সোসাইটির নবনির্বাচিত কর্মকর্তাদের দায়িত্বভার গ্রহণ
২২ ফেব্রুয়ারি ২০২২ খ্রীষ্টাব্দ, মঙ্গলবার, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর নবনির্বাচিত কর্মকর্তাগণ দায়িত্বভার গ্রহণ করেন। সোসাইটির নবনির্বাচিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশনের সভাপতিত্বে সভা শুরু হয়। এ সময়ে বিদায়ী কর্মকর্তাগণ তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতামূলক বক্তব্যের মধ্য দিয়ে নবনির্বাচিত কর্মকর্তাদের হাতে তাদের দায়িত্বভার অর্পণ করেন।
উল্লেখ্য, বিগত ১৯ ফেব্রুয়ারি, ২০২২ খ্রীষ্টাব্দ, শনিবার, সোসাইটির নির্বাচনী বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনী ফলাফল ঘোষণা অনুযায়ী ব্যবস্থাপনা কমিটির বিজয়ী কর্মকর্তাগণদের নাম ও পদবী নিম্নরূপ :
ব্যবস্থাপনা কমিটির সদস্য - সদস্যবৃন্দ

আগষ্টিন পিউরীফিকেশন
চেয়ারম্যান

অপূর্ব যাকোব রোজারিও
ভাইস-চেয়ারম্যান

ইমানুয়েল বাপ্পী মন্ডল
সেক্রেটারি

বাদল বি. সিমসাং
পরিচালক, অর্থ ও প্রশাসন

ইউজিন কোড়াইয়া
ট্রেজারার

সুজয় পিউরীফিকেশন
পরিচালক

উজ্জ্বল ফ্রান্সিস রিবেরু
পরিচালক

জেমস ডি’রোজারিও
পরিচালক

প্রদীপ আগষ্টিন গমেজ
পরিচালক

আগষ্টিন প্রতাপ গমেজ
পরিচালক

ডেভিড প্রবীন রোজারিও
পরিচালক

শুভ রঞ্জন চিসিম
পরিচালক

কল্পনা মারিয়া ফলিয়া
পরিচালক (মনোনীত)
ঋণদান কমিটির সদস্য - সদস্যবৃন্দ

তরুন ভিক্টর গমেজ
চেয়ারম্যান, ঋণদান কমিটি

লিংকার্স রোজারিও
সেক্রেটারি, ঋণদান কমিটি

সনি খ্রীষ্টফার পেরেরা
সদস্য, ঋণদান কমিটি

ডিউক পি. রোজারিও
সদস্য, ঋণদান কমিটি
আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির সদস্য - সদস্যবৃন্দ

রতন হিউবার্ট পিউরীফিকেশন
চেয়ারম্যান, আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটি

জন গমেজ
সেক্রেটারি, আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটি

মায়া মনিকা গাঙ্গুলী
সদস্য, আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটি

জাস্টিনা বিশ্বাস
সদস্য, আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটি

ডন ক্লারেন্স হাওলাদার
সদস্য, আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটি