“নীড়”
রিসোর্ট কাম ট্রেনিং সেন্টার সার্ভে
দি এমসিসিএইচএস লিঃ রিসোর্ট কাম ট্রেনিং সেন্টার
ঢাকার সন্নিকটে মাত্র দু’ঘন্টার দূরত্বে গাজীপুরের পূবাইল- ডেমরপাড়ায় নিমার্ণ করা হচ্ছে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর “নীড়” রিসোর্ট কাম ট্রেনিং সেন্টার। যেখানে প্রায় সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হচ্ছে যেন আপনি/আপনারা আপনাদের কর্মব্যস্ততার মধ্যে এখানে এসে শান্তিপূর্ণ এবং মনোরম সুন্দর পরিবেশে সময়টাকে উপভোগ করতে পারেন। ৭৩০ শতাংশ জমি নিয়ে নির্মাণ করা হচ্ছে সোসাইটির রিসোর্ট কাম ট্রেনিং সেন্টারটি । আপনাদের সর্বোচ্চ সুবিধা প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাজ করার পরিকল্পনা গ্রহণ করে ইতোমধ্যে তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ পরিচালনা করা হচ্ছে।
দি এমসিসিএইচএস লিঃ রিসোর্ট কাম ট্রেনিং সেন্টার থেকে যে সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন:
রিসোর্টে ঢুকতে প্রথমেই থাকছে সার্বক্ষণিক নিরাপত্তা কর্মীদ্বারা সংরক্ষীত একটি প্রবেশ দ্বার। যেখানে সর্বাধুনিক প্রযুক্তি দারা সবাইকে চেকিং এর মাধ্যমে ভেতরে প্রবেশের অনুমতি প্রদান করা হবে। সব ধরনের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে ভেতরে প্রবেশের পর।
মূল গেইট দিয়ে প্রবেশের পরই রয়েছে বিস্তৃত জায়গা বিশিষ্ট গাড়ী পার্কিং এর সু-ব্যবস্থা (পার্কিং এ যেন সমস্যা না হয় সেজন্য রিসোর্টে প্রবেশের আগেই রয়েছে নিজস্ব জমিতে আরো একটি বিস্তৃত পাকিং ব্যবস্থা)। মূল ফটকটি পার করার পরেই নির্মাণ করা হয়েছে ৬ (ছয়) তলা বিশিষ্ট মূল ভবন, মূলত এ ভবনটিতেই থাকছে রিসোর্টের আবাসনসহ সকল ধরনের সুবিধাদি। ভবনে প্রবেশ করেলই থাকছে সুবিন্যস্ত পরিসরে রিশিপশন এরিয়া, যেখানে রিসোর্টে প্রবেশের পরপর চাইলেই কিছুক্ষন বিশ্রাম করতে পারবেন। খাবারের জন্য থাকছে ৩ (তিন) টি রেস্টুরেন্ট এর ব্যবস্থা।
শুধু মূল ভবনটিতেই ১৫০ জন একসাথে থাকতে পারবেন। থাকার/বিশ্রাম করার জন্য থাকছে ৩ (তিন) ধরনের বিলাশ বহুল রুম, যার মধ্যে থাকছে ৫টি প্রেসিডেন্সিয়াল রুম, ৫টি ভিআইপি ডিলাক্স রুম এবং ৪০টি কাপল ডিলাক্স রুম। প্রতিটি রুমেই থাকছে সার্বক্ষণিক এসির সুব্যবস্থা। কর্পোরেট সেমিনার, বার্ষিক সাধারণ সভা এবং যেকোন ধরনের কনফারেন্সের জন্য থাকছে ৩ (তিন) টি কনফারেন্স হল, যেখানে ৩০০-৫০০ জন লোকের সবধরনের গুরুত্বপূর্ণ মিটিং পরিচালনা করা থেকে শুরু করে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রোগ্রাম করার সুবিধা। এছাড়াও থাকছে ১০০০-২০০০ জনের পিকনিকের সুব্যবস্থা।
ভবনের পাশের সুইমিংপুলটির পাশেই থাকছে একটি কেফেটেরিয়া এবং ভবনের ঠিক ছাদে থাকছে আরো একটি সুবিস্তৃত কেফেটেরিয়া। মনোরঞ্জন, চিত্তবিনোদন এবং অবসাদ থেকে রিলাক্সের জন্য থাকছে একটি বার কাম রেস্টুরেন্ট এবং স্প্যা এর ব্যবস্থা।
রিসোর্টের বিভিন্ন দূরত্বে নির্মান করা হচ্ছে ১০(দশ) টি দু-তলা বিশিষ্ট কটেজ, যেখানে ২৪ টি কাপল সুইট রুম থাকছে। থাকছে আধুনিক প্রযুক্তি দ্বারা নির্মিত “জ্যাকুজি” সহ ২(দুই) টি সুইমিংপুল। পাশেই তৈরী করা হচ্ছে প্রায় এক চতুর্তাংশ জায়গা নিয়ে একটি বিশাল দৃষ্টিনন্দন লেক, যেখানে অবসর সময় কাটানের জন্য থাকবে ফিসিং এবং বোটিং এর ব্যবস্থা থাকবে। রয়েছে খেলাধুলা করার জন্য ৩(তিন) টি মাঠ। একটিতে ফুটবল, একটিতে বাস্কেট বল এবং আরেকটিতে ভলিবল খেলার জন্য সব রকম ব্যবস্থা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহের জন্য স্থাপন করা হচ্ছে আলাদা সাব-স্টেশন।
প্রাথমিক ভাবে উপরে উল্লেখিত সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যে নিয়ে দি এমসিসিএইচএস লিঃ কর্তৃক “নীড়” রিসোর্ট কাম ট্রেনিং সেন্টার নির্মাণ কাজ পরিচালিত হচ্ছে। এর সাথে আপনাদের ইচ্ছা/মতামতও আমাদের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ন। তাই আপনি/আপনারা আপনাদের গঠনমূলক মতামত ও সমালোচনা নিয়ে এগিয়ে আসবেন আমরা এটাই প্রত্যাশা করি।