বিনিয়োগ সমৃদ্ধির প্রথম পদক্ষেপ, স্বাবলম্বী হোন, অধিক মুনাফা অর্জন করুন!!!
- ৩ বছর মেয়াদী ১,০০,০০০/= ( এক লক্ষ ) টাকার মেয়াদী আমানতের উপর মাসিক ১০০০/= টাকা হারে সুদ প্রদান করা হবে । মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর আসল টাকা । সুদের হার ১২.০০% ।
- ৫ বছর মেয়াদী ১,০০,০০০/= ( এক লক্ষ ) টাকার মেয়াদী আমানতের উপর মাসিক ১,০২৫/= টাকা হারে সুদ প্রদান করা হবে । মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর আসল টাকা । সুদের হার ১২.৩০% ।
- ৩ বছর মেয়াদী ১,০০,০০০/= ( এক লক্ষ ) টাকার মেয়াদী আমানতের উপর তিন মাস অন্তর ৩,০৫০/= টাকা হারে সুদ প্রদান করা হবে । মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর আসল টাকা । সুদের হার ১২.২০% ।
- ৫ বছর মেয়াদী ১,০০,০০০/= ( এক লক্ষ ) টাকার মেয়াদী আমানতের উপর তিন মাস অন্তর ৩,১০০/= টাকা হারে সুদ প্রদান করা হবে । মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর আসল টাকা । সুদের হার ১২.৪০% ।
স্থায়ী আমানতের সুদের হার ১০-১১-২০২৩ ইং তারিখ হতে র্কাযকরী।
এফ.ডি.আর হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
১. আবেদনকারীর বয়স ১৮ বছরের কম হলে পক্ষে বাবা/মা স্বাক্ষর করতে হবে।
২. আবেদনকারীর ১কপি পাসপোর্ট সাইজ ও নমিনীর ১কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে।
৩. আবেদনকারীর সদস্য/সঞ্চয়ী বইয়ের নাম্বার (আবেদনকারীকে নূন্যতম সঞ্চয়ী হিসাবধারী হতে হবে)