সাফল্যের পথে আরও একধাপ এগিয়ে হাউজিং সোসাইটি
৪৯তম জাতীয় সমবায় দিবসে সোসাইটির স্বর্ণপদক অর্জন
দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ বিগত ৭ নভেম্বর ২০২০ খ্রীষ্টাব্দ, শনিবার, সকাল দশটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ৪৯তম জাতীয় সমবায় দিবস ২০২০-এ জাতীয় শ্রেষ্ঠ সমবায় পুরস্কার-২০১৯ স্বর্ণপদক অর্জন করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য, এমপি, মহোদয়ের কাছ থেকে সোসাইটির স্বর্ণালী ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠ চেয়ারম্যান মি: আগষ্টিন পিউরীফিকেশন উক্ত স্বর্ণপদক পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন। প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে উক্ত অনুষ্ঠান ভার্চুয়ালি অংশগ্রহণ করে পুরস্কারপ্রাপ্ত সকল সমবায় প্রতিষ্ঠানকে অভিনন্দন জানান। জাতির পিতার জন্মশতবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে সমবায় কার্যক্রমের এই সুমহান স্বীকৃতি দেশের অর্থনীতিতে উল্ল্যেখযোগ্য অবদান রাখতে আরও উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই জাতীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য, এমপি; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, জনাব তাজুল ইসলাম, এমপি; মাননীয় সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, জনাব মো: রেজাউল আহসান; নিবন্ধক ও মহাপরিচালক, সমবায় অধিদপ্তর, জনাব মো: আমিনুল ইসলাম; সভাপতি, বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়ন ও চেয়ারম্যান, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিঃ জনাব শেখ নাদির হোসেন লিপু।
সোসাইটির চেয়ারম্যান ছাড়াও এ দিনে সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি: রতন হিউবার্ট পিউরীফিকেশন, সেক্রেটারি মি: ইমানুয়েল বাপ্পী মন্ডল, ম্যানেজার মি: জন গমেজ, ট্রেজারার মি: ফ্রান্সিস গোমেজ (বাবুল), ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ যথাক্রমে- মিসেস কল্পনা ফলিয়া, মি: বাদল বি, সিমসাং, মিসেস মায়া মনিকা গাঙ্গুলী, মি: অপূর্ব যাকোব রোজারিও, মি: উজ্বল ফ্রান্সিস রিবেরু, মি: জেমস ডি’রোজারিও এবং মি: সুজয় পিউরীফিকেশন; ঋণদান কমিটির চেয়ারম্যান মি: তরুন ভিক্টর গমেজ, সেক্রেটারি মি: সাগর চার্লস রোজারিও, সদস্যগণ-মি: প্রদীপ আগষ্টিন গমেজ, মি: লিংকার্স রোজারিও, মি: ডন ক্লারেন্স হাওলাদার, আভ্যন্তরীন নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান মি: ইউজিন কোড়াইয়া, সেক্রেটারি মি: বনিফাস এস চিসিম, সদস্যগণ-মি: সনি খ্রীষ্টফার পেরেরা, জাস্টিনা বিশ্বাস, মারিয়া সুচিত্রা আলমিদা। এছাড়াও সোসাইটির সকল কর্মীবৃন্দ, স্বল্প সংখ্যক উপদেষ্টা. শুভাকাঙ্খী ও সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা বিভাগের বিভিন্ন সমবায় সমিতির প্রায় চার হাজার সমবায়ী স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান সমাপ্ত হবার পর চার্চ কমিউনিটি সেন্টার, ৯নং তেজকুনীপাড়া, তেজগাঁও, ঢাকা-সোসাইটির অফিসে দুপুর একটায় সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশনসহ কর্মকর্তাগণ বাদ্যবাজনার তালে তালে আনন্দঘন পরিবেশে সবাই শোভাযাত্রা করে সেন্টারে প্রবেশ করেন। বেলা ৩টায় অফিসের কার্যক্রম থাকায় এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে আসনগ্রহণ করেন অনুষ্ঠানের সভাপতি, সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন, ভাইস-চেয়ারম্যান রতন হিউবার্ট পিউরীফিকেশন, সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডল, ম্যানেজার জন গমেজ ও ট্রেজারার ফ্রান্সিস গোমেজ (বাবুল)। এরপর ব্যবস্থাপনা কমিটির পক্ষে চেয়ারম্যান মহোদয়কে পুষ্পস্তবক প্রদান করেন সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডল, সোসাইটির কর্মীবৃন্দদের পক্ষ থেকে সিনিয়র ম্যানেজার রতন আর পেরেরাও চেয়ারম্যানকে পুষ্পস্তবক প্রদান করেন।
আলোচনায় সম্মানিত চেয়ারম্যান মহোদয় প্রথমেই সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, সকল প্রশংসাই মহান ঈশ্বরের এবং তাঁর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। তিনি তার দায়িত্বকালীন সময়ে উল্লেখ করে বলেন, ২০১২ খ্রীষ্টাব্দে আমরা দায়িত্বভার গ্রহণের সময় ২২২ কোটি টাকার সম্পদ-পরিসম্পদকে ২০২০ খ্রীষ্টাব্দে তা প্রায় ১৬০০ কোটি টাকায় উন্নীত করতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, এই ধারাবাহিক সাফল্য অর্জনের ফলে ২০১৫ খ্রীষ্টাব্দে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাকে জাতীয় শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে স্বর্ণপদক প্রদান করেন। আজকে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ সরকারিভাবে জাতীয় শ্রেষ্ঠ সমবায় পুরস্কার স্বর্ণপদক অর্জন করেছে। এ অর্জন যেমন আমাদের অহংকারের, তেমনি গর্বের ও আনন্দের। এ ফসল আমাদের ধরে রাখতে হবে। তিনি এ জন্যে সোসাইটির সকল সদস্য-সদস্যাদের ধন্যবাদ জানান তাদের বিশ্বাস-আস্থা, সহযোগিতার জন্যে। তিনি সকলের প্রতি আহ্বান জানান, আসুন সোসাইটিতে বিনিয়োগ করুন, আপনাদের সহায়তায় সোসাইটি আরও অনেক অনেক উন্নতি করুক। সম্মানিত চেয়ারম্যান মহোদয় তার সংক্ষিপ্ত বক্তব্য শেষে সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সকলের মঙ্গল কামনা করেন।
শুভেচ্ছা বক্তব্যে সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডল দিনটিকে স্মরণীয় ও ঐতিহাসিক উল্লেখ করে সোসাইটির এ বিশাল অর্জনের জন্যে সোসাইটির সম্মানিত চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন। কর্মীদের পক্ষ থেকে সিনিয়র ম্যানেজার প্রজেক্ট-ক্যাশ এণ্ড ল’ রতন রবার্ট পেরেরা তার বক্তব্যে বর্তমান ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম ও চিন্তা-চেতনা দ্বারা সোসাইটিকে উন্নতির শিখরে তুলে এনে জাতীয় শ্রেষ্ঠ সমবায় পুরস্কার অর্জনের জন্যে ম্যানেজিং কমিটিকে অভিনন্দন জানান।
পরিশেষে, সোসাইটির ভাইস-চেয়ারম্যান রতন হিউবার্ট পিউরীফিকেশন সোসাইটির গৌরজ্জ্বল দিনে জাতীয় শ্রেষ্ঠ সমবায় স্বর্ণপদক পুরস্কার অর্জন করায় সম্মানিত চেয়ারম্যানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেই সঙ্গে তিনি সকল সদস্য-সদস্যদেরও অভিনন্দন জানান এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে তার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।