দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠান হয় চার্চ কমিউনিটি সেন্টারে। শপথ গ্রহণ ও ধন্যবাদ-কৃতজ্ঞতার অনুষ্ঠানে সোসাইটির নবনির্বাচিত চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজের সভাপতিত্বে ঢাকার পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই প্রধান অতিথির আসন অলংকৃত করেন এবং গেস্ট অব অনার হিসাবে সদ্য বিদায়ী চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মি. নির্মল রোজারিও, প্রেসিডেন্ট, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন; মি. পংকজ গিলবার্ট কস্তা, চেয়ারম্যান কাককো; মি. বাবু মার্কুস গমেজ, এক্সেকিউটিভ মেম্বার, ওয়ার্ল্ড এ্যালায়েন্স অব ওয়াইএমসিএ; তেজগাঁও ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার জয়ন্ত এস গমেজ, সিস্টার জ্যাকুলিন লুইসা গমেজ, আরএনডিএম, প্রিন্সিপ্যাল, গ্রীণ হেরাল্ড ইন্টা. স্কুল। এ সময়ে সদ্য বিদায়ী কর্মকর্তাসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, যুব কমিটি, নারী কমিটিসহ প্রায় দেড় হাজার শুভকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।