কালব কর্তৃক আয়োজিত ‘ক্রেডিট ইউনিয়ন ডিরেক্টরস কম্পিটেন্সি কোর্স (সিইউডিসিসি)’ ও ‘হিসাব ব্যবস্থাপনা’ প্রশিক্ষণের ৫৩তম ব্যাচ ২০-২৫ জুন ২০২৩ খ্রিঃ অনুষ্ঠিত হয়ে গেল। ছয়দিনব্যাপী গুরুত্বপূর্ণ এ প্রশিক্ষণে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর কর্মকর্তা ও কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের বিষয়বস্তুর আলোকে দু’টি ভাগে ভাগ করে এ প্রশিক্ষণটি প্রদান করা হয়। ২০-২১ জুন, ২০২৩ তারিখে ‘হিসাব ব্যবস্থাপনা’ এবং ২২-২৫ জুন, ২০২৩ তারিখে ‘ক্রেডিট ইউনিয়ন ডিরেক্টরস কম্পিটেন্সি কোর্স সোসাইটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে সার্বিকভাবে পরিচালনা করেন কালবের ট্রেনিং এন্ড কন্সালটিং এজিএম জনাব মোঃ আবদুল মান্নান।
২০ জুন উদ্বোধনী অনুষ্ঠানে সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডলের সঞ্চালনায় সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন সকলকে শুভেচ্ছা জানান এবং ভাইস-চেয়ারম্যান মি. অপূর্ব যাকোব রোজারিও প্রশিক্ষক জনাব মান্নানকে ফুল দিয়ে বরণ করে নেন। প্রথমদিনে প্রশিক্ষক পুরো প্রশিক্ষণের বিষয়বস্তুর আলোকে আলোচনাসমূহ উপস্থাপন করেন। তিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় ও তথ্যসমৃদ্ধ উদাহরণসহ প্রতিটি বিষয়ভিত্তিক আলোচনা সকলের সামনে তুলে ধরেন। প্রতিদিন তিনি নির্দিষ্ট বিষয়ের উপর আলোকপাত করেন যা প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলেই উপকৃত হয়েছেন। প্রশিক্ষণে কালবের জিএম মি. প্যাট্রিক পালমা ও এশিয়া কারিতাসের প্রেসিডেন্ট মি. বেনেডিক্ট আলো ডি’রোজারিও তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।
২৫ জুন, ২০২৩ তারিখে সমাপনী দিনে সার্টিফিকেট ও মডিউল বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালবের সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন, ভাইস-চেয়ারম্যান জনাবা ফাহমিদা সুলতানা। সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে চেয়ারম্যান সকলকে অশেষ ধন্যবাদ জানান এবং এই সিইউডিসিসি প্রশিক্ষণে যা শিক্ষা গ্রহণ করা হয়েছে তা বাস্তবে রূপদান করার আহ্বান জানান। কালবের ভাইস-চেয়ারম্যান প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা জানান। পরিশেষে, কালব ও হাউজিং সোসাইটির সম্মানিত চেয়ারম্যান প্রশিক্ষক ও অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে ছয়দিনব্যাপী সিইউডিসিসি প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন।