সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি: আগষ্টিন পিউরীফিকেশন -এর
অর্জন সমূহ
জাতীয় সমবায় পুরস্কার-২০১৫ (আগষ্টিন পিউরীফিকেশন)
সূচিপত্র
আগষ্টিন পিউরীফিকেশন দেশ ও সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমবায়ী ব্যক্তিত্ব। যিনি ব্যক্তি উদ্যোগে সফল ব্যবসায়ীর পাশাপাশি সমবায়ের মাধ্যমে সুখী, সমৃদ্ধ এবং উন্নত বাংলাদেশ গড়ায় প্রশংসনীয় অবদান রেখে যাচ্ছেন অবিরত। দেশ গড়ার এই প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ২০১৫ খ্রীষ্টাব্দে জাতীয় সমবায় দিবসে আগষ্টিন পিউরীফিকেশনকে ‘জাতীয় সমবায় পুরস্কার ২০১৫’ শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে স্বর্ণপদক ও সম্মাননা পত্র প্রদান করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তৎকালীন মন্ত্রী জনাব খন্দকার মোশারফ হোসেন, এমপি, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মসিউর রহমান রাঙ্গাঁ, এমপি ও ভারপ্রাপ্ত সচিব জনাবা মাফরূহা সুলতানা স্বাক্ষরিত বিশেষ এই সম্মাননা পত্র তিনি গ্রহণ করেন।
আগষ্টিন পিউরীফিকেশন ২০১২ খ্রীষ্টাব্দ হতে অদ্যাবধি দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর সম্মানিত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে অত্যন্ত নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে হাউজিং সোসাইটির বর্তমান সম্পদ-পরিসম্পদের পরিমাণ ২০০০ কোটি টাকারও ওপরে যা দায়িত্বভার গ্রহণের সময় ছিল মাত্র ২২২ কোটি টাকা ও ভূমির পরিমাণ ২৭৭ বিঘা থেকে বৃদ্ধি করে বর্তমানে ৯০০ বিঘার ওপরে সমৃদ্ধ করেছেন এবং ফ্ল্যাট প্রকল্পে ১২টি প্রকল্পের স্থলে অভাবনীয় সাফল্যে তিনি দাঁড় করিয়েছেন ১৩০টি প্রকল্পেরও উপরে। এ সকল কৃতিত্ব অর্জনে তিনি সোসাইটির সকল সদস্য-সদস্যাদের আন্তরিক সহযোগিতার জন্যে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
জাতীয় সমবায় পুরস্কার-২০১৯ ( দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ)
সোসাইটির চেয়ারম্যান হিসেবে আগষ্টিন পিউরীফিকেশন ২০১২ খ্রীষ্টাব্দে দায়িত্বভার গ্রহণের পর তিনি সোসাইটিকে তুলে এনেছেন উন্নয়নের উজ্জ্বল শিখরে। সোসাইটির প্রতি তাঁর মমত্ববোধ, দায়বদ্ধতা ও দক্ষ নেতৃত্বের গুণে সোসাইটিকে উন্নয়নের শিখরে তুলে আনায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৫ খ্রীষ্টাব্দে ব্যক্তিগত পর্যায়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ‘জাতীয় সমবায় পুরস্কার ২০১৫’ অর্জন করেন। তিনি তাঁর বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োগে হাউজিং সোসাইটির বর্তমান সম্পদ-পরিসম্পদ ২০০০ কোটি টাকারও ওপরে উন্নীত করতে সহায়তা করেছেন যা দায়িত্বভার গ্রহণের সময় ছিল মাত্র ২২২ কোটি টাকা। ভূমির পরিমাণ ২৭৭ বিঘা থেকে বৃদ্ধি করে ৯০০ বিঘার ওপরে সমৃদ্ধ করেছেন এবং ফ্ল্যাট প্রকল্পে ১২টি প্রকল্পের স্থলে অভাবনীয় সাফল্যে তিনি দাঁড় করিয়েছেন ১৩০টি প্রকল্পেরও উপরে।
তাঁর এ সকল অবদান স্বপ্ন নয়, স্বপ্নের সফল বাস্তবায়ন। স্বপ্নের বাস্তবায়নকারী রূপকার সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশনের মাধ্যমে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তরফ থেকে অর্জন করেছেন ‘জাতীয় সমবায় পুরস্কার ২০১৯’। তিনি তাঁর ব্যবস্থাপনা পরিষদ নিয়ে সমবায়ের মাধ্যমে সুখী ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ‘জাতীয় সমবায় পুরস্কার ২০১৯’স্বর্ণপদক ও সম্মাননা প্রদান করেন। ৪৯তম জাতীয় সমবায় দিবসে বিগত ৭ নভেম্বর ২০২০ খ্রীষ্টাব্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন এবং সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য্য এমপি সোসাইটির সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশনের হাতে স্বর্ণপদক ও সম্মাননাপত্র তুলে দেন।
গান্ধী পিস এ্যাওয়ার্ড-২০২০
দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন তিনি ব্যক্তিগত জীবনে জাতীয়-আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন এবং পুরস্কার ও সনদ গ্রহণ করেছেন। এর মধ্যে ‘গান্ধী পিস এ্যাওয়ার্ড-২০২০’ অন্যতম প্রাপ্ত সম্মানীয় এ্যাওয়ার্ড। মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ২ অক্টোবর ২০২০ খ্রীষ্টাব্দ তারিখে গান্ধী পিস ফাউন্ডেশন নেপাল-এর প্রেসিডেন্ট ড. লাল বাহাদুর রানা কর্তৃক স্বাক্ষরিত সম্মাননাপত্রটি সোসাইটির সম্মানিত চেয়ারম্যান গ্রহণ করেন।
STAR OF THE YEAR-2020
বিশ্ব আজ কোভিড-১৯ দ্বারা আক্রান্ত, মানুষ শঙ্কিত। ২০২০ খ্রীষ্টাব্দের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের দ্বারা আক্রান্তের প্রথম শনাক্তকারী চিহ্নিত হয়। এরপর থেকেই দেশে করোনার প্রভাব দ্রুত বিস্তার ঘটতে থাকে এবং মানুষের চলমান স্বাভাবিক জীবনযাপনে ছন্দপতন ঘটতে থাকে। বিশেষ করে মধ্যবিত্ত থেকে শুরু করে খেঁটে খাওয়া সকল স্তরের মানুষের অর্থনৈতিক জীবনে দারুন প্রভাব ঘটে। একদিকে করোনার কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চলমান লকডাউন অন্যদিকে আয় রোজগারের পথ স্তিমিত হয়ে পড়ায় সাধারণ মানুষের জীবন নির্বাহে কষ্টে পতিত হন।
এমতাবস্থায়, করোনা মহামারীর সময়ে নীরব যোদ্ধা হিসেবে এগিয়ে আসেন হাউজিং সোসাইটির সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন। তিনি করোনা মহামারী শুরুতেই সোসাইটির সদস্য-সদস্যাসহ জনগণের কল্যাণে এবং স্বাস্থ্য সুরক্ষাসহ বিশেষ সহায়তা প্রদানের কর্মসূচি গ্রহণ করেন। ‘মানুষ মানুষের জন্যে’-এই মূলমন্ত্র সামনে রেখে সোসাইটির আওতাধীন এলাকায় বসবাসরত গরীব, দুঃস্থ সদস্য-সদস্যাসহ অসহায় পরিবার প্রতি অর্থ সহায়তা প্রদান করেন। পাশাপাশি ১৫০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন। এমনকি বিভিন্ন ধর্মপল্লীর ফাদারগণদের মাধ্যমে ও সেন্ট ভিনসেন্ট ডি’পল সোসাইটির মাধ্যমেও সহায়তার হাত প্রসারিত করেন। স্বাস্থ্য সচেতনায় জনগণের চলাচলরত প্রায় ২০টি এলাকায় হ্যাণ্ডওয়াস বেসিন বসানোর কর্মসূচি গ্রহণ করেন। কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে ৫০০০ পিপিই বিতরণ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সকল পিপিই বিভিন্ন হাসপাতালে বিশেষ করে সেন্ট ভিয়ান্নী, মাদার এন্ড চাইল্ড কেয়ার হাসপাতাল, মাদার তেরেজা চ্যারিটি, বিভিন্ন চার্চ, তেজগাঁও থানাসহ বিভিন্ন সংগঠনের মাঝে বিতরণ করার ব্যবস্থা করেন। করোনার দুর্যোগকালীন সময়ে সদস্যদের চাহিদামতো অর্থনৈতিক সেবা প্রদানের লক্ষে প্রায় ২০/২২ জন কর্মকর্তা ও কর্মীবৃন্দ জরুরী সেবা প্রদান করেন।
করোনা মহামারীর এমন দুর্যোগকালীন সময়ে হাউজিং সোসাইটির সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন অনবদ্য মানবসেবায় কল্যাণকর ভূমিকা রাখায় নেপাল-বাংলাদেশ ফ্রেণ্ডশীপ এসোসিয়েশন ২০২০ খ্রীষ্টাব্দের ১ সেপ্টেম্বর STAR OF THE YEAR-2020 ঘোষণা করে এ্যাওয়ার্ড প্রদান করেন। চেয়ারম্যানের STAR OF THE YEAR-2020 এ্যাওয়ার্ড প্রাপ্তিতে সোসাইটির সকল সদস্য-সদস্যা, কর্মকর্তা, কর্মীবৃন্দ ও শুভাকাঙ্খীবৃন্দ সকলেই গর্বিত ও আনন্দিত। সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন তাঁর এ সম্মাননা প্রাপ্তি সকলের প্রতি উৎসর্গ করে ধন্যবাদ জ্ঞাপন করেন।
রবীন্দ্র নজরুল সম্মাননা পুরস্কার-২০২০
নিজ কাজের স্বীকৃতিস্বরূপ দেশে ও দেশের বাইরে অনেক সম্মাননা পেয়েছেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন। তারই ধারাবাহিকতায় ভারতের কোলকাতা থেকে পেয়েছেন ‘রবীন্দ্র নজরুর সম্মাননা-২০২০’। বিগত ২০ জানুয়ারি ২০২০ খ্রীষ্টাব্দ তারিখে কোলকাতার রবীন্দ্র নজরুল ফাউন্ডেশন এ পুরস্কার প্রদান করেন। তিনি কর্মক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন অবিরত। তাঁর এই কাজের প্রতি বিশেষ স্বীকৃতি দানে রবীন্দ্র নজরুল ফাউন্ডেশন এ সম্মাননা প্রদান করেন। পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ্রী মন্টু রাম পাখিরা, রবীন্দ্র নজরুল ফাউন্ডেশনের সম্পাদক শ্রী সৌমিত বসু ও রবীন্দ্র নজরুল সংহতি উৎসবের আহ্বায়ক জনাব ইমদাদুল হক তৈয়ব স্বাক্ষরিত স্মারক সম্মাননাপত্রটি তিনি গ্রহণ করেন।
নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশীপ আন্তর্জাতিক পুরস্কার-২০১৯
নিজ কাজের স্বীকৃতিস্বরূপ দেশে ও দেশের বাইরে অনেক সম্মাননা পেয়েছেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন। তারই ধারাবাহিকতায় ভারতের কোলকাতা থেকে পেয়েছেন ‘রবীন্দ্র নজরুর সম্মাননা-২০২০’। বিগত ২০ জানুয়ারি ২০২০ খ্রীষ্টাব্দ তারিখে কোলকাতার রবীন্দ্র নজরুল ফাউন্ডেশন এ পুরস্কার প্রদান করেন। তিনি কর্মক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন অবিরত। তাঁর এই কাজের প্রতি বিশেষ স্বীকৃতি দানে রবীন্দ্র নজরুল ফাউন্ডেশন এ সম্মাননা প্রদান করেন। পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ্রী মন্টু রাম পাখিরা, রবীন্দ্র নজরুল ফাউন্ডেশনের সম্পাদক শ্রী সৌমিত বসু ও রবীন্দ্র নজরুল সংহতি উৎসবের আহ্বায়ক জনাব ইমদাদুল হক তৈয়ব স্বাক্ষরিত স্মারক সম্মাননাপত্রটি তিনি গ্রহণ করেন।
অংকুর একাডেমি অব আর্টস এন্ড কালচার সম্মাননা-কোলকাতা
ভারতের কোলকাতা থেকে অংকুর একাডেমি অব আর্টস এন্ড কালচার কর্তৃক প্রদত্ত এই বিশেষ সম্মাননাটি গ্রহণ করেন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন। সম্মানিত চেয়ারম্যান কোডিভ-১৯ মোকাবেলায় তাঁর অসাধারণ অবদানের জন্য যথাযথ সম্মানের সঙ্গেই এই সম্মাননা উক্ত একাডেমি কর্তৃক প্রদান করা হয়। সম্মাননায় বলা হয়েছে ‘আমরা একজন সামাজিক কর্মী হিসেবে আপনার প্রশংসা করি, এই সংকটময় সময়ে যেখানে সমগ্র বিশ্ব বিচ্ছিন্নতায়’। প্রতিষ্ঠানের চেয়াম্যান শ্রী-সমীর কুমার ঘোষ, প্রেসিডেন্ট শ্রী- অতীশ ঘোষ ও সেক্রেটারি শ্রী- পুলক পল কর্তৃক স্বাক্ষরিত বিশেষ এই সম্মাননাটি সোসাইটির চেয়ারম্যান গ্রহণ করেন।
আর্টিস্ট সার্কেল সম্মাননা ২০১৯-কোলকাতা
মানুষের জীবনে সম্মাননা প্রাপ্তি হলো তাঁর কর্মের স্বীকৃতি। স্বীকৃত এ সম্মাননা তারাই লাভ করেন যারা মানুষের কল্যাণে তথা সমাজ, দেশ ও জাতির উন্নয়ন কর্মকান্ডে অসামান্য অবদান রাখতে পারেন। তেমনি দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর নবনির্বাচিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন একজন বিশেষ ব্যক্তিত্ব যিনি দেশ ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সম্মাননাসহ পুরস্কার লাভ করেছেন। সম্মানিত চেয়ারম্যান তাঁর কর্মক্ষেত্রে অসামান্য অবদান ও শিল্প ও সমাজ সচেতনতায় আলোয় আলোকিত করার স্বীকৃতিস্বরূপ ভারতের কোলকাতা থেকে বিগত ১৫ এপ্রিল, ২০১৯ তারিখে এই বিশেষ সম্মাননাটি লাভ করেন। প্রতিষ্ঠানের সভাপতি শ্যামল বিশ্বাস ও সেক্রেটারি সুমিতাভ ঘোষাল এবং ট্রাস্টি বোর্ডের ধ্রুবজিৎ ভট্টাচার্যি ও চেয়ারম্যান কৃষ্ণা ভট্টাচারিয়া প্রতিষ্ঠানে পক্ষে দুটি আলাদা আলাদা সম্মাননা প্রদান করেন।
বী এ গুড হিউম্যান অ্যাওয়ার্ড অর্জন
দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশনকে বী এ গুড হিউম্যানের এক্সটেম্পোর স্পীচ কম্পিটিশন-২০২২ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ক্রেস্ট প্রদান করা হয় গতকাল ১০ মে, সন্ধ্যায়। এ সময়ে উপস্থিত ছিলেন সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডল।
বী এ গুড হিউম্যানের চেয়ারম্যান সমীর বৈদ্য ও সেক্রেটারি সুমন সলোমন গমেজ এর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন পরিচালক সুব্রত আর রোজারিও, কোষাধ্যক্ষ মৌতুসী রখো, পরিচালক বিল টেলর।
বঙ্গ গৌরব সম্মাননা - ২০২৩
ভারতের কোলকাতা থেকে ‘প্রগতি বাংলা’ কর্তৃক দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন ‘বঙ্গ গৌরব সম্মাননা-২০২৩’ লাভ করেছেন। কো-অপারেটিভ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তিনি বিশেষ এ সম্মাননা পেয়েছেন। সোসাইটির চেয়ারম্যানের এ সম্মাননা অর্জনে আমরা দি এমসিসিএইচএস লিঃ-এর সকল কর্মকর্তা , স্টাফ ও সদস্য-সদস্যাবৃন্দ অত্যন্ত আনন্দিত এবং চেয়াম্যানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।