সেবাকাল ২০২২
৫জুন,২০২২ খ্রীঃ হতে ৩১ জুলাই,২০২২ খ্রীঃ পর্যন্ত
“দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ”– এর সকল সদস্য/সদস্যা এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিগত ৩০/০৫/২০২২ খ্রীঃ তারিখে অনুষ্ঠিত মাসিক সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ৫জুন,২০২২ খ্রীঃ হতে ৩১ জুলাই,২০২২ খ্রীঃ পর্যন্ত সেবাকাল – ২০২২ ঘোষনা করা হয়েছে।
সেবাকাল - ২০২২ এর বিশেষ অফার সমূহ
প্লট ও ফ্ল্যাট
ক) ফ্ল্যাট ক্রয়ে এককালীন মূল্য পরিশোধে উপহার হিসেবে পাবেন ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকার স্থায়ী আমানত অথবা ২৫ বছরে ২৫ গুণ।
খ) প্লট ক্রয়ে এককালীন মূল্য পরিশোধে উপহার হিসেবে পাবেন ২০,০০০/- (বিশ হাজার) টাকার স্থায়ী আমানত অথবা ২৫ বছরে ২৫ গুণ।
গ) প্লট/ফ্ল্যাট বুকিং দিলেই উপহার হিসেবে পাবেন ২৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকার প্রাইজবন্ড।
স্থায়ী/দীর্ঘ মেয়াদী আমানতে
ক) ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা হতে ৯,৯৯,৯৯৯ (নয় লক্ষ নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই) টাকা পর্যন্ত স্থায়ী/দীর্ঘ মেয়াদী আমানতকারীগণ উপহার হিসেবে পাবেন ১টি মগ।
খ) ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা হতে ২৪,৯৯,৯৯৯/- (চব্বিশ লক্ষ নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই) টাকা পর্যন্ত স্থায়ী/দীর্ঘ মেয়াদী আমানতকারীগণ উপহার হিসেবে পাবেন ২০০০ (দুই হাজার) টাকার প্রাইজবন্ড।
গ) ২৫,০০,০০০/- (পঁচিশ লক্ষ) টাকা হতে ৪৯,৯৯,৯৯৯/- (ঊনপঞ্চাশ লক্ষ নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই) টাকা পর্যন্ত স্থায়ী/দীর্ঘ মেয়াদী আমানতকারীগণ উপহার হিসেবে পাবেন ৫০০০ (পাঁচ হাজার) টাকার প্রাইজবন্ড।
ঘ) ৫০,০০,০০০/- (পঞ্চাশ লক্ষ) টাকা হতে ৯৯,৯৯,৯৯৯/- (নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই) টাকা পর্যন্ত স্থায়ী/দীর্ঘ মেয়াদী আমানতকারীগণ উপহার হিসেবে পাবেন ১০,০০০/- (দশ হাজার) টাকার প্রাইজবন্ড।
ঙ) ১ কোটি টাকার ঊর্ধ্বে স্থায়ী/দীর্ঘ মেয়াদী আমানতকারীগণ উপহার হিসেবে পাবেন পাবেন ২০,০০০ (বিশ হাজার) টাকার প্রাইজবন্ড।
শর্তঃ স্থায়ী আমানতের মেয়াদ অবশ্যই ৩ বছর হতে হবে।
সাধারণ ঋণ পরিশোধের ক্ষেত্রে বিশেষ অফারঃ
ক) সাধারণ ঋণের ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ ঋণ খেলাপী এককালীন ঋণ পরিশোধ করলে ১০০ (একশত) ভাগ জরিমানা ও ৫০ (পঞ্চাশ) ভাগ সুদ মওকুফের সুবিধা পাবেন।
খ) সাধারণ ঋণের ক্ষেত্রে খেলাপী ঋণ চালু করলে জরিমানা মওকুফ (শর্তাবলী প্রযোজ্য)।
গ) মৃত সদস্য/সদস্যার সাধারণ ঋণের খেলাপী ঋণ এককালীন ঋণ পরিশোধে ১০০ (একশত) ভাগ সুদ জরিমানা মওকুফ।