Savings Account
সঞ্চয়ী হিসাব
১। এই বিধিসমূহ দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর আওতায় ‘সঞ্চয়ী হিসাব’ (Savings Account) এর জন্য বলবৎ থাকবে।
২। সঞ্চয়ী হিসাব খোলার উদ্দেশ্য-অর্থ সঞ্চয় করা, সদস্যদের মধ্যে অর্থনৈতিক উন্নতি সাধন করা এবং সঞ্চিত অর্থ দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর মাধ্যমে পরস্পরের অর্থনৈতিক ও সামাজিক উন্নতি করা।
সঞ্চয়ী হিসাব খোলার জন্য নির্ধারিত আবেদনপত্রে আবেদন করতে হবে।
মানসিকভাবে সুস্থ যেকোন খ্রীষ্টান প্রাপ্ত বয়স্ক ব্যক্তি সঞ্চয়ী হিসাব খুলতে পারবেন। অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির নামেও অভিভাবক সঞ্চয়ী হিসাব খুলতে পারবেন।
যেকোন খ্রীষ্টান সমিতি, সংগঠন বা কোন প্রতিষ্ঠানের নামে সঞ্চয়ী হিসাব খোলা যেতে পারে। তবে সেক্ষেত্রে সমিতির বা সংগঠনের এক কপি উপ-বিধি কার্যকরী পরিষদের সিদ্ধান্ত হাউজিং সোসাইটির কাছে দাখিল করতে হবে।
হাউজিং সোসাইটির বিবেচনায় প্রয়োজনীয় আনুষ্ঠানিক বিধি পূরণের পর নিরক্ষর ব্যক্তিও হিসাব খুলতে পারবেন। কিন্তু অনুরূপ ক্ষেত্রে হিসাব হতে টাকা তোলার সময় ঐ ব্যক্তির উপস্থিতি এবং যথোপযুক্ত সনাক্তকরণের প্রয়োজন হবে।
যেকোন খ্রীষ্টান প্রাপ্ত বয়স্ক ব্যক্তি যুগ্ম নামে একাধিক সঞ্চয়ী হিসাব খুলতে পারবেন। যুগ্ম হিসাবের বেলায় জমাকৃত টাকা দেওয়া হবে :
তাদের যেকোন একজনকে অথবা উভয়কে বা তাদের সকলকে কিংবা উত্তরজীবি বা উত্তরজীবিগণ বা তাদের মধ্যে যে বা যাহারা প্রাপ্য তা দেশের প্রচলিত আইন অনুযায়ী এবং হাউজিং সোসাইটির সিদ্ধান্ত মোতাবেক দেওয়া হবে।
যদি দুই বা ততোধিক ব্যক্তির কেউই জীবিত না থাকে তা হলে হাউজিং সোসাইটির বিচেনা মোতাবেক যে বা যারা প্রাপ্য তাদেরকেই প্রাপ্য টাকা দেওয়া হবে। প্রাপ্য টাকা ফেরৎ দেওয়ার ক্ষেত্রে উত্তরাধিকার সার্টিফিকেট প্রাপককে দাখিল করতে হবে।
কোন ব্যক্তি বা স্বীয় নামে একাধিক সঞ্চয়ী হিসাব খুলতে পারবে না। তবে নাবালক ছেলে বা মেয়ের অভিভাবক/অভিভাবিকা হিসাবে একাধিক সঞ্চয়ী হিসাব খুলতে পারবেন।
সঞ্চয়ী হিসাব খোলার সঙ্গে সঙ্গে একটি হিসাব নম্বর দেওয়া হবে এবং উক্ত হিসাব যেকোন ব্যাপারে চিঠিপত্র লেখার সময় বা টাকা আদান প্রদান কালে প্রদত্ত হিসাব নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
সঞ্চয়ী হিসাবধারী (একাউন্ট হোল্ডার) তার নিজস্ব সঞ্চয়ী হিসাবে খুশিমতো যতবার ইচ্ছা টাকা জমা দিতে পারবেন। তবে বাহককে প্রদেয় অথবা মক্কেলের (একাউন্ট হোল্ডার) বরাতিকে প্রদেয় চেক, ড্রাফট, পেমেন্ট অর্ডার, ডিভিডিন্ট কিংবা সুদ ওয়ারেন্ট ইত্যাদি জমার খাতে গ্রহণযোগ্য হবে না। সঞ্চয়ী হিসাবধারী (একাউন্ট হোল্ডার) হাউজিং সোসাইটির সদস্য হিসাবে তার সঞ্চয়ী হিসাবের সাথে যেকোন আদান-প্রদান করতে পারবেন।
প্রারম্ভিক জমা হিসাবে ১০০/= (একশত) টাকা দিয়ে সঞ্চয়ী হিসাব খোলা যাবে এবং হিসাবের খাতে ১০০/= (একশত) টাকার কম জের থাকলে সে হিসাব বন্ধ করে দেয়া যেতে পারে। যতবার ইচ্ছা টাকা জমা দেওয়া যাবে কিন্তু জমার পরিমাণ কোন বারেই ৫০/= (পঞ্চাশ) টাকার কম হবে না।
সঞ্চয়ী হিসাব হতে টাকা উঠানোর জন্য সরবরাহকৃত টাকা তোলার স্লিপ (উইথড্রয়াল) দ্বারা টাকা উঠানো যাবে। সে ক্ষেত্রে সঞ্চয়ী হিসাবধারীকে ব্যক্তিগতভাবে অফিসে হাজির হতে হবে। সঞ্চয়ী হিসাবে সর্বদা কমপক্ষে ৫০০/= (পাঁচশত) টাকার কম জমা থাকলে সে হিসাবধারী টাকা উঠানোর বই প্রদানের যোগ্য বিবেচিত হবে না।
সুবিধাবিহীন সঞ্চয়ী হিসাবধারী যথাযথ কারণে ব্যক্তিগত হাজির হতে সমর্থ না হলে অধিকারপত্র (Letter of Authority) মারফত স্বীয় হিসাব হতে টাকা তুলতে পারবেন।
সঞ্চয়ী হিসাবধারী প্রতি সপ্তাহে নিজ হিসাব হতে জমার শতকরা ২৫ ভাগ অনূর্ধ্ব ১০,০০০/= (দশ হাজার) টাকা তুলতে পারবেন। জমা টাকার শতকরা ২৫ ভাগের অধিক অথবা ১০,০০০/= (দশ হাজার) টাকার উর্দ্ধে কোন অংকের টাকা কোন সপ্তাহে উঠাতে হলে লিখিতভাবে হাউজিং সোসাইটিকে ৭ (সাত) দিন আগে অবগত করতে হবে।
কোন সঞ্চয়ী হিসাবধারী তার হিসাব হতে যদি সপ্তাহে দুইবারের অধিক টাকা উঠাতে অথবা প্রতি সপ্তাহে জমা টাকার শতকরা ৫ ভাগের অধিক কিংবা ১০,০০০/= (দশ হাজার) টাকার অধিক বিজ্ঞপ্তি ছাড়াই উঠান, তাহলে উক্ত হিসাবের ঐ মাসের জন্য কোন সুদ প্রদান করা হবে না।
কোন সঞ্চয়ী হিসাবধারী তার হিসাব হতে যদি প্রতি সপ্তাহে দুইবারের অধিক অথবা জমাকৃত টাকার শতকরা ২৫ ভাগের অধিক কিংবা ১০,০০০/= (দশ হাজার) টাকার অধিক বিজ্ঞপ্তি ছাড়াই উঠান, তাহলে হাউজিং সোসাইটির স্বীয় ক্ষমতা বলে সঞ্চয়ী হিসাব হতে চলতি হিসাবের অনুরূপ হারে সার্ভিস চার্জ আদায় করতে পারবে। এ সার্ভিক চার্জ (১ ক) তে উল্লেখিত সুদ রহিতকরণের পর অতিরিক্ত ব্যবস্থা হিসাবে গণ্য হবে।
বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত সঞ্চয়ী হিসাবের জন্য সুদেও হারে, যা সময়ে পরিবর্তন সাপেক্ষ, প্রতি মাসের ৫ তারিখ হতে মাসের শেষ তারিখ পর্যন্ত গচ্ছিত সর্বনিম্ন নগদ জমার উপর বৎসরে দু’বার অর্থাৎ জুন ও ডিসেম্বর মাসে সরল সুদ প্রদান করা হবে। সুদের টাকা নগদে প্রদান না করে হিসাবের জমার ঘরে স্থানান্তর করা হবে।
টাকা উঠাবার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল কিন্ত বিজ্ঞপ্তিতে প্রদত্ত সময় সীমার মধ্যে টাকা উঠানো হয়নি, সে ক্ষেত্রে বিজ্ঞপ্তির টাকা তোলার প্রয়োজন নাই এ মর্মে হাউজিং সোসাইটিকে যথাসময়ে অবগত করানো না হলে বিজ্ঞপ্তিতে উল্লেখিত টাকার উপর কোন সুদ প্রদান করা হবে না।
হিসাব মতে ষান্মাসিক সুদের পরিমাণ ১/= (এক) টাকার কম হলে সে সুদ সংশ্লিষ্ট সঞ্চয়ী হিসাবে জমা করা হবে না।
যদি কোন হিসাবধারী (একাউন্ট হোল্ডার) কর্তৃক হিসাব বন্ধ করা হয় তবে হাউজিং সোসাইটি অনূর্ধ্ব ২০/= (বিশ) টাকা সার্ভিস চার্জ হিসাবে আদায় করতে পারবে। প্রতি হিসাবধারীর (একাউন্ট হোল্ডার) সঞ্চয় থেকে জুন মাসে ৫০/= (পঞ্চাশ) টাকা হারে হিসাব খরচ আদায় করা হবে।
কোন কারণ না দেখিয়ে কোন হিসাব গ্রহণ না করার বা বন্ধ করার অধিকার হাউজিং সোসাইটির রয়েছে।
প্রত্যেক সঞ্চয়ী হিসাবধারী তার নমুনা স্বাক্ষর/টিপ সহি হাউজিং সোসাইটির অফিসে সংরক্ষণের উদ্দেশ্যে যথাবিহিত প্রদান করবেন এবং যাবতীয় চেক, টাকা তোলার স্লিপ এবং হাউজিং সোসাইটির নিকট লিখিত পত্রাদিতে অবশ্যই বিশেষ সতর্কতার সঙ্গে উক্ত নমুনা স্বাক্ষর/টিপ সহি অনুরূপ স্বাক্ষর ব্যবহার করতে হবে।
প্রতি সঞ্চয়ী হিসাবধারীকে হিসাব রাখার জন্য পাশ বই প্রদান করা হবে। সংশ্লিষ্ট হিসাব সংক্রান্ত সকল প্রকার লেনদেন লিপিবদ্ধ করার উদ্দেশ্যে প্রতিটি লেনদেনের সময় হাউজিং সোসাইটির অফিসে পাশ বই দাখিল করতে হবে। পাশ বই বৎসরে দুই বার (জানুয়ারি ও জুলাই মাসে) হাউজিং সোসাইটির অফিসে হিসাব পরীক্ষার জন্য দাখিল করতে হবে।
পাশ বই হারালে বা নষ্ট হয়ে গেলে ডুপ্লিকেট পাশ বই সরবরাহ করার জন্য সঞ্চয়ী হিসাবধারীকে ১০০/= (একশত) টাকা হিসাবে মাশুল প্রদান করতে হবে।
পাশ বই ছাড়া কোন টাকা গ্রহণ নাও করা যেতে পারে এবং পাশ বইয়ে কোন জমা দেখানো না হলে তার জন্য হাউজিং সোসাইটি দায়ী হবে না।
উপরে উল্লেখিত নিয়মগুলো পরিবর্তন পরিবর্ধন করার অধিকার হাউজিং সোসাইটির রয়েছে।
এই নিয়মাবলীর ব্যাখ্যা হাউজিং সোসাইটি কর্তৃক প্রদত্ত ব্যাখ্যাই সর্বক্ষেত্রে চূড়ান্ত বলে গণ্য হবে।
যে সকল বিষয় এই নিয়মাবলীর মধ্যে উল্লেখ নাই সে সকল বিষয়ে হাউজিং সোসাইটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
সঞ্চয়ী হিসাব হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
১. সোসাইটির নির্ধারিত আবেদনপত্র
২. আবেদনকারীর বয়স ১৮ বছরের কম হলে পক্ষে বাবা/মা স্বাক্ষর করতে হবে।
৩. আবেদনকারীর ১কপি পাসপোর্ট সাইজ ও নমিনীর ১কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে।
৪. আবেদনকারীর সদস্য/সঞ্চয়ী বইয়ের নাম্বার (আবেদনকারীকে নূন্যতম সঞ্চয়ী হিসাবধারী হতে হবে)