সোসাইটির ‘শান্তির নীড়’ প্রকল্প সম্পর্কিত পরামর্শ ও মতামত সভা
দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ
প্রবীণ নাগরিক বা বয়োজ্যেষ্ঠ বাবা-মা যাদের সন্তানেরা বিদেশে বসবাস করেন বা দেশে থাকলেও শত ইচ্ছা থাকা সত্ত্বেও নানামুখী ব্যস্ততার কারণে তাদের যথাযথ সেবা-যত্ন করতে পারেন না বা সেবা-যত্ন করার মতো তেমন কেউ নেই অথবা থাকলেও তাদের সেবার বিশেষ প্রয়োজন রয়েছে-এমন বাস্তবতায় দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ ‘শান্তি নীড়’প্রকল্প সম্পর্কিত পরামর্শ ও মতামত সভা অনুষ্ঠিত হয়। গতকাল ৩ জুন ২০২২ খ্রিষ্টাব্দ, শুক্রবার, সন্ধ্যা ৬ ঘটিকায় সোসাইটির প্রধান কার্যালয়ের দি এমসিসিএইচএসএল অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সোসাইটির সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশনের সভাপতিত্বে ও প্রধান অতিথি ঢাকা মহাধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই-এর উপস্থিতিতে এবং সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডলের সঞ্চালনায় সভাটি শুরু হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
-ঢাকা মহাধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার গাব্রিয়েল কোড়াইয়া
-সেন্ট জন ভিয়ান্নী হাসপাতালের পরিচালক-ফাদার কমল কোড়াইয়া
-তেজগাঁও ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার সুব্রত বি, গমেজ
-দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ঢাকা-এর প্রেসিডেন্ট মি. পংকজ গিলবার্ট কস্তা,
-এশিয়া কারিতাসের প্রেসিডেন্ট ও কারিতাস বাংলাদেশের প্রাক্তন নির্বাহী পরিচালক ড. আলো ডি’রোজারিও,
-কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক মি. সেবাষ্টিয়ান রোজারিও,
-ঢাকা ক্রেডিট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সেক্রেটারি মি. হেমন্ত আই. কোড়াইয়া
-কাথলিক নার্সেস গিল্ডের ডা. প্রফেসর মেবেল ডি’রোজারিও
-বিশিষ্ট সেবিকা সিস্টার মেরী নিবেদিতা এমএমআরএ
-ওয়াই ডব্লিও সি এ’র বৃদ্ধাশ্রম অগ্রজনিবাসের পরিচালিকা রিবিকা দাস
-বারাকা ও আপন এর পরিচালক ব্রাদার নির্মল ফ্রান্সিস গমেজ সিএসসি,
-এসোসিয়েশন অব কাথলিক ডক্টরস এর প্রেসিডেন্ট ডা. এডুয়ার্ড পল্লব রোজারিও,
-হিলিং হার্ট কাউন্সেলিং এর পরিচালক সিস্টার গ্লোরিয়া রোজারিও,
-উপদেষ্টা রবার্ট সাইমন গমেজ
ও এসএমআরএ সিস্টারস্, হলিক্রশ সিস্টারস, পিমে সিস্টারস, শান্তি রাণী সিস্টারস প্রতিনিধি ও নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন সোসাইটির সম্মানিত ভাইস-চেয়ারম্যান অপূর্ব যাকোব রোজারিও, অর্থ ও প্রশাসন পরিচালক বাদল বি. সিমসাং, ট্রেজারার ইউজিন কোড়াইয়া, সকল ডিরেক্টরবৃন্দ, লোন কমিটি ও সুপারভিশন কমিটির সকল কর্মকর্তাবৃন্দ এবং অফিস ডিপার্টমেন্ট প্রধানগণ।
প্রথমেই আসনগ্রহণ পর্ব, প্রার্থনা ও ফুলের শুভেচ্ছা দিয়ে সভার মূল আলোচনা পর্ব শুরু হয়। শুরুতেই সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন সবাইকে শুভেচ্ছা জানান এবং সভার সার্বিক বিষয়বস্তু উপস্থাপনের মধ্য দিয়ে ‘শান্তির নীড়’ সম্পর্কে তার বক্তব্য তুলে ধরেন। এরপর সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডল ‘শান্তির নীড়’ সম্পর্কিত ভিডিও প্রেজেন্টেশন ও সকল তথ্যাবলী নিয়ে স্লাইড শো উপস্থাপন করেন। এর পরপরই মুক্ত আলোচনার মাধ্যমে ‘শান্তির নীড়’সম্পর্কে নানা বিষয়াদি নিয়ে আলোচনা হয়। আলোচনায় উপস্থিত সকল অতিথিবৃন্দ তাদের নিজ নিজ মতামত ও পরামর্শ ব্যক্ত করেন। এতে সকলেই বর্তমান বাস্তবতায় ‘শান্তির নীড়’ প্রকল্পটির বাস্তবায়নের তাগিদ অনুভব করেন ও উৎসাহ প্রদান করেন।
সভা শেষে সম্মানিত চেয়ারম্যান সকলের উপস্থাপিত পরামর্শ ও মতামতগুলো নিয়ে পর্যালোচনামূক বক্তব্য প্রদান করেন এবং আগামী ডিসেম্বরের মধ্যে ‘শান্তির নীড়’প্রকল্পটি বাস্তবায়নে এগিয়ে যাবেন বলে ধারণা প্রদান করেন। পরিশেষে তিনি সকলকে সভায় যোগদানের জন্যে সোসাইটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে সমাপ্ত ঘোষণা করেন।