গৃহনির্মাণ/জমি বন্ধকী ঋণ
আমরা গৃহ সমস্যা সমাধানে অঙ্গীকারাবদ্ধ
খ্রীষ্টান সমাজের অনেক সদস্য/সদস্যা আর্থিক সংকট থাকার কারনে বাড়ী নির্মান করতে পারছেনা তাই আর্থিক সহযোগিতার মাধ্যমে বাড়ী নির্মান করার লক্ষ্যে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ গৃহনির্মাণ/জমিবন্ধকী ঋণ প্রকল্প চালু করেছে।
ক) জমি/ফ্ল্যাট বন্ধকী ঋণের বেলায় মোট আবেদনকৃত ঋণের শতকরা ৮০ ভাগ জমি/ফ্ল্যাট এর বর্তমান মূল্যের ৮০% মূল্য জামিন হিসেবে গ্রহন করা যাবে এবং শতকরা ৩০ ভাগ শেয়ার জামিন হতে হবে। বাড়ি নির্মাণ ঋণের ক্ষেত্রে রাজউক কর্তৃক অনুমোদিত বিল্ডিং নকশা প্লান ও জমি ব্যবহারের ছাড়পত্র থাকতে হবে।
খ) জমি/ফ্ল্যাট বন্ধকীর ক্ষেত্রে ভূমি তফসিল অফিসের মূল্য মানের তালিকা, জমির দলিল,মূল রেকর্ডপত্র ও বর্তমান মূল্য যাচাই এবং সরেজমিনে জমি/ফ্ল্যাট পরিদর্শনের পর আইন বিষয়ক অফিসারের মতামত প্রদানের উপর ভিত্তি করে ঋণ অনুমোদন করা হবে। ঋণ মঞ্জুর হওয়ার পর সোসাইটির মাধ্যমে সোসাইটির আইন জীবি কর্তৃক প্রস্ততকৃত দলিলের মাধ্যমে Registered Mortgage Deed/Power of Attorn সম্পাদন করতে হবে এবং এ সংক্রান্ত যাবতীয় খরচ এবং পরবর্তীতে বাতিল খরচ ঋণ গ্রহণকারীকে পরিশোধ করতে হবে। নিজ খরচায় জমির স্বত্ত¡ প্রমান এবং জমির পরিমান নিশ্চিত করতে হবে।
গ) জমি/ফ্ল্যাট দলিলে একের অধিক অংশীদার মালিকানা থাকলে সকল মালিকদের সকলে একত্রে একটি অঙ্গীকারনামা প্রদান করতে হবে। স্বাক্ষী হিসেবে অবশ্যই ৩ জনের স্বাক্ষর দিতে হবে।
ঘ) জমি মর্টগেজকৃত ঋণের ক্ষেত্রে মূল দলিলের ফটোকপি, সিএস,এসএ,আর,এস, এবং সিটি জরিপ অনুযায়ী নামজারী পর্চা এবং হালনাগাদ খাজনার রসিদ ও ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
ঙ) জমি/ফ্ল্যাট Mortgage ঋণের ক্ষেত্রে সোসাইটির কার্যক্ষেত্রের মধ্যে অবস্থিত জমি/ফ্ল্যাট এর (রেজিষ্ট্রার) বায়না, মূল দলিল, নিজ নামের খারিচের পর্চা, হালনাগাদ খাজনা, গ্যাস বিল, পানির বিল, বিদ্যুৎ বিল ও মিউনিসিপ্যাল ট্যাক্স রশিদ-এর ফটোকপি (সত্যায়িত), নন-ইনকারেঞ্জ সার্টিফিকেট, ইত্যাদি প্রদান করতে হবে এবং বাড়ি নির্মাণের ক্ষেত্রে রাজউক/পৌরসভা/ইউনিয়ন এর ছাড় পত্র সহ প্ল্যান জমা দিতে হবে। স্বামী ঋণ গ্রহন করলে স্ত্রী কে এবং স্ত্রী ঋণ গ্রহন করলে স্বামীকে স্বাক্ষী হিসাবে স্বাক্ষর করতে হবে। এ ক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক সন্তানদের স্বাক্ষী হিসেবে স্বাক্ষর করতে হবে। জবমরংঃবৎবফ গড়ৎঃমধমব এবং চড়বিৎ ড়ভ অঃঃড়ৎহ কৃত জমিতে সমিতি নামে সাইনবোর্ড স্থাপন করতে হবে।
চ) ঋণ আবেদন পত্র জমা দেয়ার সময় জমি/ফ্ল্যাট Mortgage ফি অফেরত যোগ্য ৩৫০০/- টাকা প্রদান করতে হবে।
ছ) ঋণের পরিমান ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা থেকে সর্বোচ্চ ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা পর্যন্ত জমির বর্তমান বাজার দর অনুযায়ী মোট মূল্যের ৮০% মূল্য ধরা হবে।
জ) ঋণের সুদ ক্রমহ্রাসমান পদ্ধতিতে বার্ষিক ১৪% হারে দিতে হবে। উল্লেখ্য যে, এই ঋণের ক্ষেত্রে আবেদনকারী ১ বছর সময়কাল পর্যন্ত কিস্তি ব্যতীত শুধুমাত্র সুদ প্রদান করতে পারবে।
ঝ) ঋণের মেয়াদ সর্বোচ্চ ১২ বছর বা ১৪৪ কিস্তিতে পরিশোধ যোগ্য।
ঞ) ৩ মাস পূর্বের শেয়ারের ১০ গুন হিসেবে সর্বোচ্চ ৩০,০০,০০০/- টাকা ঋণ প্রদান করা হবে।