নব-নির্বাচিত কর্মকর্তাদের শপথ বাণী পাঠ করালেন আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই
দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সদ্য নির্বাচিত কর্মকর্তাদের শপথ বাণী পাঠ করালেন ঢাকা মহাধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই। ২৪ মার্চ, ২০২২ খ্রীষ্টাব্দ, বহস্পতিবার সন্ধ্যা সারে ছয় ঘটিকায় তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে এ শপথ গ্রহণ অনুষ্ঠানটি শুরু হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন; প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন ঢাকা মহাধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস লিঃ কাক্কো’র চেয়ারম্যান মি. নির্মল রোজারিও, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর প্রেসিডেন্ট মি. পংকজ গিলবার্ট কস্তা, তেজগাঁও ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার সুব্রত বি, গমেজ। নবনির্বাচিত সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডলের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সকল কর্মকর্তাবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, সমবায় অঙ্গণের বিভিন্ন ক্রেডিট ইউনিয়নের নেতৃবৃন্দ, সোসাইটির বিভিন্ন কমিটি, উপ-কমিটির সদস্যবৃন্দ, সম্মানিত সদস্য-সদস্যাবৃন্দ, শুভাকাঙ্খী ও কর্মীবৃন্দ।
শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতেই সভার সভাপতি সোসাইটির সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফকেশন তিনি প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দদের নিয়ে মঞ্চে আসনগ্রহণ করেন।
অতিথিবৃন্দের মঞ্চাসনের পর তেজগাঁও ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার সুব্রত বি. গমেজ পবিত্র বাইবেল পাঠ ও প্রার্থনা পরিচালনা করেন। এ সময়ে অতিথি শিল্পীদের বরণ নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানানো হয় এবং সোসাইটির কর্মীবৃন্দ সমবায় সঙ্গীত পরিবেশন করেন।
এরপর সোসাইটির চেয়ারম্যান তাঁর মূল্যবান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ উপস্থিত সকলকে স্বাগত জানান। এ সময়ে তিনি মহান বিজয় দিবস উপলক্ষে জাতির সকল শ্রেষ্ঠ সন্তান, সকল শহীদ ও বীরমুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে সোসাইটির ইতিহাস, লক্ষ্য ও সোসাইটি গঠনের ২৭ জন স্বপ্নদ্রষ্টাদের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
সম্মানিত চেয়ারম্যান তিনি তার শুভেচ্ছা বক্তব্যে সোসাইটির সার্বিক উন্নয়ন চিত্র তুলে ধরেন। তিনি তার দায়িত্বকালীন সময়ে উন্নয়নের ধারাবাহিক চিত্র তুলে ধরেন। এসমেয়ে তিনি জানান, সদস্যদের আস্থায় ও বিশ্বাস স্থাপনে সোসাইটির সম্পদ ও পরিসম্পদের বর্তমান মোট মূলধন প্রায় ২৩০০ কোটি টাকা এবং প্লট, ফ্লাট ও আয়মূলক বিভিন্ন প্রকল্পের উন্নয়নের বর্তমান চিত্র উপস্থাপন করেন। এ সময়ে তিনি নির্বাচন প্রক্রিয়া নিয়েও তথ্য উপস্থাপন করেন। পরিশেষে তিনি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর অনুষ্ঠানের মূল পর্ব নবনির্বাচিত কর্মকর্তাদের শপথবানী পাঠ শুরু হয়।
কর্মকর্তাদের শপথবাণী পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই। এ সময়ে কর্মকর্তাবৃন্দ প্রজ্জলিত মোমবাতি ও শপথ বাণী হাতে নিয়ে শপথ গ্রহণ করেন। এর পরপরই সোসাইটির কর্মীবৃন্দ শপথ নিয়েছি আমরা গানটি পরিবেশন করেন। এরপর বিশেষ অতিথিবৃন্দ মি. পংকজ গিলবার্ট কস্তা ও মি, নির্মল রোজারিও তাদের বক্তব্যেও মধ্য দিয়ে সোসাইটির ভূয়সী প্রশংসা ও উত্তোরত্তোর সমৃদ্ধি কামনা করেন।
প্রধান অতিথি পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ওএমআই তিনি নবনির্বাচিত কর্মকর্তাদের শুভেচ্ছা জানান এব জগতে লবন ও আলোর মতো কাজ করতে উৎসাহ প্রদান করে বিশেষ আশীর্বাদ প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সোসাইটির ভাইস চেয়ারম্যান অপূর্ব যাকোব রোজারিও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিশেষ করে তিনি সভার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপদেষ্টাবৃন্দ, সদস্য-সদস্যাসহ সকলকে ধন্যবাদ জানান।
পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই’র প্রার্থনা ও বিশেষ আশীর্বাদ প্রদানের মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান সমাপ্ত হয়। অনুষ্ঠানের সঞ্চালক সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডলের সঞ্চালনায় পূর্ণ সহযোগিতা করেন সোসাইটির হিসাব বিভাগের স্টাফ আশীষ এ. কোড়াইয়া। অনুষ্ঠানে গারো কালচার একাডেমি দুটি দলীয় নৃত্য পরিবেশন করেন। খাদ্য বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।