মিলিয়নীয়ার স্কীম
সোসাইটির আওতাভুক্ত এলাকায় বসবাসরত সকল খ্রীষ্টান জনগণের আর্থিক নিশ্চয়তা ও কল্যাণে এবং সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যৎ অর্থনৈতিক স্বচ্ছলতা আনয়নে আপনি নিশ্চিন্তে মিলিয়নীয়ার স্কীম সেবা গ্রহণ করুন।
৩ বছর
মাসিক কিস্তি
২৩,৮৫০/=
মোট জমাকৃত টাকা
৮,৫৮,৬০০/=
মোট লাভ
১,৪১,৪০০/=
মোট টাকার পরিমাণ
১০,০০,০০০/=
৫ বছর
মাসিক কিস্তি
১২,৯০০/=
মোট জমাকৃত টাকা
৭,৭৪,০০০/=
মোট লাভ
২,২৬,০০০/=
মোট টাকার পরিমাণ
১০,০০,০০০/=
১০ বছর
মাসিক কিস্তি
৪,৮৫০/=
মোট জমাকৃত টাকা
৫,৮২,০০০/=
মোট লাভ
৪,১৮,০০০/=
মোট টাকার পরিমাণ
১০,০০,০০০/=
১২ বছর
মাসিক কিস্তি
৩,৭০০/=
মোট জমাকৃত টাকা
৫,৩২,৮০০/=
মোট লাভ
৪,৬৭,২০০/=
মোট টাকার পরিমাণ
১০,০০,০০০/=
১৫ বছর
মাসিক কিস্তি
২,৬৩০/=
মোট জমাকৃত টাকা
৪,৭৩,৪০০/=
মোট লাভ
৫,২৬,৬০০/=
মোট টাকার পরিমাণ
১০,০০,০০০/=
মিলিয়নীয়ার স্কীমের বিধিমালা
সোসাইটির আওতাভুক্ত এলাকায় বসবাসরত সর্বস্তরের খ্রীষ্টান জনগণের আর্থিক নিশ্চয়তা ও কল্যাণের প্রতি গুরত্ব আরোপ করে তাদের আর্থিক সঙ্গতির সাথে সামঞ্জস্য রেখে সে অনুযায়ী মাসিক কিস্তি জমাদান পূর্বক সোসাইটির উদ্যোগে প্রনীত‘‘মিলিয়নীয়ার স্কীম”এর আওতায় হিসাব পরিচালনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ স্কীম প্রবর্তন করা হয়েছে।
এ স্কীমের বৈশিষ্ট সমূহ
হিসাবের মেয়াদকাল
৩ বছর, ৫ বছর, ১০ বছর, ১২ বছর এবং ১৫ বছর
হিসাবের কিস্তির পরিমাণ
২৩,৮৫০টাকা (৩ বছরের জন্য)
১২,৯০০টাকা (৫ বছরের জন্য)
৪,৮৫০ টাকা (১০ বছরের জন্য)
৩,৭০০ টাকা (১২ বছরের জন্য)
২,৬৩০ টাকা (১৫ বছরের জন্য)
হিসাব খোলার পদ্ধতি
(ক) সকল বয়সের এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে কোন খ্রীষ্টান
(খ) হিসাব খোলার সময় আমানতকারীকে তার যথাযথ পরিচিতি (জাতীয় পরিচয়পত্র/জন্ম-নিবন্ধন সার্টিফিকেট) প্রদান এবং ষ্ট্যাম্প সাইজের দুই কপি ছবি প্রদান করতে হবে।
(গ) যুগ্ম নামেও এই স্কীমের আওতায় হিসাব খোলা যাবে।
(ঘ) প্রত্যেকটি হিসাবের জন্য পৃথক পৃথক হিসাব নম্বর দেওয়া হবে।
(ঙ) এক ব্যক্তি একই নামে একাধিক হিসাব খুলতে পারবেন ও পরিচালনা করতে পারবেন।
(চ) হিসাব খোলার সময় গ্রাহককে পৃথক একটি কার্ডে নমুনা স্বাক্ষর প্রদান করতে হবে।
হিসাবে মাসিক কিস্তি জমাদান পদ্ধতি
(ক) এ স্কীমের আওতায় খোলা হিসাবের বিপরীতে ২নং ধারায় বর্ণিত মূল্যমান অনুযায়ী আমনতকারীকে প্রতিমাসে কিস্তি জমা করতে হবে।
(খ) প্রত্যেক মাসের ১ (এক) তারিখ হতে ১৫ (পনেরো) তারিখের মধ্যে মাসিক কিস্তির অর্থ জমা করতে হবে । মাসের ১৫ (পনেরো) তারিখ সরকারী ছুটির দিন হলে পরবর্তী কার্যদিবসে কিস্তির অর্থ জমা দেয়া যাবে।
(গ) নগদ অর্থে মাসিক কিস্তি জমা দেয়া যাবে। কিস্তির টাকা অবশ্যই সংশ্লিষ্ট মাসের ১৫ (পনেরো) তারিখের মধ্যে হিসাবে জমা দিতে হবে । অন্যথায় কিস্তি খেলাপী প্রতিমাসের জন্য কিস্তির ১৮% হারে জরিমানা প্রদান করে খেলাপী কিস্তিসহ কিস্তির টাকা জমা দিতে হবে।
(ঘ) গ্রাহক ও সোসাইটির মধ্যে সমঝোতার ভিত্তিতে এ স্কীমের আওতায় অগ্রিম কিস্তি জমা দেয়া যাবে। কিন্তু জমাদানকৃত অগ্রিম কিস্তির উপর সুদ প্রদান করা হবে না। যে কিস্তি যে মাস থেকে প্রাপ্য হবে সে মাস থেকে সুদ প্রদান করা হবে।
(চ) হিসাবধারীর নামে সোসাইটিতে কোন সঞ্চয়ী হিসাব থাকলে সেই হিসাব থেকে উক্ত স্কীমের আওতায় খোলা হিসাবে মাসিক কিস্তি স্থানান্তরের লিখিত নির্দেশ প্রদান করতে পারবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট সঞ্চয়ী হিসাবে স্থিতি সংরক্ষণ করতে হবে। কোন মাসে সংশ্লিষ্ট সঞ্চয়ী হিসাবে স্থিতি না থাকলে ঐ মাসের কিস্তি স্থায়ী ভাবে বন্ধ হয়ে যাবে এবং পরবর্তীতে ৪ এর (গ) ধারা অনুযায়ী কিস্তি জমা দেওয়া যাবে। এক্ষেত্রে স্থায়ী নির্দেশনার আওতায় প্রতিটি লেনদেনের সময় ২০.০০ (বিশ) টাকা হারে কমিশন আদায় যোগ্য হবে।
সুদেরহার (নিয়মিতহিসাবের ক্ষেত্রে)
(ক) তিন বছর মেয়াদের জন্য ১০.৬৮% (সরল রৈখিক পদ্ধতি)
(খ) পাঁচ বছর মেয়াদের জন্য ১২.০০% (সরল রৈখিক পদ্ধতি)
(গ) দশ বছর মেয়াদের জন্য ১৪.২৫% (সরল রৈখিক পদ্ধতি)
(ঘ) বারো বছর মেয়াদের জন্য ১৪.৫১% (সরল রৈখিক পদ্ধতি)
(ঙ) পনের বছর মেয়াদের জন্য ১৪.৭৫% (সরল রৈখিক পদ্ধতি)
** সকল ক্ষেত্রে বার্ষিক ভিত্তিতে (প্রতি জুন মাসে) সুদ প্রদেয় হবে।
উত্তরাধিকার
(ক) হিসাবধারী হিসাব খোলার সময় এক বা একাধিক ব্যক্তিকে তার হিসাবের উত্তরাধিকারী মনোনীত করতে পারবেন।
(খ) নাবালক নমিনী নিয়োগ করা যাবে। এক্ষেত্রে নাবালক থাকা অবস্থায় হিসাবধারীর মৃত্যু হলে নাবালকের আইন দ্বারা নির্ধারিত অভিভাবককেি হসাবধারীর অর্থ প্রদান করা হবে।
(গ) হিসাবধারী যে কোন সময় লিখিত ভাবে নির্দেশনা প্রদান করে নমিনী পরিবর্তন করতে পারবেন।
(ঘ) হিসাব ধারীর জীবদ্দশায় এবং হিসাবের স্থিতি গ্রহণের পূর্বে মনোনীত ব্যক্তির মৃত্যু হলে ঐ মনোনয়ন বাতিল বলে গন্য হবে।
(ঙ) কেবল মাত্র হিসাবধারীর মৃত্যুর পরই নমিনী/নমিনীগণ হিসাবের অর্থ বন্টননামা অনুযায়ী পেতে পারেন। এক্ষেত্রে হিসাবধারীর ওয়ারিশান সনদ ও হিসাবধারীর সাথে নমিনীর সর্ম্পক প্রমাণের যথাযথ সনদপত্র উপস্থাপন করতে হবে।
(চ) নমিনীকে হিসাবের স্থিতি পরিশোধের জন্য নিম্নোক্ত কাগজপত্রাদি উপস্থাপন করতেহবে।
নমিনীকে হিসাবের স্থিতি পরিশোধের জন্য নিম্নোক্ত কাগজপত্রাদি উপস্থাপন করতেহবে।
০১. নমিনী/নমিনীগণের/মনোনীত অভিভাবকের আবেদনপত্র।
০২. হিসাবধারীর মৃত্যু সংক্রান্ত সনদপত্র।
০৩. দু’জন গেজেটেড অফিসার বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার কর্তৃক নমিনী/নমিনীবৃন্দের বা নাবালকসহ মনোনীত অভিভাবকের সনাক্তকরণ পত্র।
০৪. নমিনী/ নমিনীবৃন্দের বা মনোনীতঅভিভাবকের পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
মেয়াদ উর্ত্তীণের পূর্বে গ্রাহক কতৃক হিসাব বন্ধ করা হলে
গ্রাহক ইচ্ছা করলে যেকোন সময় হিসাব বন্ধ করতে পারবেন। এক্ষেত্রে সোসাইটির সার্ভিসচার্জ বাবদ ১০০ টাকা আদায় করা হবে এবং নিম্নলিখিত নিয়মাবলী পরিপালন যোগ্য হবে।
(ক) হিসাব খোলার ১ (এক) বছরের মধ্যে হিসাব বন্ধ করা হলে গ্রাহক শুধু মূল অর্থ ফেরৎ পাবেন। কোন সুদ পাবেন না।
(খ) হিসাবের মেয়াদ এক বছরের অধিক কিন্তু তিন বছর পর্যন্তহলে গ্রাহক ৬% হারে সরল সুদ সহ আসল টাকা ফেরৎ পাবেন।
(গ) হিসাবের মেয়াদ পাঁচ বছরের অধিক কিন্তু বারো বছর পর্যন্ত হলে গ্রাহক ৮% হারে সরল সুদ সহ আসল টাকা ফেরৎ পাবেন।
(গ) হিসাবের মেয়াদ বারো বছরের অধিক হলে গ্রাহক ১০% হারে সরল সুদ সহ আসল টাকা ফেরৎ পাবেন।
স্বয়ংক্রিয়ভাবে হিসাব বন্ধ হয়ে যাওয়া ও পুন: বৈধকরণ
(ক) কোন মাসে নির্ধারিত কিস্তি জমা প্রদান করা না হলে হিসাবটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তবে হিসাবটি পুন:বৈধকরণের জন্য ৪(গ) অনুচ্ছেদ অনুযায়ী কিস্তি জমা করতেহবে।
(খ) পাঁচবছর মেয়াদী হিসাবের জন্য সর্বোচ্চ সাতবার, দশবছর মেয়াদী হিসাবের জন্য সর্বোচ্চ বারো বার, বারোবছর মেয়াদী হিসাবের জন্য সর্বোচ্চ পনের বার, পনের বছর মেয়াদী হিসাবের জন্য সর্বোচ্চ বিশবার গ্রাহক ৮ (ক) অনুচ্ছেদ অনুযায়ী হিসাব পুন:বৈধকরণ করতে পারবেন। সর্বোচ্চ সংখ্যক পুন:বৈধকরণ করার পর ও যদি কোন হিসাবধারী পুনরায় কিস্তি খেলাপী হন তা হলে হিসাবটি স্থায়ী ভাবে বন্ধ হয়ে যাবে।
মেয়াদপূর্তিতে এককালীন পরিশোধ পদ্ধতি
গ্রাহক পাঁচবছর, দশ বছর, বারো বছর কিংবা পনের বছর যে কোন মেয়াদের হিসাবধারী হন না কেন মেয়াদ পূর্তিতে এককালীন ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা প্রাপ্য হবেন।
বিশেষনির্দেশাবলী
(ক) এই হিসাবের বিপরীতে কোন চেক বই দেয়া হবে না।
(খ) হিসাব ধারীর মৃত্যুর পর নমিনী কতৃক হিসাবে কিস্তির অর্থ জমা দেওয়া যাবেনা।
(গ) এই হিসাবের কিস্তি ও মেয়াদ পরিববর্তন করা যাবেনা।
(ঘ) উক্ত স্কীমের আওতায় খোলা হিসাবের ক্ষেত্রে আবগারী শুল্ক ও হিসাবের বিপরীতে প্রদেয় সুদ থেকে উৎসে কর কর্তন/আদায়যোগ্য হবেনা।
(ঙ) হিসাবধারীর শুধুমাত্র নিজস্ব সদস্যপদ হিসাবে ঋণ গ্রহণের সময় এই হিসাবটি জামিন প্রদান করা যাবে। এক্ষেত্রে ঋণ পরিশোধের পূর্বেই যদি হিসাবের মেয়াদ পূর্ণ হয় অথবা হিসাবধারী হিসাবটি বন্ধ করতে চায় তা হলে জামিনকৃত টাকা ঋণের সাথে সমন্বয় করে হিসাবটি বন্ধ করা যাবে।
(চ) স্কীমটি সোসাইটির নিজস্ব উদ্যোগে প্রণীত বিধায় এতদ সংক্রান্ত ভবিষ্যতে কোন পরিরবর্তন / পরিবর্ধন/ সংশোধন/ সংযোজন সম্পূর্ণ সোসাইটির এখতিয়ারভুক্ত থাকবে।