সদস্যাদের শেয়ার জমা সর্বনিম্ন ১০০ (একশত) টাকা এবং সঞ্চয়ী জমা সর্বনিম্ন ৫০.০০ (পঞ্চাশ) টাকা প্রদান করার বিধান করা হয়েছে।
এতদ্বারা “দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ”-এর সম্মানিত সকল সদস্য-সদস্যাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৩৪তম বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক সদস্য-সদস্যাদের শেয়ার (মেম্বারশীপ) বহিতে সর্বনিম্ন ১০০ (একশত) টাকা এবং সঞ্চয়ী (সেভিংস) হিসাবে সর্বনিম্ন ৫০.০০ (পঞ্চাশ) টাকা জমা প্রদান করার বিধান করা হয়েছে। যা আগামী ১ ফেব্রুয়ারি ২০২২খ্রীঃ তারিখ হতে কার্যকর হইবে।
আরও উল্লেখ্য যে এখন হইতে যে সকল সদস্য-সদস্যাবৃন্দ নিয়মিতভাবে ঋণ ফেরৎ প্রদান করিবেন তাহাদেরকে বছরান্তে রিবেট প্রদান করা হইবে।
ধন্যবাদান্তে,
ইমানুয়েল বাপ্পী মন্ডল
সেক্রেটারি, ব্যবস্থাপনা কমিটি
দি এমসিসিএইচএস লিঃ