সোসাইটির সাম্প্রতিক উন্নয়ন চিত্র
দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর বর্তমান ব্যবস্থাপনা কমিটির দক্ষ নেতৃত্ব ও সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে সদস্য সেবায় ও সোসাইটির সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ডের এক অভূতপূর্ব দৃশ্যমান প্রতিচ্ছবি প্রতিনিয়ত পরিলক্ষিত হচ্ছে। বর্তমান ব্যবস্থাপনা কমিটির এই সাফল্যগাঁথায় সদস্য-সদস্যাদের নিকট বিশ্বাস ও আস্থা অর্জনে অত্যন্ত জোরালোভাবে কাজ করেছে কর্মকর্তাদের আন্তরিকতাপূর্ণ ভালোবাসা ও দূরদর্শিতা জ্ঞানের প্রকাশের মাধ্যমে। কেননা, ব্যবস্থাপনা কমিটির সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের নিরলস পরিশ্রম ও জ্ঞানের মাধ্যমে এবং সকল কর্মকর্তাদের দক্ষ কর্মকাণ্ডের সমন্বয়ে সোসাইটির উন্নয়ন প্রকল্পগুলো দিনে দিনে অগ্রসর ও সমৃদ্ধ লাভ করেছে। সোসাইটির অগ্রসরমান সমৃদ্ধিতে অবশ্যই কর্মকর্তাদের আন্তরিকতা বিদ্যমান ছিল এবং এর ফলশ্রুতিতে সদস্যগণ সোসাইটির প্রতি ফিরে পেয়েছেন তাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস।
বর্তমান বোর্ড যে কোন উন্নয়ন প্রকল্পের কার্যক্রমের শুরুতেই ১৯৭৭ খ্রিস্টাব্দের ১৪ এপ্রিল, ১লা বৈশাখ, বৃহস্পতিবার, সোসাইটি নব গঠিত দিনে ২৭ জন নিবেদিত প্রাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্যদের চিরকৃতজ্ঞতার সাথে ও শ্রদ্ধাভরে স্মরণ করে থাকেন। ‘আমরা গৃহ সমস্যা সমাধানে অঙ্গীকারাবদ্ধ’-এই স্লোগান নিয়ে ঢাকা শহরে স্বল্প মূলধনে ফ্ল্যাট ক্রয় বা প্লট ক্রয় করে বাড়ি নির্মাণ করে বসবাস করার সুযোগদানের প্রচেষ্টাই ছিল সোসাইটির প্রধান মূলমন্ত্র। আর এ মূলমন্ত্রের আলোকেই সোসাইটিতে সদস্যগণই হচ্ছেন প্রাণ এব্ং তাদের বিন্দু বিন্দু সঞ্চিত অর্থেই বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভবপর হয়ে উঠেছে। ঢাকা শহরে বা এর আশেপাশে একজন সদস্যের একটি গর্বিত ফ্ল্যাট বা প্লট নিশ্চিতকল্পে সোসাইটির অন্যতম উদ্দেশ্য। সেই উদ্দেশ্য বাস্তবায়নে বর্তমান বোর্ড নিরলসভাবে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাচ্ছেন। অনেকগুলো উন্নয়ন কার্যক্রমের মধ্য থেকে কিছু খণ্ডচিত্র আলোকপাতের মাধ্যমে সম্মানিত সদস্য-সদস্যাদের জ্ঞাতার্থে তুলে ধরা হলো।
দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য ও সাহসী পদক্ষেপের সফল বাস্তবায়ন হলো বর্তমান বোর্ড কর্তৃক সোসাইটির প্রধান নিজ কার্যালয় প্রতিষ্ঠা। এর নির্মাণশৈলী ও স্থাপত্যকলায় রয়েছে অত্যাধুনিক ছাপ। প্র্রধান কার্যালয়সহ সোসাইটির সেবা বুথ সমূহে সুষ্ঠভাবে সদস্য সেবায় কর্মসম্পাদনের প্রয়োজনে এর মধ্যে সন্নিবেশিত হয়েছে উন্নত প্রযুক্তি, আধুনিক ডিজিটালাইজেশন। যার মাধ্যমে একজন সদস্য তার সেবা গ্রহণের সঙ্গে সঙ্গে তথ্যাবলী মুহূর্তের মধ্যেই জানতে পারছেন এসএমএস এর মাধ্যমে। প্রধান কার্যালয়ে কর্মপরিবেশ সন্নিবেশিত করা হয়েছে কর্মীদের কর্মপরিবেশ অনুসারেই যাতে করে সদস্য সেবার মান আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করার সুযোগ পেতে পারেন। সৃষ্টিশীল চিন্তার এই সফল বাস্তবায়ন সম্ভব হয়েছে বর্তমান সম্মানিত চেয়ারম্যানসহ কর্মকর্তাবৃন্দদের যোগ্য নেতৃত্বের গুণে। যোগ্য বোর্ড তাদের যোগ্য নেতৃত্বের গুণে সোসাইটির ইতিহাসে যাদের অবদানের কথা অনস্বীকার্য তাদেরই মধ্যে পরম শ্রদ্ধেয় প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিও’র নামে ভবনটি উৎসর্গ করা হয়েছে এবং ২৭ জন নিবেদিতপ্রাণ, অক্লান্ত পরিশ্রমী প্রতিষ্ঠাতা সদস্যদের স্মৃতিচিহ্নস্বরূপ ছবিফ্রেম প্রতিস্থাপিত করা হয়েছে। এছাড়াও, সোসাইটির কার্যালয়ে খ্রীষ্টীয় ভাবাদর্শ বজায় রাখতে সম্মানিত চেয়ারম্যানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও নির্দেশনায় পবিত্র পরিবার, যীশু হৃদয় ও সাধ্বী মাদার তেরেজার ম্যূরাল স্থাপনের মাধ্যমে খ্রীষ্টবিশ্বাসীদের নিকট একটি গ্রহণযোগ্য মহান দায়িত্ব পালন করেছেন।
বর্তমান ব্যবস্থাপনা কমিটি দায়িত্বভার গ্রহণ করার সময় ফ্ল্যাট প্রকল্পের সংখ্যা ছিল ১২টি এবং বর্তমানে বৃদ্ধিকল্পে দাড়িয়েছে ১১০টিতে। ফ্ল্যাট প্রকল্পের এই বিশাল পরিধিতে ফ্ল্যাট এর সংখ্যা—–টি। ২০১২ খ্রিস্টাব্দে প্লট প্রকল্পে জমির পরিমাণ ছিল ২৭৭.৪৮ বিঘা এবং বর্তমানে তা ৯০০ বিঘার ওপরে বৃদ্ধি করা হয়েছে। সম্পদ-পরিসম্পদের পরিমাণ ছিল ২২২ কোটি টাকা এবং আট বছরে সংখ্যা প্রায় ১৬০০ কোটি টাকায় উন্নীত হয়েছে। বর্তমান ব্যবস্থাপনা কমিটির কার্যকালে শুধুমাত্র প্লট ক্রয়-বিক্রয় বা ফ্ল্যাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। সদস্য-সদস্যাদের অধিকতর সেবা প্রদানের লক্ষে সোসাইটিতে নানাবিধ আয়বর্ধক প্রকল্পও হাতে নিয়েছে এবং প্রকল্পের কাজগুলোও চলছে দ্রুত গতিতে।
১। এমসিসিএইচএসএল রিসোর্ট-০১ কাম ট্রেনিং সেন্টার-পুবাইল
২। শান্তির নীড় মঠবাড়ী প্রকল্প-০৪
৩। এমসিসিএইচএসএল রিসোর্ট-কাম ক্লাব হাউজ (দড়িপাড়া)
৪। পাগাড় ফ্ল্যাট প্রকল্প-০৩ (বাণিজ্যিক-কাম-আবাসিক ভবন-০১)
৫। হাসনাবাদ ফ্ল্যাট প্রকল্প-০১ (নীড়-২০,বাণিজ্যিক-কাম-আবাসিক ভবন-২)
৬। গোল্লা ফ্ল্যাট প্রকল্প এমসিসিএইচএসএল টাওয়ার-৩ (নীড়-৮৫)
৭। রিসোর্ট-কাম-শিশু পার্ক প্রকল্প (বিন্দান)
৮। এমসিসিএইচএসএল এলপিজি ফিলিং স্টেশন(টঙ্গী-কালীগঞ্জ-সিলেট রাস্তার পার্শ্বে দড়িপাড়া)
৯। এমসিসিএইচএসএল মা ও শিশু হাসপাতাল ( ইউনিট-০১ মনিপুরীপাড়া, ফার্মগেইট; ইউনিট-০২ রাজাসন পলুর মার্কেট)
১০। এমসিসিএইচএসএল অটো-রাইস মিল প্রকল্প (দিনাজপুর ধর্মপ্রদেশে)
১১। ধোপাপাড়া অটো ব্রিকস প্রকল্প বিন্দান
১২। বিবিধ ভাড়া প্রকল্প