৩৫তম বার্ষিক সাধারণ সভা - ২০২৩
বটমলী হোম বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ
১৭ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি:, শুক্রবার
দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল ১৭ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি:, শুক্রবার, ঢাকার তেজগাঁও বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে। ২০২১-২০২২ অর্থ বছর সম্বলিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সোসাইটির ডায়নামিক ও দক্ষ জ্ঞানের অধিকারী সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন। সকাল এগারটায় সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডলের সঞ্চালনায় সভাটি শুরু হয়।
বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান কামাল এমপি; উপস্থিত ছিলেন গেস্ট অব অনার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য এমপি; গেস্ট অব অনার ঢাকার ধর্মপাল পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য জনাব মেহের আফরোজ চুমকি এমপি; আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি; সমবায় অধিদপ্তরের মাননীয় নিবন্ধক ও মহাপরিচালক জনাব ড. তরুণ কান্তি শিকদার; রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক-মাননীয় চেয়ারম্যান জনাব মোঃ আনিছুর রহমান মিঞা পিএএ; সমবায় অধিদপ্তরের ঢাকা বিভাগীয় মাননীয় যুগ্ম নিবন্ধক জনাব শেখ কামাল হোসেন; ঢাকা বিভাগীয় কার্যালয়ের মাননীয় উপ-নিবন্ধক জনাব মোহাম্মদ মিজানুর রহমান; গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভার মেয়র জনাব এস.এম. রবীন হোসেন; বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনে সম্মানিত প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও; দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস লিঃ (কাক্কো) চেয়ারম্যান মি. পংকজ গিলবার্ট কস্ত ; ‘দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ’-এর সম্মানিত প্রেসিডেন্ট মি. হেমন্ত আই কোড়াইয়া ও ওয়ার্ল্ড অ্যালাইয়েন্স অব ওয়াইএমসিএ-এর এক্সেকিউটিভ মি. বাবু মার্কুস গমেজ।
সেক্রেটারির কোরাম পূর্তি ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া সভায় প্রথমেই আসন গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়। সোসাইটির চেয়ারম্যান প্রধান অতিথিসহ সকল অতিথিদের ফুল দিয়ে ও ব্যাজ পরিয়ে শুভেচ্ছা জানান। এরপর জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও জাতীয় ও সমবায় সঙ্গীত পরিবেশন করা হয়। সভার সভাপতি অতিথিদের নিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন এবং এ সময়ে দেশের বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। পবিত্র বাইবেল পাঠের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এতে প্রার্থনা পরিচালনা করেন তেজগাঁও ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার সুব্রত বি. গমেজ। এরপর মৃতসকল সদস্যদের আত্মার কল্যাণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর সভাপতি ও সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন বার্ষিক সাধারণ সভায় তার মূল্যবান স্বাগত বক্তব্য উপস্থাপন করেন। তিনি তার স্বাগত বক্তব্যে ঈশ্বরের প্রতি ধন্যবাদ ও প্রশংসা জানিয়ে সকল অতিথিদের শুভেচ্ছা জানান। তিনি জাতির পিতার সমবায়ের প্রতি গুরুত্বসহ বর্তমান প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান। তিনি ভাষা শহীদ ও মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্যসহ প্রতিষ্ঠাকালীন সময়ে সবার সহযোগিতার কথাও স্মরণ করেন। সোসাইটির উন্নয়ন অগ্রগতি সম্পর্কে তিনি বর্তমান চিত্র তুলে ধরেন। বর্তমানে সোসাইটির সম্পদ-পরিসম্পদ প্রায় ২৭০০ কোটি টাকা উন্নীত হয়েছে বলে জানান। এ জন্যে তিনি সকলকে ধন্যবাদ জানান।
এরপর সম্মানিত প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি সোসাইটির এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্যে বর্তমান পরিষদকে ধন্যবাদ জানান। এরপর গেস্ট অনার ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরেন। সকলেই সোসাইটির এই উন্নয়নে ভূয়সী প্রশংসা করেন ও উত্তোরত্তর সাফল্য কামনা করেন। সেই সাথে সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশনকে সকলেই অসংখ্য ধন্যবাদ জানান।