সম্মানিত লেখক-লেখিকা ও পাঠকবৃন্দ,

 

দি এমসিসিএইচএস লিঃ কর্তৃক প্রকাশিত নীড় মুখপত্রের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা নিবেন। নীড় দি এমসিসিএইচএস লিঃ এর একটি ত্রৈমাসিক প্রকাশিত মুখপত্র। নীড় মুখপত্রটি ধারাবাহিক প্রকাশনায় ও বস্তুনিষ্ঠ লেখা সমৃদ্ধে ইস্টার সানডে, মহান স্বাধীনতা দিবস, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন, পহেলা বৈশাখ সম্পর্কিত লেখার পাশাপাশি আপনার সুচিন্তিত, সৃজনশীল ও সমসাময়িক প্রবন্ধ, গল্প, কবিতা, ফিচার, ভ্রমণ কাহিনী, স্মৃতিচারণ ইত্যাদি লেখা আহ্বান করছি।

আপনাদের লেখাগুলোর সমন্বয়ে পরবর্তী নীড় প্রকাশনায় এগিয়ে যাবে। আজই পাঠিয়ে দিন আপনার লেখনীর সৃষ্টিশীলতা আমাদের ঠিকানায়। আপনার লেখা সরাসরি আমাদের প্রধান কার্যালয়সহ যে কোন নিকটস্থ সেবা কেন্দ্রে আগামী ২০ মার্চ ২০২২ খ্রীষ্টাব্দ তারিখের মধ্যে জমা দিতে পারেন। খামের ওপর অবশ্যই বিষয়বস্ত, নাম, ঠিকানা ও আপনার মোবাইল নম্বর লিখে দিবেন। ই-মেইলেও লেখা পাঠাতে পারেন SutonnyMJ ফন্টে .doc ফাইলে। হাতের লেখার ক্ষেত্রে সাদা কাগজে মার্জিন রেখে সুন্দর হস্তাক্ষরে লিখে পাঠাতে অনুরোধ করছি।

লেখা পাঠানোর ঠিকানা :

নির্বাহী সম্পাদক
“নীড়”
দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ
আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১, মনিপুরীপাড়া (১নং গেইট), ফার্মগেইট
তেজগাঁও, ঢাকা-১২১৫।
ই-মেইল : [email protected], [email protected]
ফোন : ০২৫৫০২৭৬৯১-৪, ৯৬০৯০০৬৬১১

 

Scroll to Top