শোকবার্তা
দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর সম্মানিত ডিরেক্টর উজ্জ্বল ফ্রান্সিস রিবেরু’র পিতা আন্দ্রিয়াস রিবেরু (৮৮) ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে আজ বিকালে পরপারে চলে গেলেন। ঈশ্বর তাঁর আত্মার চিরশান্তি দান করুন।
প্রয়াত আন্দ্রিয়াস রিবেরু’র আদি নিবাস রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর রাঙ্গামাটিয়া গ্রাম ও বর্তমানে তাঁর পরিবার আনন্দনগর, দারুস সালাম রোড, মিরপুরের অধিবাসী। মৃত্যুকালে তিনি এক পুত্র-পুত্রবধু, নাতি ও নাতীন এবং বহু গুণগ্রাহী রেখে গেলেন।
আগামীকাল বিকাল ৩ ঘটিকায় রাঙ্গামাটিয়া ধর্মপল্লীতে অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগের পর রাঙ্গামাটিয়াস্থ কবরস্থানে তাঁকে শায়িত করা হবে।
আমরা দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর কর্মকর্তা, কর্মী ও সকল সদস্যদের পক্ষ থেকে ডিরেক্টর উজ্জ্বল ফ্রান্সিস রিবেরু’র পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
আগষ্টিন পিউরীফিকেশন
চেয়ারম্যান
ও
ইমানুয়েল বাপ্পী মন্ডল
সেক্রেটারি
দি এমসিসিএইচএস লিঃ