হাউজিং সোসাইটির সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব)-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ১১ নভেম্বর ২০২২ খ্রি:, শুক্রবার, ঢাকার আগারগাঁওস্থ সমবায় অধিদপ্তরে অনুষ্ঠিত ‘কাল্ব নির্বাচন-২০২২’-এ সারাদেশের প্রায় সারে ছয় শতাধিক ডেলিগেটবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কাল্ব নির্বাচন সু্ষ্ঠভাবে সম্পন্ন হয়। এতে তিনি চেয়ার মার্কায় প্রতীক নিয়ে, ‘দুর্নীতি প্রতিরোধে, পরিবর্তনের প্রত্যাশায়’- শ্লোগানে ৩৭১ ভোট পেয়ে জয়লাভ করেন। নির্বাচনের দিন সকাল নয় ঘটিকা থেকে বিকাল তিন ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ শেষে বিকাল পাঁচ ঘটিকায় প্রধান নির্বাচন কমিশন কর্তৃক ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন’কে কাল্বের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জ্ঞাপন করেন। এ সময়ে তিনি তাঁর শুভেচ্ছামূলক বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করেন এবং নির্বাচন সুষ্ঠ-সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশনসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আগামীর পথে কাল্বের উন্নয়নে সকলকে একসঙ্গে নিয়ে কাজ করার মধ্য দিয়ে কাল্বকে উন্নয়নের শিখরে নিয়ে যাবেন-এ প্রত্যাশা ব্যক্ত করেন। এ জন্যে তিনি সকলের অংশগ্রহণমূলক সহযোগিতা কামনা করেন।
ফলাফল ঘোষণা শেষে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব)-এর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নির্বাচন পরবর্তী তাৎক্ষণিক সম্বর্ধনা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। হাউজিং সোসাইটির অডিটোরিয়ামে সন্ধ্যা সাত ঘটিকায় অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে সকল বিজয়ী, কাল্বের প্রাক্তন কর্মকর্তা মোঃ সালাম খান, মোঃ আলী জিন্নাহ, পেরিমোহন মন্ডল, মি. নির্মল রোজারিও, মি. পংকজ গিলবার্ট কস্তা, মি. বাবু মার্কুক গমেজসহ সোসাইটির সকল কর্মকর্তা, সম্মানিত ডেলিগেটবৃন্দসহ অফিস স্টাফগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডল।
চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশনের অনবদ্য এ অসাধারণ বিজয়ে উপস্থিত অতিথিবৃন্দ তাদের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অপরদিকে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর সকল কর্মকর্তা, সদস্য-সদস্যাবৃন্দ, ডেলিগেটবৃন্দ, উপদেষ্টামণ্ডলী, শুভাকাঙ্খীবৃন্দ ও সকল স্টাফবৃন্দের পক্ষে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে সম্বর্ধনা ও ধন্যবাদ এবং কৃজ্ঞতা জানিয়ে অভিনন্দন জানানো হয়।