সোসাইটির নবনির্বাচিত কর্মকর্তাদের দায়িত্বভার গ্রহণ
২২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রীষ্টাব্দ, মঙ্গলবার, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর নবনির্বাচিত কর্মকর্তাগণ দায়িত্বভার গ্রহণ করেন। সোসাইটির নবনির্বাচিত চেয়ারম্যান আগষ্টিন প্রতাপ গমেজের সভাপতিত্বে সভা শুরু হয়। এ সময়ে বিদায়ী কর্মকর্তাগণ তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতামূলক বক্তব্যের মধ্য দিয়ে নবনির্বাচিত কর্মকর্তাদের হাতে তাদের দায়িত্বভার অর্পণ করেন।
উল্লেখ্য, বিগত ০৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রীষ্টাব্দ, শনিবার, সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন/২৫ এর ফলাফল ঘোষণা অনুযায়ী ব্যবস্থাপনা কমিটির বিজয়ী কর্মকর্তাগণদের নাম ও পদবী নিম্নরূপ :
ব্যবস্থাপনা কমিটির সদস্য - সদস্যবৃন্দ

আগষ্টিন প্রতাপ গমেজ
চেয়ারম্যান

ডিউক পি. রোজারিও
ভাইস-চেয়ারম্যান

পেপিলন হেনরি পিউরীফিকেশন
সেক্রেটারি

জেমস ডি’রোজারিও
পরিচালক, অর্থ ও প্রশাসন

ইউজিন কোড়াইয়া
ট্রেজারার

সুজয় পিউরীফিকেশন
পরিচালক

শুভ রঞ্জন চিসিম
পরিচালক

প্রদীপ আগষ্টিন গমেজ
পরিচালক

লিংকার্স রোজারিও
পরিচালক

ডন ক্লারেন্স হাওলাদার
পরিচালক

গিলবার্ট গমেজ
পরিচালক

এইচ হিলারিশ হাউই
পরিচালক
ঋণদান কমিটির সদস্য - সদস্যবৃন্দ

তার্সিসিউস পালমা
চেয়ারম্যান, ঋণদান কমিটি

উজ্জ্বল ফ্রান্সিস রিবেরু
সেক্রেটারি, ঋণদান কমিটি

লিনসন গমেজ
সদস্য, ঋণদান কমিটি

রনি ফ্রান্সিস গমেজ
সদস্য, ঋণদান কমিটি

টমাছ টনী গমেজ
সদস্য, ঋণদান কমিটি
আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির সদস্য - সদস্যবৃন্দ

রবার্ট সাইমন গোমেজ
চেয়ারম্যান, আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটি

বীরেন বি গমেজ
সেক্রেটারি, আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটি

মায়া মনিকা গাঙ্গুলী
সদস্য, আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটি

কাজল শিমন ডি কস্তা
সদস্য, আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটি

রনী মাইকেল গমেজ
সদস্য, আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটি