“নীড়”
হাইওয়ে রেস্টুরেন্ট কাম থিম পার্ক সার্ভে
ঢাকা-কালীগঞ্জ-সিলেট হাইওয়ের পাশে দড়িপাড়াতে গড়ে তোলা হচ্ছে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর “নীড়” হাইওয়ে রেস্টুরেন্ট কাম থিম পার্ক। চিত্তবিনোদন ও পরিবারের সাথে আদর্শ সময় কাটানোর উদ্দেশ্য নিয়েই এই প্রকল্প হাতে নেয়া হয়। যেখানে প্রায় সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হচ্ছে যেন আপনি/আপনারা আপনাদের কর্মব্যস্ততার মধ্যে এখানে এসে শান্তিপূর্ণ এবং মনোরম সুন্দর পরিবেশে সময় উপভোগ করতে পারেন। ৪৩২ শতাংশ জমি নিয়ে নির্মাণ করা হচ্ছে সোসাইটির হাইওয়ে রেস্টুরেন্ট কাম থিম পার্কটি। আপনাদের সর্বোচ্চ সুবিধা প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাজ করার পরিকল্পনা গ্রহণ করে ইতোমধ্যে তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ পরিচালনা করা হচ্ছে।
দি এমসিসিএইচএসএল হাইওয়ে রেস্টরেন্ট কাম থিমপার্ক থেকে যে সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন:
“নীড়” হাইওয়ে রেস্টরেন্ট কাম থিমপার্কে প্রবেশ পথেই থাকছে সার্বক্ষণিক নিরাপত্তা কর্মীদ্বারা সংরক্ষীত একটি প্রবেশ দ্বার। যেখানে সর্বাধুনিক প্রযুক্তি দারা সবাইকে চেকিং এর মাধ্যমে ভেতরে প্রবেশের অনুমতি প্রদান করা হবে। সব ধরনের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে ভেতরে প্রবেশের পর।
মূল গেইট দিয়ে প্রবেশের পর পরই থাকছে ৬ তলা বিশিষ্ট একটি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটিতে অবকাশ ও রাত্রি যাপনের পাশাপাশি থাকছে ২৪ x ৭ ঘন্টা খাবারের সুবিধা। ৩০০-৫০০ জন মানুষ একসাথে এই প্রকল্পের সকল সুবিধা উপভোগ করতে পারবে। পার্কিং এর জন্য প্রকল্পে প্রবেশের আগেই রয়েছে নিজস্ব জমিতে আরো একটি বিস্তৃত পার্কিং ব্যবস্থা। রেস্টুরেন্টটি পার হলেই থাকছে একটি দৃষ্টি নন্দন লেক এবং এর ওপর থাকছে একটি সেতু।
সেতু পার হলেই থাকছে সুবিশাল একটি ওয়াটার বডি। এই ওয়াটার বডিতে প্রায় সকল ধরনের ওয়াটার রাইডের ব্যবস্থা রাখা হচ্ছে। ওয়াটার বডির চারপাশ ঘিরেই থাকছে নানা ধরনের রাইডের ব্যবস্থা। শিশুদের জন্য হলেও দৃষ্টি নন্দন এই সকল রাইড মন কাড়বে আপনারও।
থিম পার্ক এরিয়ার বিভিন্ন দূরত্বে থাকছে অবকাশ যাপনের জন্য ২(দুটি) টি দু-তলা বিশিষ্ট কটেজ এবং এর পাশেই থাকছে একটি সুইমিংপুল। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহের জন্য স্থাপন করা হচ্ছে আলাদা সাব-স্টেশন।
প্রাথমিক ভাবে উপরে উল্লেখিত সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্য নিয়ে দি এমসিসিএইচএস লিঃ কর্তৃক “নীড়” হাইওয়ে রেস্টুরেন্ট কাম থিমপার্ক এর নির্মাণ কাজ পরিচালিত হচ্ছে। এর সাথে আপনাদের ইচ্ছা/মতামতও আমাদের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ন। তাই আপনি/আপনারা আপনাদের গঠনমূলক মতামত ও সমালোচনা নিয়ে এগিয়ে আসবেন আমরা এটাই প্রত্যাশা করি।