সোসাইটির পরিকল্পনা সভা ও রিট্রিট প্রোগ্রাম
“টেকসই ও উৎপাদনমূখী সমবায় গড়ি”
সোসাইটির দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
সোসাইটির পরিকল্পনা সভা ও রিট্রিট প্রোগ্রাম অনুষ্ঠিত (প্রথম অধিবেশন)
বিগত ২৭ ও ২৮ এপ্রিল, ২০২২ খ্রি: ‘টেকসই ও উৎপাদনমূখী সমবায় গড়ি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে দু’দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সভা ও রিট্রিট প্রোগ্রাম। দুটি আলাদা অধিবেশনে প্রোগ্রামটি পরিচালিত হয়। ২৮ এপ্রিল, বৃহস্পতিবার, কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে ছিল সোসাইটির দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সভা।
এতে সভাপতিত্ব করেন সোসাইটির দক্ষ ও সুনাম অর্জনকারী সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন ও সঞ্চালনায় ছিলেন সোসাইটির ডায়নামিক সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার গোলটেবিল আলোচনায় সোসাইটির সকল কর্মকর্তাবৃন্দ, সোসাইটির নয়টি বিভাগের বিভাগীয় প্রধানগণ অংশগ্রহণ করেন। এতে নয়টি বিভাগের প্রধানগণ তাদের নিজ নিজ বিভাগের কর্মপন্থা উপস্থাপন করেন। এরপর চেয়ারম্যান ও কর্মকর্তাগণ তাদের কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং বিভাগীয় প্রধানদের উপস্থাপিত বিষয়গুলো নিয়ে বিষদ আলোচনা করেন। সভা শেষে সম্মানিত চেয়ারম্যান মহোদয় সকলকে ধন্যবাদ জানান।
সোসাইটির পরিকল্পনা সভা ও রিট্রিট প্রোগ্রাম অনুষ্ঠিত (দ্বিতীয় অধিবেশন)
২৮ এপ্রিল, বৃহস্পতিবার, দ্বিতীয় অধিবেশনে ছিল সোসাইটির দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঘোষণা ও রিট্রিট প্রোগ্রাম। কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সান্ধ্যকালীন এ অধিবেশনে সভাপতিত্ব করেন সোসাইটির সুনামধন্য ও সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন। এ পর্বে ছিল আসনগ্রহণ পর্ব, রিট্রিট প্রার্থনা, শুভেচ্ছা বক্তব্য ও পঞ্চবার্ষিকী পরিকল্পনার ঘোষণা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
মঞ্চে আসনগ্রহণ করেন সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন, ভাইস-চেয়ারম্যান অপূর্ব যাকোব রোজারিও, সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডল, অর্থ ও প্রশাসন পরিচালক বাদল বি. সিমসাং ও ট্রেজারার ইউজিন কোড়াইয়া। ভরপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোসাইটির সকল কর্মকর্তাবৃন্দ ও সকল কর্মীবৃন্দ।
সম্মানিত চেয়ারম্যান এ সময়ে তিনি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং একই সময়ে তিনি আগামী পাঁচ বছরের সোসাইটির কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি ঘোষিত পরিকল্পনাসমূহকে সকলকে বাস্তবায়নের আহবান জানিয়ে তার বক্তব্য শেষ করেন। এ সময়ে চেয়ারম্যান মহোদয় সোসাইটির পক্ষ থেকে সোসাইটিতে কর্মরত বিশ বছরের অধিক কর্মীদের বিশেষ সম্মাননা প্রদান করেন। এরপর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, দলীয় নৃত্য, নাটিকা, গান পরিবেশিত হয়। এতে কর্মকর্তা ও কর্মীবৃন্দ সকলেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। দ্বিতীয় সেশনে সঞ্চালনায় ছিলেন সোসাইটির ক্যাশ এণ্ড মেম্বার সার্ভিসের সিনিয়র এক্সেকিউটিভ আশীষ এ কোড়াইয়া ও রিট্রিট পরিচালনা করেন মি. রবার্ট সাইমন গোমেজ।