৩১ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ রোজ শুক্রবার রাজধানীর ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে’“দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ” এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ২০২২-২০২৩ অর্থবছর সম্বলিত সাধারণ সভায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন। সকাল ১০:০০ ঘটিকায় সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডলের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা শুরু হয়।
৩৬তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন মাননীয় মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, জনাব মুহাম্মদ ফারুক খান, এমপি। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জনাব মোঃ আব্দুল ওয়াদুদ, এমপি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আখতারউজ্জামান, এমপি; মাননীয় সংসদ সদস্য, গাজীপুর-৫ আসন, মিসেস অনিমা মুক্তি গমেজ, মাননীয় সংসদ সদস্য; জনাব মোঃ আহসান কবীর, অতিরিক্ত নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা ও প্রশাসন) সমবায় অধিদপ্তর; জনাব মোঃ শেখ কামাল হোসেন, যুগ্ম নিবন্ধক, ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়; মি. পংকজ গিলবার্ট কস্তা, চেয়ারম্যান, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস লিঃ (কাক্কো); মি. ইগ্নেসিয়াস হেমন্ত কোড়াইয়া, প্রেসিডেন্ট, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ; মি. বাবু মার্কুজ গমেজ, এক্সিকিউটিভ মেম্বার, ওয়ার্ল্ড এ্যালায়েন্স অব ওয়াইএমসিএ। এছাড়াও সোসাইটির সকল কর্মকর্তা, উপদেষ্টামন্ডলী, মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন কমিটি-উপকমিটির সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই অতিথিবৃন্দ আসনগ্রহণ করেন। পরে সকল অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন সোসাইটির সম্মানিত চেয়াম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন।
আসনগ্রহণ ও শুভেচ্ছা জ্ঞাপনের পর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং একই সাথে জাতীয় পতাকা উত্তোলন ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয় এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা হয়। এরপর সমবায়ী সঙ্গীত পরিবেশিত হয়। এরপর পবিত্র বাইবেল পাঠ, প্রার্থনা ও সকল মৃত সদস্যদের স্মরণ করে মঙ্গল কামনা করা হয়।
পরবর্তীতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান ও সভার সভাপতি মি. আগষ্টিন পিউরীফিকেশন। শুরুতেই তিনি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান। পরে তিনি মঞ্চে উপবিষ্ট সম্মানিত প্রধান অতিথি, গেস্ট অব অনার, বিশেষ অতিথিবৃন্দ, সকল কর্মকর্তাবৃন্দ, উপদেষ্টা বৃন্দ, কর্মীবৃন্দ এবং উপস্থিত সকলকে সমবায়ী শুভেচ্ছা প্রদান করেন। প্রথমেই তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন বাংলার পথিকৃৎ, বাংলাদেশের জনক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার নেতৃত্বে আমরা বাংলাদেশ পেয়েছি। তিনি সকল শহীদ ভাই ও মা-বোনদের কথাও স্মরণ করেন। একই সাথে তিনি স্মরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। যার কল্যাণে বাংলাদেশ দিন দিন এগিয়ে চলেছে। আমরা পাচ্ছি একটি স্মার্ট বাংলাদেশ। এরপর তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন ২৭জন স্বপ্নদ্রষ্টার কথা যাদের পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে গড়ে উঠেছিল আজকের এই হাউজিং সোসাইটি। তিনি আরও স্মরণ করেন প্রয়াত সকল সদস্য/সদস্যাগণদের। তিনি তাদের মঙ্গল কামনা করেন। এরপর তিনি হাউজিং সোসাইটির কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সমূহ সকলের সামনে তুলে ধরেন যা পরবর্তীতে প্রজেক্টরের মাধ্যমে স্ক্রিনে প্রদর্শন করা হয়। তিনি সোসাইটির বর্তমান সম্পদ সম্পর্কে সকলকে অবগত করেন। তিনি জানান বর্তমানে সোসাইটির সম্পদ ৩৫০০ কোটি টাকায় উন্নীত হয়েছে। তিনি এই অর্জনের জন্য সকল সদস্য/সদস্যাদের ধন্যবাদ জানান।
এরপর সভায় উপস্থিত প্রধান অতিথি মাননীয় মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জনাব মুহাম্মদ ফারুক খান, এমপি জানাব তার মূল্যবান বক্তব্য রাখেন। তিনি সোসাইটির সকল অর্জনের জন্য সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশনকে অভিনন্দন জানান এবং পরবর্তী সকল প্রজেক্টের জন্য শুভকামনা জানান। তিনি পর্যটন শিল্প বিকাশে সমবায় খাতকে এগিয়ে আসার আহ্বান করেন। পরে আরও বক্তব্য রাখেন সভার গেস্ট অফ অনার মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জনাব মোঃ আব্দুল ওয়াদুদ, এমপি। তিনিও সমগ্র উন্নয়নের জন্য সোসাইটির চেয়ারম্যান ও অনান্য সকল কর্মকর্তাদের প্রসংশা করেন এবং তাদের অগ্রগতি ধরে রাখার জন্য পরামর্শ প্রদান করেন। এরপর উপস্থিত সকল বিশেষ অতিথিবৃন্দ তাদের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
সাধারণ সভায় প্রায় দশ হাজার সদস্য/সদস্যাবৃন্দ উপস্থিত থেকে সভাটি সাফল্যমন্ডিত করেন।