।
৭. আবাসিক এলাকায় সদস্যদের সার্বিক সুবিধার জন্য সড়ক, নালা, ময়লা নিস্কাশন ব্যবস্থা করা।
৮. গৃহনির্মাণ কার্যক্রমের উদ্দেশ্যে তহবিল গঠন করার জন্য ঋণ সংগ্রহ করা, গৃহনির্মাণ সংস্থা হইতে সাহায্য, সরকার অথবা অন্যান্য উপায়ে তহবিল সংগ্রহ করা।
৯. এই উদ্দেশ্যে প্রাসঙ্গিক কাজে সহায়ক যেকোন কর্মসূচি গ্রহণ করা।
|