
সম্পাদকের দপ্তর হতে
বিশ্বের মানুষ আজ করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে অনেকটাই শঙ্কামুক্ত হয়েছে। বিজ্ঞানীদের অক্লান্ত গবেষণার মাধ্যমে টিকা আবিষ্কার ও প্রয়োগের ফলেই আজ করোনা মহামারী থেকে নিষ্কৃতির পথে বিশ্ব। তবে, পৃথিবীর মানুষ এই করোনাকালে তাঁদের আধ্যাত্মিক জীবনে ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা নিবেদন করেছিলেন যেন বিশ্ব করোনা মুক্ত হয়। আমরা আজ বিশ্বাস করি, প্রেমময় ঈশ্বর আমাদের প্রার্থনা গ্রাহ্য করেছেন এবং বিজ্ঞানীদের ওপর পবিত্র আত্মার প্রভাব ঘটিয়েছেন। এই মহামারী কোভিড-১৯ এর দ্বারা পৃথিবীর বহু মানুষ আক্রান্ত হয়েছেন, মৃত্যুও ঘটেছে লাখ লাখ মানুষের এবং এই মৃত্যুবরণকারীদের মধ্যে আমাদের অনেকেরই আত্মীয় স্বজন রয়েছেন। বিগত দু’টি বছর মানুষের জীবনে ঘটে গিয়েছে নানা পরিবর্তন; আবার মানুষের জীবনে চলার পথ হয়েছে ছন্দপতন ও সীমাবদ্ধ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সন্তানদের শিক্ষা জীবন। আজ বিশ্ব প্রায় সকল দেশেই সরকারীভাবে করোনার টিকাকরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং করোনা আক্রান্ত থেকে রেহাই পাচ্ছে। করোনা থেকে রেহাই পেলেও বিশ্ব শান্তিতে ব্যঘাত ঘটছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে। কোন কোন দেশে খাদ্যদ্রব্যের মূল্যাধিকে দিশেহারা হয়ে পড়ছে মানুষ। মানুষের দ্বারাই ঘটছে ঈশ্বরের সৃষ্ট পৃথিবীর জলবায়ুর নেতিবাচক পরিবর্তন। আমরা চাই নির্মল, শান্ত, পরিচ্ছন্ন পৃথিবী। তবেই আমরা বসবাস করতে পারবো মহাশান্তিতে।
এ বছর হাউজিং সোসাইটির জন্যে আরও একটি উজ্জ্বল বার্তা বয়ে এনেছে। সোসাইটির সদস্য-সদস্যা, বিনিয়োগকারী, শুভাকাঙ্খীদের আস্থায় ও বিশ্বাসের প্রতিফলনে নতুন ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত হয়েছে। সমাজের চৌকস নেতৃত্ব প্রদানকারী, সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়নকারী, দক্ষ জ্ঞানের অধিকারী, সোসাইটির বিগত ২০১২ খ্রিষ্টাব্দ হতে ধারাবাহিক দায়িত্বপালনকারী সফল চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন ও তাঁর পরিষদ এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নব নির্বাচিত চেয়ারম্যান ও তাঁর পরিষদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আস্থা ও বিশ্বাস অর্জন করা ঈশ্বরের একটি মহৎ দান। সম্মানিত চেয়ারম্যান ঈশ্বর প্রদত্ত মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছেন বলেই তিনি সুদীর্ঘ সময় হাউজিং সোসাইটিতে বেশ সুনামের সঙ্গে গুরুদায়িত্ব পালন করে যাচ্ছেন।
আপনাদের আনন্দের সঙ্গে জানাতে চাই যে, এ বছরের প্রথম দিন, ১ জানুয়ারি তারিখে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন সমবায় অঙ্গনে বিশেষ ভূমিকা রাখার অবদানের স্বীকৃতিস্বরূপ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য্য এমপি মহোদয়ের কাছ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেছেন। সমবায় অধিদপ্তরের ঢাকা বিভাগের অধীনে কর্মকর্তাদের ‘অফিসার্স ডে, শুদ্ধাচার পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান’-এ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক জনাব হারুন-অর-রশিদ বিশ্বাস, ঢাকা বিভাগীয় যুগ্ম নিবন্ধক জনাব মোঃ রিয়াজুল কবীর ও প্রায় ৪০০ জন কর্মকর্তা। বছরের শুরুতেই চেয়ারম্যানের বিশেষ এ সম্মাননা প্রাপ্তিতে হাউজিং সোসাইটি পরিবার গর্বিত।
এ বছর আমরা প্রভু যীশুর পুনরুত্থান পর্ব স্বাভাবিকভাবেই পালন করতে পারছি। বিগত দু’টি বছর করোনার কারণে পৃথিবীর সকল ধর্মীয় পর্বগুলো অত্যন্ত সীমিত পরিসরে পালন করার সুযোগ হয়েছিল। আমরা ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং তাঁর গৌরব করি কেননা তাঁরই প্রিয় পুত্র আমাদের প্রভু যীশুর খ্রিষ্টের পুনরুত্থান পর্ব স্বগৌরবে পালন করছি। আমরা প্রতি বছরই পুণ্য তপস্যাকালে আমাদের আধ্যাত্মিক জীবনটাকে আরও পরিশুদ্ধ করে নেওয়ার সুযোগ পেয়ে থাকি এবং ত্যাগস্বীকারের মাধ্যমে, দানের মাধ্যমে ও প্রার্থনার মাধ্যমে যীশুর চরম কষ্টের কথা স্মরণ করে থাকি। দি এমসিসিএইচএস লিঃ-এর একমাত্র মুখপত্র ‘নীড়’ যথারীতি প্রকাশনার মাধ্যমে সোসাইটির নিয়মিত কার্যক্রমগুলো আপনাদের সম্মুখে তুলে দিতে পেরে আনন্দিত বোধ করছি। এর মাধ্যমে আপনারা সোসাইটির সম্পর্কে অবগত হতে পারছেন।
১৪ এপ্রিল, ১লা বৈশাখ, হাউজিং সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৭ খ্রিষ্টাব্দের এই দিনে সমাজের ২৭ জন স্বপ্নদ্রষ্টা ঢাকা শহরে খ্রিষ্টান জনগোষ্ঠীর নিরাপদ আবাসস্থলের জন্যে আবাসন ব্যবস্থার সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। আজ প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে সকলকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।
পাস্কা পর্বে আমাদের সবার ওপর বর্ষিত হোক পুনরুত্থিত খ্রিষ্টের বিশেষ আশীর্বাদ ও বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষে বাঙালির প্রতিটি ঘরে ঘরে বয়ে আনুক অনাবিল সুখ-সমৃদ্ধি।