সোসাইটির চেয়ারম্যান ও কর্মকর্তাদের ডেমরপাড়ায় রিসোর্ট-কাম ট্রেনিং সেন্টার পরিদর্শন
সোসাইটির সম্মানিত চেয়ারম্যান ও কর্মকর্তাগণ সোসাইটির আয়মূলক প্রকল্প ‘এমসিসিএইচএসএল রিসোর্ট-কাম ট্রেনিং সেন্টার’-এর দ্রুত গতিতে চলা নির্মাণ কাজের পরিদর্শন করেছেন। পরিদর্শনে সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশনের সঙ্গে উপস্থিত ছিলেন সোসাইটির বর্তমান অর্থ ও প্রশাসনের পরিচালক বাদল বি. সিমসাং, ডিরেক্টর সুজয় পিউরীফিকেশন, আগষ্টিন প্রতাপ গমেজ, ডেভিড প্রবীন রোজারিও, আভ্যন্তরীন অডিট ও পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান রতন হিউবার্ট পিউরীফিকেশন, সদস্য ডন ক্লারেন্স হাওলাদার, লোন কমিটির সদস্য ডিউক পি. রোজারিও। সোসাইটির আয়মূলক এই প্রকল্পটি খুব অল্প সময়ের মধ্যেই উদ্বোধন করার মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, সোসাইটির পুবাইল প্রকল্প-০৩ ডেমরপাড়া মৌজায় ৭৩০ শতাংশ জমির উপর একটি অত্যাধুনিক রিসোর্ট-কাম ট্রেনিং সেন্টারটির কার্যক্রম এগিয়ে চলছে। ট্রেনিং সেন্টারটিতে ১৫০জনের আবাসিক সুবিধাসহ দৈনিক ৩০০-৫০০ লোক বিভিন্ন কর্পোরেট সেমিনার, এজিএম, রিট্রিট প্রোগ্রাম বা সভা পরিচালনা করতে পারবে। এতে থাকছে কটেজ, সুইমিংপুল, খেলার মাঠ, ইনডোর এবং আউটডোর স্পোর্টসসহ অন্যান্য সকল সুযোগ-সুবিধার সমন্বয়।