শর্টটার্ম এইচ ডি পি এস
স্বল্প মেয়াদী হাউজিং ডিপোজিট এন্ড পেনশন স্কীম
সোসাইটির আওতাভুক্ত এলাকায় বসবাসরত সর্বস্তরের খ্রীষ্টান জনগণের আর্থিক কল্যাণে ও আর্থিক সঙ্গতির সঙ্গে সামঞ্জস্য রেখে উল্লেখিত মাসিক কিস্তি জমাদান পূর্বক পারিবারিক/ব্যক্তিগত জরুরী অর্থনৈতিক প্রয়োজনে শর্ট টার্ম হাউজিং ডিপোজিট এন্ড পেনশন স্কীম সেবা গ্রহণ করুন।
এক বছর মেয়াদি
-
সুদ ৯% = ৫৮৫/=
-
বোনাস (নিয়মিত হলে) = ৫০০/=
-
প্রদানযোগ্য টাকা = ১৩,০৮৫/=
দুই বছর মেয়াদি
-
সুদ ৯.৫% = ২৩৭৫/=
-
বোনাস (নিয়মিত হলে) = ১০০০/=
-
প্রদানযোগ্য টাকা = ২৭,৩৭৫/=
তিন বছর মেয়াদি
-
সুদ ৯.৭৫% = ৫৪১১/=
-
বোনাস (নিয়মিত হলে) = ১৫০০/=
-
প্রদানযোগ্য টাকা = ৪২,৯১১/=
স্বল্প মেয়াদী হাউজিং ডিপোজিট এন্ড পেনশন স্কীমের বিধিমালা
এ স্কীমের বৈশিষ্ট সমূহ নিম্নরূপঃ
হিসাবের মেয়াদকালঃ এক বছর, দুই বছর এবং তিন বছর।
হিসাবের কিস্তির পরিমাণঃ সর্বনিম্ন ১,০০০ হতে হাজারে গুণিতক যে কোন পরিমাণ।
(ক) সকল বয়সের এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে কোন খ্রীষ্টান ব্যক্তি সোসাইটির আওতাভুক্ত এলাকায় বসবাসরত নিজ নামে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ -এ ‘‘স্বল্প মেয়াদী হাউজিং ডিপোজিট এন্ড পেনশন স্কীম”-এর আওতায় সোসাইটির নির্ধারিত আবেদন পত্রের মাধ্যমে হিসাব খুলতে পারবেন।
(খ) হিসাব খোলার সময় আমানতকারীকে তার যথাযথ পরিচিতি (জাতীয়পরিচয়পত্র/জন্ম-নিবন্ধন সার্টিফিকেট) প্রদান এবং ষ্ট্যাম্প সাইজের দুই কপি ছবি প্রদান করতে হবে।
(গ) কোন যুগ্ম নামে এই স্কীমের আওতায় হিসাব খোলা যাবে না।
(ঘ) প্রত্যেকটি হিসাবের জন্য পৃথক পৃথক হিসাব নম্বর দেওয়া হবে।
(ঙ) এক ব্যক্তি একই নামে একাধিক হিসাব খুলতে পারবেন ও পরিচালনা করতে পারবেন।
(চ) হিসাব খোলার সময় গ্রাহককে পৃথক একটি কার্ডে নমুনা স্বাক্ষর প্রদান করতে হবে।
(ক) এ স্কীমের আওতায় খোলা হিসাবের বিপরীতে আমনতকারীকে প্রতি মাসে উল্লেখিত মূল্যমান অনুযায়ী কিস্তি জমা করতে হবে।
(খ) প্রত্যেক মাসের ১ (এক) তারিখ হতে ১০ (দশ) তারিখের মধ্যে মাসিক কিস্তির অর্থ জমা করতে হবে । মাসের ১০ (দশ) তারিখ সরকারী ছুটির দিন হলে পরবর্তী কার্য দিবসে কিস্তির অর্থ জমা দেয়া যাবে।
(গ) নগদ অর্থে মাসিক কিস্তি জমা দেয়া যাবে। কিস্তির টাকা অবশ্যই সংশ্লিষ্ট মাসের ১০ (দশ) তারিখের মধে হিসাবে জমা দিতে হবে । অন্যথায় প্রতি হাজার টাকা কিস্তির জন্য, কিস্তি খেলাপী প্রতি মাসের জন্য মাসিক ১০ টাকা করে জরিমানা প্রদান করে খেলাপী কিস্তিসহি কস্তির টাকা জমা দিতে হবে।
(ঘ) কিস্তি খেলাপী হলে বোনাসের টাকা দেয়া হবে না বা দাবী করা যাবে না। শুধুমাত্র নিয়মিত ভাবে কিস্তি প্রদানকারী হিসাবধারী বোনাসের আওতাভুক্ত বলে বিবেচিত হবেন।
(ঙ) গ্রাহক ও সোসাইটির মধ্যে সমঝোতার ভিত্তিতে এ স্কীমের আওতায় অগ্রিম কিস্তি জমা দেয়া যাবে । কিন্তু জমা দানকৃত অগ্রিম কিস্তির উপর সুদ প্রদান করা হবে না। যে কিস্তি যে মাস থেকে প্রাপ্য হবে সে মাস থেকে সুদ প্রদানকরাহবে।
(চ) হিসাব ধারীর নামে সোসাইটিতে কোন সঞ্চয়ী হিসাব থাকলে সেই হিসাব থেকে উক্ত স্কীমের আওতায় খোলা হিসাবে মাসিক কিস্তি স্থানান্তরের লিখিত নির্দেশ প্রদান করতে পারবেন।
এক্ষেত্রে সংশ্লিষ্ট সঞ্চয়ী হিসাবে স্থিতি সংরক্ষণ করতে হবে। কোন মাসে সংশ্লিষ্ট সঞ্চয়ী হিসাবে স্থিতি থাকলে ঐ মাসের কিস্তি স্থায়ী ভাবে বন্ধ হয়ে যাবে এবং পরবর্তীতে ৪ এর (গ) ধারা অনুযায়ী কি¯ি জমা দেওয়া যাবে। এক্ষেত্রে স্থায়ী নির্দেশনার আওতায় প্রতিটি লেনদেনের সময় ২০.০০ (বিশ) টাকা হারে কমিশন আদায় যোগ্য হবে।
(ক) এক বছর মেয়াদে রজন্য ৯% (সরল রৈখিক পদ্ধতি)
(খ) দুইব ছর মেয়াদের জন্য ৯.৫০% (সরল রৈখিক পদ্ধতি)
(গ) তিন বছর মেয়াদের জন্য ৯.৭৫ (সরল রৈখিক পদ্ধতি)
(ঘ) সকল ক্ষেত্রে বার্ষিক ভিত্তিতে (প্রতি জুন মাসে) সুদ প্রদেয় হবে।
(ক) হিসাবধারী হিসাব খোলার সময় এক বা একাধিক ব্যক্তিকে তার হিসাবের উত্তরাধিকারী মনোনীত করতে পারবেন।
(খ) নাবালক নমিনী নিয়োগ করা যাবে। এক্ষেত্রে নাবালক থাকা অবস্থায় হিসাব ধারীর মৃত্যু হলে নাবালকের আইন দ্বারা নির্ধারিত অভিভাবককে হিসাবধারীর অর্থ প্রদান করা হবে।
(গ) হিসাবধারী যে কোন সময় লিখিত ভাবে নির্দেশনা প্রদান করে নমিনী পরিবর্তন করতে পারবেন।
(ঘ) হিসাব ধারীর জীবদ্দশায়এবং হিসাবের স্থিতি গ্রহণের পূর্বে মনোনীত ব্যক্তির মৃত্যু হলে ঐ মনোনয়ন বাতিল বলে গন্য হবে।
(ঙ) কেবল মাত্র হিসাবধারীর মৃত্যুর পরই নমিনী/নমিনীগণ হিসাবের অর্থ বন্টন নামা অনুযায়ী পেতে পারেন। এক্ষেত্রে হিসাব ধারীর ওয়ারিশান সনদ ও হিসাবধারীর সাথে নমিনীর সর্ম্পক প্রমাণের যথাযথ সনদপত্র উপস্থাপন করতে হবে।
(চ) নমিনীকে হিসাবের স্থিতি পরিশোধের জন্য নিম্নউক্ত কাগজপত্রাদি উপস্থাপন করতে হবে।
০১. নমিনী/ নমিনীগণের/ মনোনীত অভিভাবকের আবেদনপত্র।
০২. হিসাব ধারীর মৃত্যু সংক্রান্ত সনদ পত্র।
০৩. দু’জন গেজেটেড অফিসার বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার কর্তৃক নমিনী/নমিনীবৃন্দের বা নাবালকসহ মনোনীত অভিভাবকের সনাক্তকরণ পত্র।
০৪. নমিনী/ নমিনীবৃন্দেরবা মনোনীত অভিভাবকের পাসপোর্ট সাইজের সত্যায়িতছবি।
গ্রাহক ইচ্ছা করলে যেকোন সময় হিসাব বন্ধ করতে পারবেন। এক্ষেত্রে সোসাইটির সার্ভিস চার্জ বাবদ ৫০ টাকা আদায় করা হবেএবং নিম্ন লিখিত নিয়মাবলী পরিপালন যোগ্য হবে।
(ক) হিসাব খোলার ১০ (দশ) মাসের মধ্যে হিসাব বন্ধ করা হলে গ্রাহক শুধ মূল অর্থ ফেরৎ পাবেন। কোন সুদ পাবেন না।
(খ) হিসাব খোলার ১০ (দশ) মাসের অধিক এবং নিয়মিত কিস্তি প্রদান করলে গ্রাহক ৬% হারে সরল সুদসহ আসল টাকা ফেরৎ পাবেন।
(ক) কোন মাসে নির্ধারিত কিস্তি জমা প্রদান করা না হলে হিসাবটি স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়েযাবে। তবে হিসাবটি পুন:বৈধকরণের জন্য ৪(গ) অনুচ্ছেদ অনুযায়ী কিস্তি জমা করতে হবে। এক্ষেত্রে ৪(ঘ) অনুচ্ছেদ ও বলবৎ থাকবে।
(খ) এক বছর মেয়াদী হিসাবের জন্য সর্বোচ্চ দুইবার, দুই বছর মেয়াদী হিসাবের জন্য সর্বোচ্চ তিনবার এবং তিনবছর মেয়াদী হিসাবের জন্য সর্বোচ্চ পাঁচবার গ্রাহক ৮ (ক) অনুচ্ছেদ অনুযায়ী হিসাব পুন:বৈধকরণ করতে পারবেন। সর্বোচ্চ সংখ্যক পুন:বৈধকরণ করার পর ও যদি কোন হিসাবধারী পুনরায় কিস্তি খেলাপী হন তাহলে হিসাবটি স্থায়ী ভাবে বন্ধ হয়ে যাবে।
(ক) এক বছর ও দুই বছর বা তিন বছর মেয়াদী হিসাবের ক্ষেত্রে পেনশন পদ্ধতিতে প্রাপ্য অর্থ পরিশোধ করা হবেনা
(ক) এই হিসাবের বিপরীতে কোন চেক বই দেয়া হবে না।
(খ) হিসাব ধারীর মৃত্যুর পর নমিনী কতৃক হিসাবে কিস্তির অর্থ জমা দেওয়া যাবেনা।
(গ) এই হিসাবের কিস্তি ও মেয়াদ পরিববর্তন করা যাবে না।
(ঘ) উক্ত স্কীমের আওতায় খোলা হিসাবের ক্ষেত্রে আবগারী শুল্ক ও হিসাবের বিপরীতে প্রদেয় সুদ থেকে উৎসে কর কর্তন/আদায় যোগ্য হবেনা।
(ঙ) হিসাবধারীর শুধু মাত্র নিজস্ব সদস্যপদ হিসাবে ঋণ গ্রহণের সময় এই হিসাবটি জামিন প্রদান করা যাবে। এক্ষেত্রে ঋণ পরিশোধের পূর্বেই যদি হিসাবের মেয়াদ পূর্ণ হয় অথবা হিসাবধারী হিসাবটি বন্ধ করতে চায় তাহলে জামিনকৃত টাকা ঋণের সাথে সমন্বয়করে হিসাবটি বন্ধকরা যাবে।
(চ) স্কীমটি সোসাইটির নিজস্ব উদ্যোগে প্রণীত বিধায়এতদসংক্রান্ত ভবিষ্যতে কোন পরিরবর্তন/পরিবর্ধন/সংশোধন/সংযোজন সম্পূর্ণ সোসাইটির এখতিয়ারভুক্ত থাকবে।
শর্টটার্ম এইচ ডি পি এস হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
১. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনের ফটোকপি।
২. আবেদনকারীর বয়স ১৮ বছরের কম হলে পক্ষে বাবা/মা স্বাক্ষর করতে হবে।
৩. আবেদনকারীর ১কপি পাসপোর্ট সাইজ এবং ২কপি স্ট্যাম্প সাইজ ছবি।
৪. নমিনীর ১কপি ছবি।