নবনির্মিত প্রধান কার্যালয় ‘আর্চবিশপ মাইকেল ভবন’-এর শুভ উদ্বোধন ও আশীর্বাদ অনুষ্ঠান
নবনির্মিত প্রধান কার্যালয় ‘আর্চবিশপ মাইকেল ভবন’-এর শুভ উদ্বোধন ও আশীর্বাদ অনুষ্ঠান
২৬ নভেম্বর ২০২১ খ্রীষ্টাব্দ, শুক্রবার।
দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর নবনির্মিত প্রধান কার্যালয় আর্চবিশপ মাইকেল ভবন-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ও আশীর্বাদ হয়ে গেল ২৬ নভেম্বর ২০২১ খ্রীষ্টাব্দ, শুক্রবার। সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডলের সঞ্চালনায় সকাল ১১:০০টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে সোসাইটির সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান কামাল, এমপি; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জনাব ফরিদুর রহমান খান ইরান, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস লিঃ-এর চেয়ারম্যান মি. নির্মল রোজারিও, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর প্রেসিডেন্ট মি. পংকজ গিলবার্ট কস্তা, মনিপুরীপাড়া কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব সাহাদাত ইসলাম চৌধুরী (মিন্টু), ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যবৃন্দ, সম্মানিত উপদেষ্টাবৃন্দ, শুভাকাঙ্খীবৃন্দ ও কর্মীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই সঙ্গীত, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর তেজগাঁও জপমালা রাণী গির্জা পাল পুরোহিত ফাদার সুব্রত বি, গমেজ প্রার্থনা ও জলসিঞ্চনের মাধ্যমে সোসাইটির প্রধান কার্যালয় আশীর্বাদিত করেন।
এ পর্যায়ে মাননীয় প্রধান অতিথি ফিতা কেঁটে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন। এর পরপরই অতিথিগণ আর্চবিশপ মাইকেল ভবনের শুভ উদ্বোধনী ফলক ও ম্যূরাল উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দি এমসিসিএইচএস লিঃ-এর মিলনায়তনে সম্মানিত সভাপতি আগষ্টিন পিউরীফিকেশন প্রধান অতিথি মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান কামাল এমপি মহোদয়কে ও বিশেষ অতিথিদের নিয়ে মঞ্চে আসনগ্রহণ করেন। বরণ নৃত্য ও ফুলেল শুভেচ্ছায় সম্মানিত অতিথিদের স্বাগত জানানো হয়। এরপর নবনির্মিত প্রধান কার্যালয়ের উপর ধারণকৃত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।
অনুষ্ঠানের সভাপতি এ পর্যায়ে তার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সকলকে স্বাগত জানান এবং সোসাইটির গঠন থেকে বর্তমান অবস্থা পর্যন্ত তুলে ধরেন। মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সকলের শুভেচ্ছা বক্তব্যে সোসাইটির কর্মকান্ড সম্পর্কে ভূয়সী প্রশংসা ও উত্তোরত্তোর সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠান শেষে সোসাইটির সম্মানিত ভাইস-চেয়ারম্যান রতন হিউবার্ট পিউরীফিকেশন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।