স্থায়ী আমানতের সুদ প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি
এতদ্বারা “দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ”- এর সম্মানিত সকল সদস্য-সদস্যা এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সোসাইটির ৩১/০৩/২০২২ খ্রীঃ তারিখে অনুষ্ঠিত মাসিক সভার সিদ্ধান্ত মোতাবেক স্থায়ী/মেয়াদী আমানতের বিভিন্ন মেয়াদ অনুযায়ী নিম্নক্ত হারে সুদ প্রদান করা হবে :
৩ মাস | ৬ মাস | ১ বছর | ২ বছর | ৩বছর | ৪ বছর | ৫ বছর |
৭.০০% | ৮.০০% | ১০.০০% | ১১.০০% | ১২.০০% | ১২.৫০% | ১৩.০০% |
দ্বিগুন মেয়াদ | ||||||
সাড়ে ৬ বছরে দ্বিগুন | ||||||
সঞ্চয়ী হিসাবে মাসিক ও ত্রৈমাসিক মুনাফা স্থানান্তরী মেয়াদী আমানত | ||||||
৩ বছর | ৫ বছর | |||||
১১.৮০% (১ লক্ষ টাকায় মাসিক = ৯৮৩ টাকা) | ১২.১০% (১ লক্ষ টাকায় মাসিক = ১০০৮ টাকা) | |||||
১২.০০% (১ লক্ষ টাকায় ত্রৈমাসিক = ৩,০০০ টাকা) | ১২.২০% (১ লক্ষ টাকায় ত্রৈমাসিক = ৩,০৫০ টাকা) |
উপরোক্ত স্থায়ী/মেয়াদী আমানতের বিভিন্ন মেয়াদের সুদের হার আগামী ১৫ এপ্রিল, ২০২২ খ্রীঃ হতে কার্যকর।
ধন্যবাদান্তে,
আগষ্টিন পিউরীফিকেশন
চেয়ারম্যান, ব্যবস্থাপনা কমিটি
দি এমসিসিএইচএস লিঃ