জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে সোসাইটির চেয়ারম্যান ও কর্মকর্তাবৃন্দের
বড়দিন ও খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা বিনিময়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন, এমপি’র সঙ্গে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন ও কর্মকর্তাবৃন্দের বড়দিন ও খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। গতকাল ৩ জানুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ, সন্ধ্যায় মিন্টো রোডস্থ প্রতিমন্ত্রী মহোদয়ের বাসভবনে সোসাইটির কর্মকর্তাবৃন্দ আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময়ে প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে সোসাইটির চেয়ারম্যান ও কর্মকর্তাবৃন্দ বড়দিনের কেক কাটেন ও ফুলের শুভেচ্ছা প্রদান করেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডল, অর্থ ও প্রশাসন পরিচালক বাদল বি. সিমসাং, ডিরেক্টর কল্পনা মারিয়া ফলিয়া, ডিরেক্টর সুজয় পিউরীফিকেশন, ডিরেক্টর জেমস ডি’রোজারিও ও ডিরেক্টর প্রদীপ গমেজ। এ সময়ে চেয়ারম্যান মহোদয় ও কর্মকর্তাবৃন্দ ঘন্টাব্যাপী মন্ত্রীর সঙ্গে কুশলাদি বিনিময় ও সোসাইটির উন্নয়ন অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন। এতে দেশের সামগ্রিক উন্নয়নে সোসাইটির ভূমিকা রাখায় মন্ত্রী মহোদয় ধন্যবাদ ও ভূয়সী প্রশংসা করেন। প্রতিমন্ত্রী মহোদয় মেহেরপুর-১ আসনের এমপি হওয়ায় এ সময়ে ‘ ঢাকাস্থ মুজিবনগর খ্রিষ্টান ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি’র চেয়ারম্যান ইমানুয়েল বাপ্পী মন্ডলের নেতৃত্বে কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে শুভেচ্ছা জানান।