আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’- এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্যকে সামনে রেখে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এ আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।
সোসাইটির মহিলা বিষয়ক উপ-কমিটির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মিসেস কল্পনা মারিয়া ফলিয়া এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তোলেন সোসাইটির সফল চেয়ারম্যান মি.আগষ্টিন পিউরীফিকেশন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. অপূর্ব যাকোব রোজারিও, সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের ভাইস-চেয়ারম্যান মিসেস পাপড়ি আরেং, বিশিষ্ট নারী নেত্রী মিসেস মার্সিয়া মিলি গমেজ, সোসাইটির সকল কর্মকর্তাবৃন্দ, নারী কমিটির সদস্যবৃন্দ ও অফিস কর্মীবৃন্দ। ৭মার্চ সোসাইটির প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে নারী দিবসের তাৎপর্য তুলে এ অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত সকল নারী ও অতিথিদের ফুলের শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয়। দিবসটিতে মহীয়সী নারী হিসেবে ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতীস্বরূপ স্বর্গীয় আন্না কোড়াইয়া’কে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। সভাপতি মিসেস কল্পনা মারিয়া ফলিয়া এ সময়ে প্রধান অতিথিকে বিশেষ সম্মাননাটি তুলে দেন। নারীদের পক্ষ থেকে সমবেত নারী জাগরণ সঙ্গীত পরিবেশন করা হয় এবং কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন, ডকুমেন্টরি প্রদর্শণের মধ্য দিয়ে দিবসটিতে আনন্দ সহভাগিতা করা হয়।