সোসাইটিতে "সেবাকাল-২০২২" শুভ উদ্বোধন
(৫ জুন হতে ৩১ জুলাই, ২০২২ খ্রিষ্টাব্দ পর্যন্ত সেবাকাল)
দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এ ‘সেবাকাল-২০২২’ গতকাল ৮ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ, বুধবার, রাত আট ঘটিকায় সোসাইটির অডিটোরিয়ামে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। সোসাইটির এ বিশেষ সেবাকাল শুভ উদ্বোধন ঘোষণা করেন সোসাইটির বর্তমান উন্নয়নের ধারক সম্মানিত চেয়ারম্যান ও উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি আগষ্টিন পিউরীফিকেশন, ভাইস-চেয়ারম্যান অপূর্ব যাকোব রোজারিও, সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডল, অর্থ ও প্রশাসন পরিচালক বাদল বি. সিমসাং, ট্রেজারার ইউজিন কোড়াইয়া।
এ সময়ে উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা কমিটির ডিরেক্টরবৃন্দ যথাক্রমে কল্পনা মারিয়া ফলিয়া, উজ্জ্বল ফ্রান্সিস রিবেরু, সুজয় পিউরীফিকেশন, জেমস ডি’রোজারিও, প্রদীপ আগষ্টিন গমেজ, আগষ্টিন প্রতাপ গমেজ ও ডেভিড প্রবীন রোজারিও। আরও উপস্থিত ছিলেন লোন কমিটির সেক্রেটারি লিংকার্স রোজারিও, সদস্য- শুভ রঞ্জন চিসিম, সনি খ্রীষ্টফার পেরেরা ও ডিউক পি.রোজারিও; আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির সদস্য-মায়া মনিকা গাঙ্গুলী, জাস্টিনা বিশ্বাস, ডন ক্লারেন্স হাওলাদার ও প্রজেক্ট-ক্যাশ-এণ্ড–ল ম্যানেজার রতন আর পেরেরা এবং সোসাইটির কর্মীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানটি আসনগ্রহণ, পবিত্র বাইবেল পাঠ ও প্রার্থনার মাধ্যমে শুরু হয়। প্রার্থনা পরিচালনা করেন হিসাব বিভাগের ম্যানেজার মজেস রড্রিক্স।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি ও সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন, ভাইস-চেয়ারম্যান অপূর্ব যাকোব রোজারিও, সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডল, ট্রেজারার ইউজিন কোড়াইয়া, ডিরেক্টর আগষ্টিন প্রতাপ গমেজ, ডেভিড প্রবীন রোজারিও, স্টাফদের পক্ষ থেকে প্রজেক্ট- ক্যাশ-এণ্ড–ল সিনিয়র ম্যানেজার রতন আর পেরেরা। সম্মানিত কর্মকর্তাগণ সোসাইটির ঘোষিত এ সেবাকাল ৫ জুন হতে ৩১ জুলাই ২০২২ খ্রি: পর্যন্ত সময়ে সকলকে আরও সুন্দর, প্রানবন্তভাবে কাজ করার উৎসাহ প্রদান করেন যেন সোসাইটিতে সকল সদস্য তাদের কাঙ্খিত সেবা গ্রহণ করতে পারেন। পরিশেষে, সোসাইটির অর্থ ও প্রশাসন পরিচালক বাদল বি. সিমসাং এর প্রার্থনার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ক্যাশ এন্ড মেম্বার সার্ভিসের সিনিয়র এক্সেকিউটিভ আশীষ এ কোড়াইয়া।
উল্লেখ্য, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর ‘সেবাকাল-২০২২’এর বিশেষ অফার সমূহ :