সেবাকাল-২০২২ এর কর্মীদের
কর্মদক্ষতা মূল্যায়ন ও সার্টিফিকেট প্রদান
প্রতি বছরের মতো এ বছরও হাউজিং সোসাইটি সদস্য-সদস্যাদের বিশেষ সেবা প্রদানের লক্ষ্যে ৫জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত ‘সেবাকাল-২০২২’ পালন করা হয়। এ উপলক্ষে গতকাল ২৫ অক্টোবর, মঙ্গলবার, সোসাইটির অডিটোরিয়ামে রাত সারে আটটায় ‘সেবাকাল-২০২২’ এর স্টাফদের কর্মদক্ষতার মূল্যায়ন ও সার্টিফিকেট প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন ও অনুষ্ঠানটি সঞ্চালনা ও সমন্বয়কের দায়িত্বে ছিলেন সোসাইটির সম্মানিত সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির সম্মানিত উপদেষ্টাবৃন্দ, অর্থ ও পরিকল্পনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং উপস্থিত ছিলেন সোসাইটির সকল কর্মীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে আসনগ্রহণ পর্বে আসন অংলকৃত করেন সোসাইটির সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, উপদেষ্টা কর্ণেল (অব,) যোসেফ অনিল রোজারিও, উপদেষ্টা সাইমন গমেজ, সোসাইটির ভাইস-চেয়ারম্যান অপূর্ব জে. রোজারিও, অর্থ ও প্রশাসন পরিচালক বাদল বি. সিমসাং, ট্রেজারার ইউজিন কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি হেমন্ত আই. কোড়াইয়া।
অনুষ্ঠানের শুরুতে প্রারম্ভিক প্রার্থনা পরিচালন করেন উপদেষ্টা রবার্ট সাইমন গোমেজ। এরপর সেক্রেটারির ইমানুয়েল বাপ্পী মন্ডলের আহ্বানে অনুষ্ঠানের সভাপতি ও চেয়াম্যান আগষ্টিন পিউরীফিকেশন সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বাণী প্রদান করেন। তিনি অনুষ্ঠানে আগত সকলকে স্বাগত জানান এবং সোসাইটির সাফল্যের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, আমরা যখন ২০১২ খ্রিষ্টাব্দে দায়িত্বভার গ্রহণ করি তখন সম্পদ-পরিসম্পদের পরিমাণ ছিল ২২২ কোটি টাকা এবং বর্তমানে এর পরিমাণ দাঁড়িয়েছে ২৭০০ কোটি টাকায়। এ জন্যে তিনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং সকল সদস্য-সদস্যাদের ধন্যবাদ জানান। তিনি সেবাকালে যেসকল সদস্য-সদস্যা বিশেষ সেবা গ্রহণ করেছেন, যেসকল কর্মীবৃন্দ সেবাকালে বিশেষ পরিশ্রম, মেধা দিয়ে সেবা প্রদান করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
এরপর সোসাইটির অর্থ ও প্রশাসন পরিচালক বাদল বি. সিমসাং তার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি সকলের উদ্দেশ্যে জানান আমাদের কর্মীবৃন্দ যথেষ্ট শ্রম, মেধা বিকাশের মধ্য দিয়ে তাদের সেবা প্রদান করে থাকেন। আমরা চেষ্টা করি সদস্য-সদস্যাদের পাশাপাশি কর্মীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে অনুপ্রেরণামূলক পুরস্কার প্রদান করে থাকি। সে লক্ষ্যেই আজ টার্গেট পূরণকারী কর্মীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হচ্ছে বলে তিনি জানান।
এ সময়ে অতিথি উপদেষ্টাবৃন্দের পক্ষে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও কর্ণেল (অব.) যোসেফ অনিল রোজারিও, উপদেষ্টা সাইমন গমেজ, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি হেমন্ত আই কোড়াইয়া কর্মীদের প্রতি সোসাইটির ব্যবস্থাপনা কমিটির পুরস্কার প্রদানের কর্মসূচি সম্পর্কে ভূয়সী প্রশংসা ও ধন্যবাদ জানান।
এ সময়ে অনুষ্ঠানের সভাপতি সোসাইটির সর্বকালের শ্রেষ্ঠ চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন সেরা কর্মীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কারের অর্থ তুলে দেন। এ সময়ে সকলে হাতে তালি দিয়ে আনন্দ প্রকাশ করেন। উল্লেখ্য, এবারে সেবাকালে ১০০ জন কর্মী অংশগ্রহণ করেন এবং ২২জন কর্মী তাদের টার্গেট পূরণ করেন। এরমধ্যে পয়েন্ট তালিকায় প্রথম-দ্বিতীয়-তৃতীয় স্থান অধিকার করেছেন সোসাইটির হিসাব বিভাগের ম্যানেজার মজেস রড্রিক্স, ক্যাশ এণ্ড মেম্বার সার্ভিসের এক্সেকিউটিভ অপু জে. কোড়াইয়া ও লোন বিভাগের ম্যানেজার আলেকজাণ্ডার ভি. পালমা।