
সম্পাদকের দপ্তর হতে
আঁধারে ছিল যে জাতি পেল মহাজ্যোতি, মৃত্যুছায়া কেটে গেল দেখা দিল বাতি
ঘন আঁধার কেটে গেল ঈশ্বর তনয় জন্ম নিল; মুক্তিদাতা এলো ভবে, পোহালো মরণ রাতি
নবতারার মহাজ্যোতির আলোর চিহ্নে রাখালেরা ও পণ্ডিতেরা আলোকিত হয়ে আমাদের ত্রাণকর্তা-মুক্তিদাতা শিশু যীশুর জন্মের বারতা এ জগতে পৌঁছে দিলেন। আমরা মানবজাতি তাঁদেরই সুসংবাদের মাধ্যমে পাপ-পঙকিলতা জীবন থেকে মহাপরিত্রাণের সুযোগ পেলাম। প্রভু যীশু মানববেশে এ ধরায় এসেছেন আমাদের মুক্তিদাতা-ত্রাণকর্তারূপে। আমরা আজ পরিত্রাণের প্রত্যাশা নিয়েই ত্রাণকর্তা শিশু যীশুর জন্মদিন-বড়দিন উৎসব পালন করছি। এ সময়ে আমরা প্রত্যেকেই প্রভু যীশুর আগমনের প্রস্তুতিতে আধ্যাত্মিকতার পাশাপাশি বাহ্যিক আনন্দ আয়োজনের প্রস্তুতি গ্রহণ করে থাকি।
প্রভু যীশু এ জগতে এসেছেন প্রত্যেকের হৃদয়ে; ভেদাভেদহীন ধনী-দারিদ্রের অন্তরে। তাই কৃতজ্ঞতাস্বরূপ আমরা অনেকেই বড়দিনের প্রকৃত আনন্দ উপভোগ করতে একে-অপরের প্রতি উপহার দিয়ে থাকি, দারিদ্রতার প্রতি সহায়তা হাত প্রসারিত করে থাকি।
শুভ বড়দিনে শিশু যীশুকে অন্তরে নিয়ে আমরা নতুন বছরে নবপ্রেরণার প্রত্যাশায় শুভ নববর্ষ পালন করে থাকি। পুরাতন বছরের সকল ব্যর্থতার গ্লানি মুছে নতুন বছরে নবচেতনায় উজ্জীবিত হয়ে আমরা সুখানন্দ-সমৃদ্ধি কামনা করি। বিদায়ের সুর-লহোরীতে আমাদের জীবনে অনুপ্রেরণার বীণায় সাজিয়ে তুলি সুন্দর জীবনসঙ্গীতে। এ সময়ে আমাদের জীবনের ভুল শোধরানোর মোক্ষম উপলক্ষ্য হয়ে সম্মুখে হাজির হয় নতুন বছরের হিমশীতল আবহময় সময়।
ডিসেম্বর মাস, বাঙালি জাতির এক অবিস্মরণীয় বিজয়ে মাস। বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের উদীপ্ত অগ্নিঝড়া আহ্বানে মহান মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত স্বাধীনতার স্বাদ আমরা বর্তমান প্রজন্ম অবলোকন করছি। দেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে পরিগণিত। দেশের অবকাঠামো উন্নয়নের অগ্রযাত্রার বাস্তব চিত্র আজ আমরা স্বচোখে দেখছি ও ব্যবহার করছি। বঙ্গবন্ধু কন্যার হাত ধরে দেশ আজ একপ্রান্ত থেকে অপরপ্রান্তে যোগাযোগ ব্যবস্থায় এসেছে অভ‚তপূর্ব উন্নয়নের পরিবর্তনের ছোঁয়া। দেশে আজ বিরাজমান শান্তিতে বিজয়ের দিনে শ্রদ্ধাভরে ও কৃতজ্ঞতার অন্তরে সকল বীরশহীদসহ মুক্তিসেনাদের প্রতি রইলো শ্রদ্ধাঞ্জলি।
এ বছর দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর কর্মকাণ্ড পরিচালনায় একটি সুন্দর বছর অতিক্রম করেছে। কোভিড-১৯ নিয়ন্ত্রিত অবস্থায় হওয়ায় ব্যবস্থাপনা কমিটি কর্তৃক গৃহীত প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে পরিচালিত হয়েছে। দেশের উন্নয়নের অগ্রগতির সঙ্গে ধারাবাহিকভাবে হাউজিং সোসাইটিও অবদান রাখতে পারছে। এ বছর সোসাইটির দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সভা ও রিট্রিট প্রোগ্রাম অত্যন্ত বাস্তবমুখী পরিকল্পনার সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে সদস্যবান্ধব কিছু পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। ‘নীড়’ রিসোর্ট কাম ট্রেনিং সেন্টার, ‘শান্তির নীড়’ বৃদ্ধাশ্রম, হাইওয়ে রেস্টুরেন্ট কাম থিম পার্ক, ছাত্রবাসসহ বিভিন্ন প্রকল্পের কাজ বাস্তবায়নের শেষ ধাপে এগিয়ে যাচ্ছে। নতুন বছরের শুরুতেই প্রকল্পগুলো চালু করণের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্লট ও ফ্ল্যাট প্রকল্পসমূহের কার্যক্রম পরিচালিত হচ্ছে অবিরাম। সদস্য ও শুভাকাঙ্খীদের হৃদয়ে বর্তমান ব্যবস্থাপনা কমিটির কর্তৃক গৃহীত পদক্ষেপের সফল বাস্তবায়নের সাফল্যের প্রতি দিনদিন আস্থা ও বিশ্বাসের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এ জন্যে হাউজিং সোসাইটি সবসময় কৃতজ্ঞতা স্বীকার করতে বদ্ধপরিকর। এ সকল অবদান অবশ্যই চেয়ারম্যান মহোদয়ের দূরদর্শিতার প্রতিচ্ছবি ও কর্মকর্তারদের আন্তরিকতাপূর্ণ সহযোগিতা এবং স্টাফবৃন্দের একনিষ্ঠতা।
‘নীড়’ মুখপত্র হাউজিং সোসাইটির একমাত্র প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকা। এটি প্রকাশ করতে প্রাতিষ্ঠানিক তথ্যসম্বলিত কর্মকাণ্ড সম্পর্কিত লেখার পাশাপাশি সমসাময়িক প্রসঙ্গ নিয়ে লেখকদের লেখাও স্থান করে নিচ্ছে। এবারের বড়দিন ও বিজয় দিবসে তারই ধারাবহিকতায় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড নিয়ে ও স্বনামধন্য লেখকের লেখনির সমন্বয়ে প্রকাশিত করতে পেরে সত্যিই গর্বিত। এ জন্যে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
শুভ বড়দিন-মহান বিজয় দিবস ও নববর্ষের জানাই প্রীতি ও শুভেচ্ছা । সবার জীবন হয়ে উঠুক যীশুর নববারতায় একতা-মিলনানন্দন ও সমৃদ্ধপূর্ণতায়।