এইচ ডি পি এস!
এইচ ডি পি এস!
এইচ ডি পি এস!
HDPS
Housing Deposit & Pension Scheme
দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ – এর সম্মানিত সকল সদস্য/সদস্যা ও শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৫/১০ বছর মেয়াদী ১০০-১,০০০/= টাকার এইচ ডি পি এস (হাউজিং ডিপোজিট পেনশন স্কীম) হিসাব চালু করা হয়েছে । এই হিসাব সদস্য নয় এমন ব্যাক্তিরাও করতে পারবেন । নিম্নে হিসাবের ধরণ ও মেয়াদ পূর্তিতে এককালীন প্রাপ্য টাকার পরিমাণ দেওয়া হল ।
হাউজিং ডিপোজিট এ- পেনশন স্কীম বিধিমালা
সোসাইটির আওতাভুক্ত এলাকায় বসবাসরত সর্বস্তরের খ্রীষ্টান জনগণের ভবিষ্যৎ আর্থিক নিশ্চয়তা ও কল্যাণের প্রতি গুরুত্ব আরোপ করে তাদের আর্থিক সঙ্গতির সাথে সামঞ্জস্য রেখে সে অনুযায়ী মাসিক কিস্তি জমাদান পূর্বক সোসাইটির উদ্যোগে প্রণীত দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ ‘হাউজিং ডিপোজিট এ- পেনশন স্কীম’ এর আওতায় হিসাব পরিচালনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ স্কীম প্রবর্তন করা হয়েছে।
১। হিসাব মেয়াদকাল : পাঁচ বছর এবং দশ বছর।
২। হিসাবের কিস্তির পরিমাণ : ১০০.০০ টাকা, ২০০.০০ টাকা, ৩০০.০০ টাকা, ৪০০.০০ টাকা, ৫০০.০০ টাকা এবং ১,০০০.০০ টাকা।
৩। হিসাব খোলার পদ্ধতি
(ক) সকল বয়সের এবং সুস্থ মস্তিস্ক সম্পন্ন যে কোন খ্রীষ্টান ব্যক্তি সোসাইটির আওতাভূক্ত এলাকায় বসবাসরত নিজ নামে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এ ‘হাউজিং ডিপোজিট এ- পেনশন স্কীম’ এর আওতায় সোসাইটির নির্ধারিত আবেদনপত্রের মাধ্যমে হিসাব খুলতে পারবেন।
(খ) হিসাব খোলার সময় আমনতকারীকে তার যথাযথ পরিচিতি প্রদান এবং ষ্ট্যাম্প সাইজের দুই কপি ছবি প্রদান করতে হবে।
(গ) কোন যুগ্ম নামে এ স্কীমের আওতায় হিসাব খোলা যাবে না।
(ঘ) প্রত্যেকটি হিসাবের জন্য ভিন্ন ভিন্ন হিসাব নম্বর দেওয়া হবে।
(ঙ) হিসাব খোলার সময় গ্রাহককে পৃথক একটি কার্ডে নমুনা স্বাক্ষর প্রদান করতে হবে।
৪। হিসাবে মাসিক কিস্তি জমাদান পদ্ধতি
(ক) এ স্কীমের আওতায় খোলা হিসাবের বিপরীতে আমানতকারীকে প্রতি মাসে উল্লেখিত মূল্যমান অনুযায়ী (১০০.০০ টাকা, ২০০.০০ টাকা, ৩০০.০০ টাকা, ৪০০.০০ টাকা, ৫০০.০০ টাকা এবং ১,০০০.০০ টাকা) জমা করতে হবে।
(খ) প্রত্যেক মাসের ১ (এক) তারিখ হতে ১০ (দশ) তারিখের মধ্যে মাসিক কিস্তির অর্থ জমা করতে হবে। মাসের ১০ (দশ) তারিখ সরকারি ছুটির দিন হলে পরবর্তী কার্যদিবসে কিস্তির অর্থ জমা করা যাবে।
(গ) নগদ অর্থে মাসিক কিস্তি জমা দেয়া যাবে। কিস্তির টাকা অবশ্যই সংশ্লিষ্ট মাসের ১০ তারিখের মধ্যে হিসাবে জমা হতে হবে। মাসিক জমার কিস্তি হিসাবধারীর পাস বইয়ে লিপিবদ্ধ করে দেয়া হবে।
(ঘ) গ্রাহক ও সোসাইটির মধ্যে সমঝোতার ভিত্তিতে এ স্কীমের আওতায় অগ্রিম কিস্তি জমা দেয়া যাবে। কিন্ত জমাদানকৃত অগ্রিম কিস্তির উপর সুদ প্রদান করা হবে না। যে কিস্তি যে মাস থেকে প্রাপ্য হবে সে মাস থেকে সুদ প্রদান করা হবে।
(ঙ) আমানতকারীর নামে কোন সঞ্চয়ী হিসাব থাকলে সে হিসাব থেকে উক্ত স্কীমের আওতায় খোলা হিসাবে মাসিক কিস্তি স্থানান্তরের ব্যাপাওে আমানতকারী লিখিতভাবে স্থায়ী নির্দেশ প্রদান করতে পারবেন। তবে এ ক্ষেত্রে আমানতকারীকে সংশ্লিষ্ট সঞ্চয়ী হিসাবে পর্যাপ্ত স্থিতি সংরক্ষণ করতে হবে এবং স্থায়ী নির্দেশনার আওতায় প্রতিটি লেনদেনের সময় ২০.০০ টাকা হারে কমিশন আদায়যোগ্য হবে।
৫। সুদের হার (নিয়মিত হিসাবের ক্ষেত্রে)
(ক) পাঁচ বছর মেয়াদের জন্য ৮% (চক্রবৃদ্ধি)
(খ) দশ বছর মেয়াদের জন্য ১০% (চক্রবৃদ্ধি)
(গ) উভয়ক্ষেত্রে বার্ষিক ভিত্তিতে (প্রতি জুন মাসে) সুদ প্রদেয় হবে।
৬। নমিনেশন
(ক) আমানতকারী এক বা একাধিক ব্যক্তিকে তার হিসাবের নমিনী নিযুক্ত করতে পারবেন। একাধিক নমিনী হলে নমিনীর অংশও তিনি নির্ধারিত করতে পারবেন।
(খ) নাবালক ও নাবালিকাকেও নমিনী নিয়োগ করা যাবে। এ ক্ষেত্রে নাবালক থাকা অবস্থায় আমানতকারী মৃত্যুর পর আমনতের অর্থ কে গ্রহণ করতে পারবেন তদ্সম্পর্কে তিনি লিখিতভাবে নির্দেশ প্রদান করতে পারবেন। অন্যথায় নাবালকের আইন দ্বারা নির্ধারিত অভিবাবককে আমানতের অর্থ প্রদেয় হবে।
(গ) আমানতকারী যেকোন সময় লিখিতভাবে তার মনোনয়ন বাতিল করে নতুন নমিনী মনোনয়ন করতে পারবেন।
(ঘ) আমানতকারীর জীবদ্দশায় এবং হিসাবের স্থিতি গ্রহণের পূর্বে মনোনীত ব্যক্তির মৃত্যু হলে ঐ মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।
(ঙ) কেবলমাত্র আমানতকারীর মৃত্যুর পরই নমিনী/নমিনীগণ হিসাবের অর্থ বন্টননামা অনুযায়ী পেতে পারেন। এ ক্ষেত্রে সাকসেশন সার্টিফিকেট নেয়ার প্রয়োজন পড়বে না এবং নিষ্পত্তিযোগ্য।
(চ) নমিনীকে হিসাবের স্থিতি পরিশোধের জন্য নিম্নোক্ত কাগজপত্রাদি উপস্থাপন করতে হবে-
১. নমিনী/নমিনীদের/মনোনীত অভিভাবকের আবেদনপত্র।
২. আমানতকারীর মৃত্যু সংক্রান্ত সনদপত্র।
৩. দু’জন ভাল হিসাবধারী বা দু’জন গেজেটেড অফিসার বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নমিনী/নমিনীবৃন্দের বা নাবালকসহ মনোনীত অভিভাবকের সনাক্তকরণ পত্র।
৪. নমিনী/নমিনীবৃন্দ বা মনোনীত অভিভাবকের পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
৫. নমিনী/নমিনীবৃন্দ বা মনোনীত অভিভাবক কর্তৃক একজন ভাল হিসাবধারীর সাথে যৌথভাবে সম্পাদিত ইনডেমনিটি বন্ড।
৭. মেয়াদ উত্তীর্ণের পূর্বে গ্রাহক কর্তৃক হিসাব বন্ধ করা হলে
গ্রাহক ইচ্ছা করলে যেকোন সময় লিখিত আবেদন করে হিসাব বন্ধ করতে পারবেন। এরূপ ক্ষেত্রে হিসাব বন্ধের বিপরীতে সোসাইটির সার্ভিস চার্জ বাবদ ৫০.০০ টাকা (প্রতি ক্ষেত্রে) আদায়যোগ্য হবে এবং নিম্নোাক্ত নিয়মাবলী পরিপালনযোগ্য হবে।
(ক) হিসাব খোলার এক বছরের মধ্যে হিসাব বন্ধ করা হলে গ্রাহক শুধু মূল অর্থ ফেরৎ পাবেন।
(খ) হিসাবের মেয়াদ এক বছরের অধিক কিন্তু তিন বছর পর্যন্ত হলে গ্রাহক ৬% হারে সরল সুদসহ আসল টাকা ফেরৎ পাবেন।
(গ) হিসাবের মেয়াদ পাঁচ বছরের অধিক হলে গ্রাহক ৮% হারে সরল সুদসহ আসল টাকা ফেরৎ পাবেন।
৮। স্বয়ংক্রিয়ভাবে হিসাব বন্ধ হয়ে যাওয়া ও পুনঃ বৈধ করণ
হিসাবের প্রতি মাসের ১০ (দশ) তারিখের মধ্যে গ্রাহক কর্তৃক মাসিক কিস্তির অর্থ জমাদান করা না হলে হিসাবটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, তবে
(ক) হিসাব খোলার এক বছরের মধ্যে কোন মাসের কিস্তি নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহক কর্তৃক জমাদান করা না হলে এবং পরবর্তী মাসের ১০ (দশ) তারিখের মধ্যে উপযুক্ত কারণ দর্শিয়ে তা জমা করার জন্য লিখিতভাবে আবেদন করা হলে এবং ৮% (চক্রবৃদ্ধি) হারে সুদসহ বকেয়া কিস্তি জমাদান করা হলে হিসাবটি পুনঃ বৈধ করা হবে।
(খ) হিসাব খোলার এক বছরের পর ক্রমাগত তিন মাসের কিস্তি জমা করা না হলে চতুর্থ মাসের ১০ (দশ) তারিখের মধ্যে উপযুক্ত কারণ দর্শিয়ে গ্রাহক কর্তৃক লিখিত আবেদন করা হলে এবং ১২% (চক্রবৃদ্ধি) হারে সুদসহ বকেয়া কিস্তি জমাদান করা হলে হিসাবটি পুনঃ বৈধ হবে।
(গ) পাঁচ বছরের মেয়াদের জন্য হিসাবের ক্ষেত্রে গ্রাহক মোট পাঁচবার এবং দশ বছর মেয়াদের জন্য হিসাবের ক্ষেত্রে গ্রাহক মোট দশবার ৮(ক) ও ৮ (খ) অনুচ্ছেদে বর্ণিত সুবিধা পাবেন।
(ঘ) স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হিসাবের ক্ষেত্রে সর্বশেষ কিস্তির অর্থ জমাদানের তারিখ পর্যন্ত ৭নং অনুচ্ছেদে বর্ণিত সুদেও হার অনুযায়ী গ্রাহক সরল সুদ পাবেন। অবশিষ্ট সময়ের জন্য সুদ প্রদেয় হবে না। স্বয়ংক্রিয়ভাবে হিসাব বন্ধের তিন মাস পর গ্রাহককে হিসাবের স্থিতি উত্তোলন করে নিয়ে যাওয়ার নোটিশ প্রদান করা হবে।
৯। মেয়াদপূর্তিতে এককালীন পরিশোধ পদ্ধতি
(ক) মেয়াদপূর্তিতে হিসাবধারী নিম্নে বর্ণিত ২ ও ৩ নং কলামে উল্লেখিত হারে সুদ আসলসহ এককালীন অর্থ প্রাপ্য হবেন। তবে যদি কোন হিসাবধারী হিসাবে প্রথম কিস্তি জমা দেয়ার পর হতে হিসাবের মেয়াদ পূর্তি পর্যন্ত কোন কিস্তি খেলাপী না হন তবে মেয়াদ পূর্তিতে হিসাবধারী ৩নং কলামে বর্ণিত হারে বোনাস ও সুদ-আসলসহ এককালীন অর্থ প্রাপ্য হবেন।
মেয়াদ পূর্তিতে এককালীন পরিশোধ পদ্ধতি
মাসিক কিস্তির পরিমান | মেয়াদ | মেয়াদ পূর্ণ হবার পর এককালীন প্রদেয় অর্থের পরিমাণ |
১০০ | ৫ ( পাঁচ বছর ) | ৭,৩৪৫.০০ + বোনাস ২৫০.০০ |
২০০ | ঐ | ১৪,৬৯০.০০ + বোনাস ৫০০.০০ |
৩০০ | ঐ | ২২,০৩৫.০০ + বোনাস ৭৫০.০০ |
৪০০ | ঐ | ২৯,৩৮০.০০ + বোনাস ১,০০০.০০ |
৫০০ | ঐ | ৩৬,৭২৫.০০ + বোনাস ১,২৫০.০০ |
৬০০ | ঐ | ৪৪,০৭০.০০ + বোনাস ১,৫০০.০০ |
৭০০ | ঐ | ৫১,৪১৫.০০ + বোনাস ১,৭৫০.০০ |
৮০০ | ঐ | ৫৮,৭৬০.০০ + বোনাস ২,০০০.০০ |
৯০০ | ঐ | ৬৬,১০৫.০০ + বোনাস ২,২৫০.০০ |
১০০০ | ঐ | ৭৩,৪৫০.০০ + বোনাস ২,৫০০.০০ |
১০০ | ১০ ( দশ বছর ) | ২০,০২৫.০০ + বোনাস ৫০০.০০ |
২০০ | ঐ | ৪০,০৫০.০০ + বোনাস ১,০০০.০০ |
৩০০ | ঐ | ৬০,০৭৫.০০ + বোনাস ১,৫০০.০০ |
৪০০ | ঐ | ৮০,০৯৮.০০ + বোনাস ২,০০০.০০ |
৫০০ | ঐ | ১,০০,১২৩.০০ + বোনাস ২,৫০০.০০ |
৬০০ | ঐ | ১,২০,১৫০.০০ + বোনাস ৩,০০০.০০ |
৭০০ | ঐ | ১,৪০,১৭৫.০০ + বোনাস ৩,৫০০.০০ |
৮০০ | ঐ | ১,৬০,২০০.০০ + বোনাস ৪,০০০.০০ |
৯০০ | ঐ | ১,৮০,২২৫.০০ + বোনাস ৪,৫০০.০০ |
১০০০ | ঐ | ২,০০,২৫০.০০ + বোনাস ৫,০০০.০০ |
(খ) পেনশন পদ্ধতিতে পরিশোধ : হিসাবের মেয়াদ উত্তীর্ণের পর আমানতকারী এককালীন অর্থ গ্রহণ (হিসাবের সমূদয় স্থিতি বাবদ) অথবা মাসিক ভিত্তিতে পেনশন গ্রহণের অপসন দিতে পারবেন এবং হিসাবের মেয়াদোত্তীর্ণ সময়ের মধ্যে আমানতকারী ইচ্ছা করলে লিখিতভাবে এ অপসন পরিবর্তন করতে পারবেন। মাসিক ভিত্তিতে পেনশন গ্রহণের ক্ষেত্রে আমানতকারী মাসিক কিস্তির পরিমাণ নির্ধারণ করে লিখিতভাবে জানাবেন। মাসিক ভিত্তিতে পেনশন প্রদানের ক্ষেত্রে এতসংক্রান্ত হিসাবের মেয়াদোত্তীর্ণ পর সঞ্চয়ী হিসাবের ন্যায় ও সঞ্চয়ী হিসাবের হাওে সুদ প্রদেয় হবে এবং হিসাবে যতদিন পর্যন্ত স্থিতি থাকবে আমানতকারী ততদিন পর্যন্ত মাসিক ভিত্তিতে পেনশন পাবেন, পেনশনের অর্থ আমানতকারী জীবিত থাকলে তাকে অথবা মৃত্যুবরণ করলে মনোনীত নমিনী/নমিনীদেরকে বন্টননামা অনুযায়ী প্রদেয় হবে। নমিনী/নমিনীদেরকে প্রদানের ক্ষেত্রে ৬ (চ) নং অনুচ্ছেদে বর্ণিত নিয়মাবলী প্রযোজ্য হবে।
১০। বিশেষ নির্দেশাবলী
(ক) এই হিসাবের বিপরীতে কোন চেক বই দেয়া হবে না।
(খ) হিসাবধারীর মৃত্যুর পর নমিনী কর্তৃক হিসাবে কিস্তির অর্থ জমা দেয়া যাবে না।
(গ) এ হিসাবের কিস্তি ও মেয়াদ পরিবর্তন করা যাবে না।
(ঘ) হিসাবের মেয়াদ শেষ হওয়ার পূর্বে, হিসাবধারীর মৃত্যু হলে মনোনীত নমিনী/নমিনীদেরকে স্থিতি পরিশোধের পূর্বে ৭নং অনুচ্ছেদে বর্ণিত হার অনুযায়ী চক্রবৃদ্ধি সুদসহ সমুদয় অর্থ প্রদেয় হবে।
(ঙ) কোন হিসাবধারী কর্তৃক নমিনী মনোনয়ন করা না হলে সাকসেশন সার্টিফিকেট অনুযায়ী উত্তরাধিকারী/উত্তরাধিকারীদেরকে অর্থ প্রদান করা হবে। এ ক্ষেত্রে সুদ প্রদানের জন্য ৭নং অনুচ্ছেদে বর্ণিত হার অনুযায়ী চক্রবৃদ্ধি সুদসহ সমুদয় অর্থ প্রদেয় হবে।
(চ) উক্ত স্কীমের আওতায় খোলা হিসাবের ক্ষেত্রে আবগারী শুল্ক ও হিসাবের বিপরীতে প্রদেয় সুদ থেকে উৎসে কর কর্তন/আদায়যোগ্য হবে না।
(ছ) স্কীমটি সোসাইটির নিজস্ব উদ্যোগে প্রণীত বিধায় এতদ্সংক্রান্ত ভবিষতে কোন পরিবর্তন/পরিবর্ণন/সংশোধন/সংযোজন সম্পূর্ণ সোসাইটির এখতিয়ারভুক্ত থাকবে।