ভষ্ম বুধবার উপলক্ষ্যে সোসাইটির ছুটির নোটিশ
এতদ্বারা “দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ”-এর সম্মানিত সকল সদস্য-সদস্যা এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২ মার্চ ২০২২খ্রীঃ, রোজ বুধবার, ভষ্ম বুধবার উপলক্ষ্যে সোসাইটির প্রধান কার্যালয়সহ সকল সেবাকেন্দ্র বন্ধ থাকবে। পুনরায় ৩ মার্চ ২০২২ খ্রীঃ রোজ বৃহস্পতিবার হতে অফিস যথারীতি খোলা থাকবে এবং সকল প্রকার লেন-দেন চলবে।
ধন্যবাদান্তে,
ইমানুয়েল বাপ্পী মন্ডল
সেক্রেটারি, ব্যবস্থাপনা কমিটি
দি এমসিসিএইচএস লিঃ