স্থায়ী আমানতের বিপরীতে ঋণ
দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এটি একটি আর্থিক প্রতিষ্ঠান। সোসাইটির স্থায়ী আমানতকারীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার লক্ষ্যে স্থায়ী আমানতের বিপরীতে ঋণ প্রকল্প চালু করেছে।
ঋণ গ্রহনের যোগ্যতা, নিয়মাবলী ও বিবেচ্য বিষয়ঃ
(ক) অত্র সোসাইটিতে স্থায়ী আমানতকারীদের বেলায় শুধু এই ঋণ প্রযোজ্য হবে।
(খ) নিজ নামীয় স্থায়ী আমানতকারীদের এই ঋণ প্রদান করা হবে।
(গ) স্থায়ী আমানতের বিপরীতে ৮০% ঋণ প্রদান করা হবে।
(ঘ) স্থায়ী আমানতের বিপরীতে প্রাপ্য সুদের অতিরিক্ত ২% হারে সুদ দিতে হবে।
(ঙ) স্থায়ী আমানতের বিপরীতে ঋণের ক্ষেত্রে ১% হারে এককালীন সার্ভিস চার্জ প্রদান করতে হবে।
(চ) স্থায়ী আমানত যত মাসের জন্য ইস্যু করা হবে শুধু তত মাসের কিস্তিতে ঋণ প্রদান করা হবে।
(ছ) স্থায়ী আমানতের বিপরীতে ঋণ গ্রহন করে খেলাপী হলে ঋণের সুদ, জরিমানা, ও গ্রহনকৃত ঋণ যদি স্থায়ী আমানতের সমপরিমান হয় তা হলে স্বংক্রীয় ভাবে স্থায়ী আমানত নগদীকরন করে ঋণের সাথে সমন্বয় করা হবে। সে ক্ষেত্রে আবেদনকারীকে কোন প্রকার নোটিশ প্রদান করা হবে না।
(ঝ) দুই দিন পূর্বে নোটিশের মাধ্যমে মাসের যে কোন দিন এই ঋণ প্রদান করা হবে।
(ঞ) আবেদনকারীকে নিজে উপস্থিত হয়ে ঋণ ফরম পূরণ ও সাক্ষর করতে হবে। অন্যথায় ঋণ প্রদান করা হবে না। তবে বিশেষ বিবেচনায় ব্যবস্থাপনা কমিটির সুপারিশক্রমে ঋণ দেওয়া যেতে পারে।
(চ) ৬ মাস ঋণ খেলাপী হলে ব্যবস্থাপনা কমিটি যে কোন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।