লেখক আলম আর্নেষ্ট ডি’কস্তা’র ‘আমার কিছু কথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন
সার্বিক সহযোগিতায় ছিলেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ।
দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর মিলনায়তনে ১২ এপ্রিল ২০২২ খ্রিষ্টাব্দ তারিখে অনুষ্ঠিত হয়ে গেল লেখক আলম আর্নেষ্ট ডি’কস্তা’র জীবনীভিত্তিক রচিত ‘আমার কিছু কথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের মহামান্য আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই, বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর প্রেসিডেন্ট মি. পংকজ গিলবার্ট কস্তা, খ্রীষ্টীয় যোগাযোগ কেন্দ্রের পরিচালক ও সাপ্তাহিক প্রতিবেশীর সম্পাদক ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাউজিং সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল, অর্থ ও প্রশাসন পরিচালক মি. বাদল বি. সিমসাং, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়াসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সন্ধ্যা ৭টায় সিস্টার রেবা ভেরোনিকা ডি’কস্তা’র সভাপতিত্বে শুরু হওয়া গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রার্থনা, বরণ নৃত্য, শুভেচ্ছা বক্তব্য, গ্রন্থের মোড়ক উন্মোচন, লেখকের জীবনভিত্তিক ডক্যুমেন্টারি, একক সঙ্গীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে লেখক আলম আর্নেষ্ট ডি’কস্তার পরিবারের পক্ষ থেকে সোসাইটির সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশনকে কৃতজ্ঞতাস্বরূপ ক্রেস্ট উপহার প্রদান করেন।
অনুষ্ঠানটি আয়োজনে ছিলেন লেখক আলম আর্নেষ্ট ডি’কস্তা-এর পরিবারবর্গ, ধনুন, নাগরী ধর্মপল্লী, বাংলাদেশ ও নিউ ইয়র্ক, আমেরিকা এবং সার্বিক সহযোগিতায় ছিলেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ।