হাউজিং সোসাইটির কর্মীদের কর্মদক্ষতা মূল্যায়ন ও রিট্রিট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে গেল বিগত ৫ ও ৬ অক্টোবর ২০২৩ খ্রিষ্টাব্দ। সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশনের সভাপতিত্বে ও সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডলের সঞ্চালনায় টেকসই উন্নয়নের জন্য সমবায় এর আলোকে দুইদিনব্যাপী এই প্রোগ্রাম কক্সবাজারের হোটেল দ্যা কক্স টুডে’তে অনুষ্ঠিত হয়।
প্রথমদিনে রিট্রিট প্রোগ্রাম অনিুষ্ঠিত হয়। এতে সোসাইটির অর্থ ও প্রশাসন পরিচালক মি. বাদল বি সিমসাং এর পরিচালনায় প্রার্থনা ও ধ্যান সভা অনুষ্ঠিত হয়। এরপর সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল পঞ্চবার্ষিকীর পদক্ষেপ সমূহের বর্তমান অবস্থান তুলে ধরেন। এসময়ে সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন সোসাইটির বিগত এক বছরের বিভাগীয় কাজের মূল্যায়ন ও সমস্যা উত্তোরণে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় ও যুক্তিসঙ্গত পালনীয় নির্দেশনা উপস্থাপন করেন।
এরপর সোসাইটির ভাইস চেয়ারম্যান মি. অপূর্ব যাকোব রোজারিও ধন্যবাদমূলক বক্তব্য ও ডিরেক্টর মি. ডেভিড প্রবীণ রোজারিওর প্রার্থনার মধ্যদিয়ে প্রথমদিনের অনুষ্ঠান শেষ হয়।
দ্বিতীয় দিনের কর্মসূচীতে কর্মীদের কর্মদক্ষতা মূল্যায়ন ও রিট্রিট প্রোগ্রামে সোসাইটির গর্বিত ও সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশনের সভাপতিত্বে ও সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডলের সঞ্চালনায় রাত আটটায় হোটেল কক্স-টুডে তে অনুষ্ঠিত হয়। এতে ছিল আসনগ্রহণ, প্রার্থনা, স্বাগত বক্তব্য, চেয়ারম্যানে প্রশ্নোত্তরের সাংরাশ-পরামর্শ ও নির্দেশনামূলক বক্তব্য, সেবাকাল-২০২৩ এর পারফরমেন্স ঘোষণা ও সার্টিফিকেটসহ পুরস্কার বিতরণ, মুক্তালোচনা এবং দ্বিতীয় অধিবেশনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারী পর্ব।
মঞ্চে আসনগ্রহণ করেন সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন, ভাইস-চেয়ারম্যান মি. অপূর্ব যাকোব রোজারিও, সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল, পরিচালক-অর্থ ও প্রশাসন মি. বাদল বি. সিমসাং, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া। প্রারম্ভিক প্রার্থনা পরিচালনা করেন ডিরেক্টর মি. জেমস ডি’রোজারিও, স্বাগত বক্তব্য প্রদান করেন সোসাইটির পরিচালক-অর্থ ও প্রশাসন মি. বাদল বি. সিমসাং। এরপর সম্মানিত চেয়ারম্যান প্রশ্নোত্তরের সারাংশ ও সেবাকালে সোসাইটির কর্মীদের কাজের সাফল্য সকলের সম্মুখে তুলে ধরেন। উল্লেখ্য রিট্রিট প্রোগ্রামের আনুষ্ঠানিকতা চলাকালীন সোসাইটির সকল স্টাফের নিকট আটটি প্রশ্ন রাখা হয় এবং প্রশ্নের উত্তরগুলো সারমর্ম আকারে তুলে ধরা হয়। এরপর সেক্রেটারি সেবাকাল-২০২৩ এর সেরা কর্মীদের ফলাফল ঘোষণা করেন। এ পর্যায়ে চেয়ারম্যান ও কর্মকর্তাবৃন্দ সেরা কর্মীদের সার্টিফিকেট ও অর্থমূল্যমান পুরস্কার প্রদান করেন। এরপর মুক্তালোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে কর্মীগণ সোসাইটির উন্নয়নে ও অবদানে সম্মানিত কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কতিপয় প্রস্তাবনা উত্থাপন করেন। সম্মানিত চেয়ারম্যান সকলের উত্থাপিত প্রস্তাবনা সাদরে গ্রহণ করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন।
দ্বিতীয় অধিবেশনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারী ড্র অনুষ্ঠিত হয়। এতে ক্যাশ এণ্ড মেম্বার সার্ভিসের সহকারী ম্যানেজার মি. আশীষ এ কোড়াইয়া, হিসাব বিভাগের ম্যানেজার মি. মজেস রড্রিক্স ও জুনিয়র অফিসার জ্যাকলিন কোড়াইয়া’র উপস্থাপনায় সোসাইটির কর্মকর্তা ও কর্মীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরিশেষে ভাইস চেয়ারম্যান মি. অপূর্ব যাকোব রোজারিও’র সমাপনী ধন্যবাদমূলক বক্তব্য ও ডিরেক্টর মি. প্রতাপ এ গমেজের প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।