Membership Account
সদস্যপদ হিসাব
সোসাইটির সদস্যপদ লাভের যোগ্যতা
সোসাইটির নির্ধারিত কর্ম এলাকায় বসবাসকারী খ্রীষ্টান সমাজের মধ্যে যে সকল খ্রীষ্টভক্তদের নিম্নে উল্লেখিত যোগ্যতা সমূহ বিদ্যমান থাকিবে এবং যাহাদের উল্লেখিত যোগ্যতা সমূহ রহিয়াছে, একমাত্র সেই সকল খ্রীষ্টভক্তদের যথাযথ নিয়ম ও পদ্ধতি অনুসরন করিয়া অত্র সোসাইটির সদস্যপদ প্রদান করা হইবে। যথা :-
ক) সোসাইটির নির্ধারিত কর্ম এলাকায় কমপক্ষে ৬ (ছয়) মাস যাবৎ বসবাসকারী যেকোন বাংলাদেশী খ্রীষ্টান নাগরিক এবং যাহার বয়স ১৮ (আঠার) বছর পূর্ণ হইয়াছে একমাত্র সেই খ্রীষ্টান পুরুষ ও মহিলা অত্র সোসাইটির সদস্যপদ লাভের যোগ্য বলিয়া বিবেচিত হইবেন।
খ) আগ্রহী যে বাংলাদেশী খ্রীষ্টান পুরুষ এবং মহিলা সোসাইটির লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন করিবার জন্য সর্বদা সচেতন, আগ্রহী, শ্রদ্ধাশীল, আস্থাশীল, নিবেদিত এবং বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করিতে প্রস্তুত এবং রাজী আছেন, একমাত্র সেই খ্রীষ্টান পুরুষ এবং মহিলা অত্র সোসাইটির সদস্যপদ লাভের জন্য যোগ্য বলিয়া বিবেচিত হইবেন।
গ) আগ্রহী যে বাংলাদেশী খ্রীষ্টান পুরুষ এবং মহিলা সোসাইটির বিদ্যমান বিভিন্ন ধরণের নিয়ম-কানুন, আদেশ-নির্দেশ নীতিমালা এবং বিদ্যমান সমবায় সমিতি আইন, বিধিমালা ও সোসাইটির উপ-আইনের প্রতিটি বিষয় মানিয়া চলিবার জন্য সর্বদা প্রস্তুত এবং স্বেচ্ছায় অন্যান্য সকল বিষয় মানিয়া চলিবার অঙ্গীকার করিবেন, একমাত্র সেই খ্রীষ্টান পুরুষ এবং মহিলা অত্র সোসাইটির সদস্যপদ লাভের জন্য যোগ্য বলিয়া বিবেচিত হইবেন।
ঘ) আগ্রহী যে বাংলাদেশ খ্রীষ্টান পুরুষ এবং মহিলা সোসাইটি হইতে ৫০.০০ (পঞ্চাশ) টাকা মূল্যের সদস্য আবেদনপত্র/ফরম ক্রয় করিয়া যথাযথভাবে পূরণ পূর্বক সোসাইটির অফিসে চেয়ারম্যান/সেক্রেটারি বরাবরে জমা দিবেন, সোসাইটির নির্ধারিত ভর্তি ফি বাবদ ১০০.০০ (একশত) টাকা, প্রাথমিক শেয়ার জমা বাবদ ১০০.০০ (একশত) টাকা এবং প্রতিমাসে শেয়ার হিসাবে কমপক্ষে ১০০.০০ (একশত) টাকা ও বার্ষিক হিসাব খরচ বাবদ ২০.০০ (বিশ) টাকা জমা দিবেন একমাত্র সেই খ্রীষ্টান পুরুষ এবং মহিলা অত্র সোসাইটির সদস্যপদ লাভের জন্য যোগ্য বলিয়া বিবেচিত হইবেন।
ঙ) আগ্রহী যে বাংলাদেশী খ্রীষ্টান পুরুষ এবং মহিলার সদস্য আবেদনপত্র/ফরমে পরিচয়দানকারী হিসাবে সোসাইটির অন্য ২ (দুই) জন নিয়মিত শেয়ার জমাদানকারী সাধারণ সদস্য-সদস্যার সম্মতি স্বাক্ষর রহিয়াছে, একমাত্র সেই খ্রীষ্টান পুরুষ এবং মহিলা অত্র সোসাইটির সদস্যপদ লাভের জন্য যোগ্য বলিয়া বিবেচিত হইবেন।
চ) আগ্রহী যে বাংলাদেশী খ্রীষ্টান পুরুষ এবং মহিলা সদস্য আবেদনপত্র/ফরমের সাথে সোসাইটির চাহিদা অনুসারে প্রয়োজনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজ-পত্র, যেমন-স্থানীয় পালক-পুরোহিত/পাষ্টরের বাপ্তিস্ম সার্টিফিকেট, স্থানীয় চেয়ারম্যানের প্রত্যয়নপত্র/পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদস্য তোলা নির্ধারিত ছবি/ফটো প্রভৃতি সংযুক্ত রহিয়াছে একমাত্র সেই খ্রীষ্টান পুরুষ এবং মহিলা অত্র সোসাইটির সদস্যপদ লাভের জন্য যোগ্য বলিয়া বিবেচিত হইবেন।
ছ) আগ্রহী যে বাংলাদেশী খ্রীষ্টান পুরুষ এবং মহিলা সোসাইটির বার্ষিক সাধারণ সভা, বিশেষ সাধারণ সভা, অন্যান্য বিভিন্ন ধরণের সভা/মিটিং, সমাবেশ, শিক্ষা সেমিনার, প্রশিক্ষণ এবং বিভিন্ন সামাজিক, ধর্মীয়, মানবিক ও মঙ্গলজনক কার্যক্রমে স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করিতে সর্বদা প্রস্তুত ও রাজী আছেন, একমাত্র সেই খ্রীষ্টান পুরুষ এবং মহিলা অত্র সোসাইটির সদস্যপদ লাভের জন্য যোগ্য বলিয়া বিবেচিত হইবেন।
সোসাইটির সদস্যপদ লাভের যোগ্যতা
সোসাইটির সদস্যপদ বাংলাদেশী সকল খ্রীষ্টান নাগরিক এবং ১৮ (আঠার) বছর পূর্ণ হইয়াছে এমন সকল খ্রীষ্টানদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ও স্বতঃস্ফূর্ত। তবে একজন পুরুষ এবং মহিলা খ্রীষ্টান হলেও তাহাকে সদস্যপদ প্রদানের ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে সীমাবদ্ধতা রহিয়াছে, যেগুলো নিম্নে তুলে ধরা হইল। যথা :
ক) সোসাইটির কর্ম-এলাকার বাইরে স্থায়ীভাবে বসবাসকারী কোন খ্রীষ্টান পুরুষ এবং মহিলা সদস্যপদ লাভ করিতে পারিবেন না অথবা সদস্যপদ দেওয়া হইবে না।
খ) খ্রীষ্টান সম্প্রদায় ছাড়া অন্যকোন সম্প্রদায়ের কোন পুরুষ এবং মহিলা সোসাইটির সদস্যপদ লাভ করিতে পারিবেন না অথবা সদস্যপদ দেওয়া হইবে না।
গ) কোনক্রমেই ১৮ (আঠার) বছরের নীচে কোন খ্রীষ্টান পুরুষ এবং মহিলা সোসাইটির সদস্যপদ লাভ করিতে পারিবেন না অথবা সদস্যপদ দেওয়া হইবে না।
ঘ) কোন ধরণের অ-সামাজিক, অ-নৈতিক এবং রাষ্ট্রদ্রোহী কার্যক্রমে জড়িত থাকিলে কোন খ্রীষ্টান পুরুষ এবং মহিলা সোসাইটির সদস্যপদ লাভ করিতে পারিবেন না অথবা সদস্যপদ দেওয়া হইবে না।
ঙ) অন্যকোন প্রতিষ্ঠানে ঋণখেলাপী হিসাবে চিহ্নিত, কোর্ট কর্তৃক দেউলিয়া ঘোষিত, সমাজ ও রাষ্ট্র কর্তৃক দোষী সাব্যস্ত এবং কোন ধরণের অপরাধের জন্য কারাদন্ডে দন্ডিত কোন পুরুষ এবং মহিলা সোসাইটির সদস্যপদ লাভ করিতে পারিবেন না অথবা সদস্যপদ দেওয়া হইবে না।
সদস্য পদ খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- সোসাইটির নির্ধারিত আবেদনপত্র
- আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র / জন্মনিবন্ধনের ফটোকপি।
- আবেদনকারী বিবাহিত হলে গীর্জার বিবাহের সার্টিফিকেটের ফটোকপি।
- আবেদনকারী অবিবাহিত হলে গীর্জার বাপ্তিস্মের সার্টিফিকেটের ফটোকপি।
- ৩ কপি পাসপোর্ট এবং ১ কপি স্টাম্প সাইজ ছবি।
- নমিনীর ১ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং জাতীয় পরিচয়পত্র / জন্মনিবন্ধনের ফটোকপি ।
- আবেদনকারী নূন্যতম সঞ্চয়ী হিসাবধারী হতে হবে।